Koel Mallick`s Son Kabir : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা তিনি। রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) -র মেয়ে হলেও কোয়েল মল্লিক (Koel Mallick) নামটাই যথেষ্ট টলিউডে তার পরিচয় বোঝাতে। বাবার থেকে তার জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। যেখানে নেপোটিজম বিতর্কে তুঙ্গে তরজা সেখানে কোয়েল মল্লিককে নিয়ে গর্বিত তার ভক্তরা। এখন তিনি ঘোরতর সংসারী। আদর্শ মেয়ে, বউ এবং মা হয়ে সামলাচ্ছেন তার দায়িত্ব এবং কর্তব্য।
আজ থেকে প্রায় ২ দশক আগে ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেছিলেন কোয়েল মল্লিক। প্রথম ছবির পর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। একটার পর একটা ছবিতে কোয়েল মল্লিক জিতেছেন দর্শকদের মন। তবে এখন তিনি অভিনয়টা অনেকটাই কমিয়ে দিয়েছেন। কারণ তার জীবনে এসেছে তার ছোট্ট রাজপুত্র কবীর। নিসপাল সিং রানে (Nispal Singh Rane) এবং কোয়েল মল্লিকের একমাত্র সন্তান এখন কেমন দেখতে হয়েছে দেখুন।
Koel Mallick`s Son Kabir`s Photogallery
কোয়েল এবং নিসপালের বিয়ে হয়েছিল ২০১৩ সালে। ২০২০ সালে লকডাউন চলার সময় কোয়েলের কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান কবীর। এখন তার বয়স তিন বছর। ছোট্ট এই খুদে এখন দুই পরিবারের নয়নের মণি। সোশ্যাল মিডিয়াতে অবশ্য কোয়েল সেভাবে তার ছেলের ছবি শেয়ার করেন না। তবে কালেভদ্রে উৎসব অনুষ্ঠানে এক-আধটা ছবি শেয়ার করেই থাকেন তিনি।
কোয়েল মল্লিকের ছেলের মিষ্টি চেহারায় ভুলেছেন নেটিজেনরা। কেউ বলেন সে একেবারে তার মায়ের মত দেখতে। আবার কেউ কেউ বলেন অবিকল রঞ্জিত মল্লিকের মত দেখতে কবীরকে। বিশেষ করে তার হাসিটা যেন একেবারে রঞ্জিত মল্লিকের জেরক্স কপি। দাদুর সাথে নাতির বন্ডিংটাও চোখ জুড়িয়ে দেবে। সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে হিট দাদু ও নাতির এই জুটি।
কোয়েলের ফেসবুক প্রোফাইলে কবীরের কিছু ছবি দেখতে পাওয়া যায়। একেবারে একরত্তি বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত ছেলের কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন কোয়েল। বাবা-মার পাশাপাশি দাদু রঞ্জিত মল্লিকের সঙ্গেও সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তাকে। কিছুদিন আগেই সে স্কুলে যাওয়া আরম্ভ করেছে। ছেলের প্রথম প্লে স্কুলে যাওয়ার মুহূর্তটাও ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন কোয়েল।
আরো পড়ুন : ৪০ পেরিয়েও উপচে পড়ছে গ্ল্যামার, যৌবন ধরে রাখতে রোজ এই ছোট্ট কাজ করেন কোয়েল মল্লিক
উল্লেখ্য, ছেলের তিন বছর বয়স হতেই আবার নিজের কাজের জগতে ফিরেছেন কোয়েল। কবীরকে সময় দেওয়ার জন্য তিনি তিনটি বছর সেভাবে ছবি নেননি হাতে। ছেলে এখন একটু বড় হয়েছে। তাই কোয়েল ফিরে গিয়েছেন তার নিজস্ব লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে। এখন ‘মিতিন মাসি’ ছবির শুটিংয়ের জন্য কাজ করছেন তিনি।
আরো পড়ুন : টলিউডের এক নম্বর নায়িকা, ছবি পিছু কোয়েল মল্লিক কত টাকা পারিশ্রমিক নেন জানেন?