OTT Banned : অশ্লীলতায় ভরপুর! বন্ধ হল এই ১৮টি OTT চ্যানেল

অশ্লীলতায় ভরপুর! ১৮টি OTT চ্যানেল বন্ধ করলো কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক

OTT Banned : অতিরিক্ত মাত্রায় অশ্লীল কন্টেন্ট দেখানোর জন্য এবার ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ১৮ টি OTT অ্যাপ্লিকেশনকে ব্যান ঘোষণা করল। সেই সঙ্গে গোটা দেশ জুড়ে ১৯ টি ওয়েবসাইট, ১০ টি অ্যাপ্লিকেশন, ৫৭ টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি বন্ধ করে দেওয়া হয়েছে। কোন কোন অ্যাপ্লিকেশন রয়েছে এই তালিকাতে? দেখুন।

প্রধানত অশ্লীল বিষয়বস্তু দেখানো এবং নারীদের প্রতি অবমাননা করার জন্য এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মন্ত্রকের তরফ থেকে এর আগে একাধিকবার এই সমস্ত ওটিটি মাধ্যমের কর্ণধারদের সতর্কবার্তা পাঠানো হয়েছিল। কিন্তু তারপরেও তারা পদক্ষেপ নেননি। তাই শেষমেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মন্ত্রক।

OTT Banned

এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতে জানানো হয়েছে, “সংশ্লিষ্ট মাধ্যমগুলোতে প্রদর্শিত বিষয়বস্তুর বেশিরভাগ অশ্লীল এবং নারীদের প্রতি অসম্মান দেখানো হয়েছে। ছাত্র-শিক্ষক, সম্পর্ক পারিবারিক সম্পর্কের মধ্যেও যৌনতা দেখানো হয়েছে।” এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। ১২টি ফেসবুক, ১৭টি ইনস্টাগ্রাম, ১৬টি এক্স এবং ১২টি ইউটিউব অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।

১৮টি ওটিটির মধ্যে ৭টি অ্যাপ ছিল গুগল প্লে স্টোরে ও ৩টি ছিল অ্যাপল অ্যাপ স্টোরে। সংশ্লিষ্ট মাধ্যমগুলো যাতে নগ্নতা, অশালীনতা না দেখায় তার জন্য বারবার তাদের সতর্ক করেছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। কিন্তু এই ধরনের কনটেন্ট বাতিল হওয়া তো দূর বরং আরও বেশি প্রশ্রয় দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারা অনুসারে এই প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।

OTT Banned

কোন কোন ওটিটি মাধ্যম বাতিল হয়েছে?

বাতিল হওয়া ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে Dreams Films, Voovi, Yessma, Uncut Adda, Tri Flicks, X Prime, Neon X VIP, Besharams, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix এবং Prime Play। এর মধ্যে একটি অ্যাপ্লিকেশন ১ কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। ২ টি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ৫০ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে।

আরও পড়ুন : ক্রাইম-থ্রিলার থেকে হরর-সাসপেন্স! ফেব্রুয়ারিতেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি ও সিরিজ

OTT Banned

আরও পড়ুন : বউকে লুকিয়ে দেদার পরকীয়া! বন্ধ ঘরে একা দেখুন X Class

শুধু ওটিটি মাধ্যম নয়, এই সংস্থাগুলো সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রচারের কাজ চালাচ্ছিল। দর্শক টানার জন্য ট্রেলার, কাট করা দৃশ্য দেখাচ্ছিল তাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। এরকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ৩২ লক্ষেরও বেশি ইউজার ছিল। নগ্নতা, যৌনতা, ছাত্র-শিক্ষক সম্পর্ক থেকে শুরু করে পারিবারিক সম্পর্কের অবমাননা এবং নারীদের অপমান করায় এই কড়া পদক্ষেপ নেওয়া হল।