হেমাকে ছেড়ে কেন প্রথম স্ত্রীর সঙ্গে থাকেন ধর্মেন্দ্র? কেন আলাদা হলেন ধর্মেন্দ্র-হেমা?

হেমাকে ছেড়ে কেন প্রথম স্ত্রীর কাছেই ফিরে গেলেন ধর্মেন্দ্র? কেন একসঙ্গে থাকেন না ধর্মেন্দ্র-হেমা

ধর্মেন্দ্র (Dharmendra) এবং হেমা মালিনী (Hema Malini), বলিউড ইন্ডাস্ট্রিতে এই দুই তারকার প্রেম কাহিনী কোনও সিনেমার থেকে কম নয়। বিবাহিত এবং ৪ সন্তানের বাবা হওয়া সত্ত্বেও ধর্মেন্দ্র একসময় হেমার প্রেমে এতটাই পাগল ছিলেন যে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই বিয়ে করে নেন হেমাকে। অথচ তারাই এখন আর একসঙ্গে থাকেন না। শেষ বয়সে প্রথম স্ত্রীর কাছেই ফিরে গিয়েছেন ধর্মেন্দ্র। কিন্তু কেন?

সদ্য শোনা গিয়েছে ধর্মেন্দ্র নাকি পায়ে চোট পেয়েছেন। স্বামীর অসুস্থতা সম্পর্কে ওয়াকিবহল হেমা। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ধর্মেন্দ্র এখন ভালো আছেন। তার পায়ে সামান্য চোট লেগেছিল। তবে চিন্তার কারণ নেই। একে অপরের খোঁজখবর নেন ঠিকই কিন্তু ধর্মেন্দ্র এবং হেমা মালিনী বহুদিন ধরে আর একসঙ্গে থাকছেন না।

Dharmendra And Hema Malini

অথচ একটা সময় হেমার রূপে এতটাই মুগ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র যে তিনি তার প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই ইসলাম মতে হেমাকে বিয়ে করেন। তার আগে হেমা এবং জিতেন্দ্রর বিয়ে ভেঙে দিয়েছিলেন তিনি। আসলে হেমার পরিবার কোনওদিনই ধর্মেন্দ্রর সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায়নি। তাই চুপিসারে জিতেন্দ্র এবং হেমার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সেই খবর ঠিকই ধর্মেন্দ্রর কানে পৌঁছে যায়।

কাউকে কিছু জানতে না দিয়ে হেমা এবং জিতেন্দ্রর গোপন বিয়ের আয়োজন হয়েছিল। এমনকি মিডিয়াও খবর পায়নি। কিন্তু ধর্মেন্দ্র কোথাও থেকে খবর পেয়ে বিবাহস্থানে পৌঁছে যান। তিনি হেমাকে অনুরোধ করেন বিয়েটা না করতে। হেমাও পছন্দ করতেন ধর্মেন্দ্রকে। শেষমেষ ইসলাম মতে তাদের বিয়ে হয়। কারণ হিন্দু ধর্ম মতে বিয়ে করতে গেলে প্রকাশকে ডিভোর্স দিতে হত ধর্মেন্দ্রকে। তিনি তার ৪ সন্তানের মাকে ডিভোর্স দিতে পারেননি।

Dharmendra And Hema Malini

ধর্মেন্দ্র এবং হেমার বিয়ের পর তাদের দুই সন্তান এষা এবং অহনার জন্ম হয়। হেমাকে বিয়ে করলেও প্রকাশ ও তার সন্তানদের প্রতি সব দায়িত্ব পালন করেন ধর্মেন্দ্র। আবার হেমা ও তার সন্তানদেরও দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু যে হেমাকে পাওয়ার জন্য তিনি পাগল হতে বসেছিলেন প্রায় তার সঙ্গেই এখন আর থাকেন না। থাকেন প্রথম স্ত্রী প্রকাশের সঙ্গেই।

Dharmendra And Hema Malini

এই প্রসঙ্গে হেমা সংবাদমাধ্যমকে জানান, “কেউই চাই না যে তার সঙ্গে এটা ঘটুক। তবে মেনে নিতে হবে যে এটা হয়েছে এবং এগিয়ে যেতে হবে। প্রত্যেক মহিলা সাধারণ পরিবারের মত স্বামী এবং সন্তান কামনা করে। কিন্তু কখনও কখনও সব জিনিস পরিকল্পনা মত হয় না।” হেমার কথা থেকেই স্পষ্ট ধর্মেন্দ্র এবং হেমার বিবাহিত জীবন যে সুখী দাম্পত্য ছিল তেমন নয়।

আরও পড়ুন : বলিউডের ৭ বিতর্কিত বিয়ে, যাদের ছিঃ ছিঃ করেছিল গোটা দুনিয়া, রয়েছেন ২ বাঙালি

Dharmendra And Hema Malini

আরও পড়ুন : কেউ ৩ তো কেউ ৪! একাধিক বিয়ে করে রেকর্ড গড়েছেন এই বলিউড তারকারা

প্রেমের আবেগে বিয়ে করলেও আগাগোড়া যে ধর্মেন্দ্র এবং হেমার বিবাহিত জীবন সুখের হয়েছে তা নয়। দুই বিয়ের জটিলতায় ভুগতে হয়েছে তাদের। তবে হেমার কথায়, “আমার এটা নিয়ে খুব একটা খারাপ লাগে না আর। আমি ভালো আছি। দুই সন্তানকে খুব ভালোভাবে বড় করেছি‌। যারা এখন প্রাপ্তবয়স্ক। ধর্মেন্দ্র অবশ্যই সব সময় উপস্থিত ছিলেন।”