বিয়ে থেকে পালাতে নিলেন নারীর রূপ! চিনতে পারছেন বাংলা সিরিয়ালের এই নায়ককে?

বিয়ের মন্ডপ থেকে পালাতে ভোলবদল! চিনতে পারছেন জি বাংলার এই নায়ককে?

Guess Popular Bengali Mega Serial Actor Who Dressed Like Woman In Saree : বাংলা সিরিয়ালের অভিনেতা এবং অভিনেত্রীদের অভিনয় দক্ষতা মুগ্ধ করে দর্শকদের। শুধু নায়ক-নায়িকা নয়, পার্শ্ব চরিত্রের অভিনেতা এবং অভিনেত্রীরাও তাদের সেরাটা দিয়ে অভিনয় করেন। মাঝে মাঝে তো পার্শ্বচরিত্রের অভিনেতাদের অভিনয় ছাপিয়ে যায় মূল চরিত্রাভিনেতাদের। জি বাংলা (Zee Bangla) -র রাঙা বউ (Ranga Bou) সিরিয়ালের কলাকুশলীরা যেমন প্রত্যেকেই পাকা অভিনেতা।

জি বাংলার এই সিরিয়ালটিতে অনেক নামিদামি অভিনেতা এবং অভিনেত্রীরা অভিনয় করছেন। শ্রুতি দাস এবং গৌরব রায়চৌধুরী ছাড়াও রয়েছেন বড় বড় শিল্পীরা। এদের মধ্যে রয়েছেন প্রীতম দাস (Pritam Das)। তিনি এই সিরিয়ালে শীল পরিবারের ছেলে অনিরুদ্ধর ভূমিকাতে অভিনয় করছেন। তার চরিত্রটি নেগেটিভ হলেও সাম্প্রতিক সময়ে একটি পোস্টের কারণে তাকে নিয়ে চর্চার শেষ নেই।

Pritam Das

অনিরুদ্ধ ওরফে প্রীতম দাস সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি পোস্ট করেন। এই ছবিগুলো দেখে স্পষ্ট যে সামনেই অনিরুদ্ধর সঙ্গে পাখির বোন কুসুমের বিয়ে হতে চলেছে। গায়ে হলুদের দৃশ্যের শুটিংয়ের সময় অভিনয়ের ফাঁকে অনস্ক্রিন বউয়ের সঙ্গে ছবিগুলি তুলেছিলেন প্রীতম। কিন্তু এরপরই আরেকটি পোস্টে সকলকে চমকে দিয়েছেন অভিনেতা।

ভাইরাল হওয়া সেই ছবিতে নারী বেশে দেখা যাচ্ছে প্রীতমকে। তার কপালে ছোট্ট লাল টিপ। মাথার চুল পরিপাটি করে খোপা করে বাঁধা হয়েছে। কানের পাশে একগুচ্ছ হলুদ গাঁদা ফুল গোঁজা রয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এই রূপ ক্যামেরাবন্দি করছেন প্রীতম। তারপর সেই সেলফিটাই তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। তার এমন রূপ দেখে তো সকলে অবাক হয়ে গিয়েছেন।

Pritam Das

অভিনেতার এমন রূপ দেখে প্রথমটা কেউই ধরতে পারেননি যে এটা আসলেই প্রীতম। সকলে অনুমান করেছিলেন হয়তো কোনও নায়িকা নিজের রূপ বদলে বয়স্কা সেজেছেন। কিন্তু তাদের ভুল ভেঙেছে খুব তাড়াতাড়ি। কোনও মহিলা নন, প্রীতম নিজেই এমন সাজে সেজেছেন। ধারাবাহিকের আসন্ন বিয়ের ট্র্যাক উপলক্ষে তাকে এমন সাজতে হয়েছে।

আরও পড়ুন : “এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী…!”, মমতা ব্যানার্জীর বিরুদ্ধে বেফাঁস বৈশাখী ব্যানার্জী

 

View this post on Instagram

 

A post shared by Pritam Das (@pritam.official)

আরও পড়ুন : ট্রোল্ড হয়েই কোটিপতি! উরফি জাভেদের এক মাসের রোজগার শুনলে শিল্পপতিরাও লজ্জা পাবে

অভিনেতা এই প্রসঙ্গে আনন্দবাজারের কাছে বলেছেন, “আসলে বিয়ে থেকে পালাতে গিয়ে এই ভোল বদল। নায়িকা পাখি জোর করে তার বোনের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বোনের সাহায্য নিয়ে এই লুক। অনেক দিন আমায় ‘ক্লিন শেভে’ দেখেননি দর্শক। স্বর্ণদা (স্বর্ণেন্দু সমাদ্দার) এই সুযোগ দিয়েছেন সঙ্গে পুরো টিম দারুণ কাজ করেছে। আমায় কেমন লাগছে সেটা তো পর্ব সম্প্রচার হলেই জানতে পারব। আমি খুবই উত্তেজিত।”