Katrina Kaif Bodyguard : বলিউড (Bollywood) – এর তারকাদের বিলাসবহুল জীবন যাপনের কথা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু তাদের তেমনি প্রাণনাশের হুমকির কথাও শোনা যায়। যে কারণে জন্য তাদের নিরাপত্তায় যাতে কোনরকম ত্রুটি না থাকে তার জন্যই তাদের রাখতে হয় বডিগার্ডদের। তারাই রক্ষক। তারাই ভরসা। আর সেই বডিগার্ডরা তারকাদের পাহারা দিতে নেই কোটি কোটি টাকা পারিশ্রমিক। আজ সেই রকমই এক বডিগার্ড এর কথা বলবো যিনি দেখতে এবং পারিশ্রমিকে কোনো হিরোর থেকে কম নন।
সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি টাইগার থ্রি। আর এই ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে ক্যাটরিনা কাইফকে। তবে এবার অভিনেত্রী নয় চর্চায় উঠে এসেছেন তার বডিগার্ড।ক্যাটরিনা কইফ (Katrina Kaif) -র বডিগার্ড হলেন দীপক সিং। তার রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকে বলছেন, ‘সবথেকে সুন্দর বডিগার্ড’ দীপকই।
ক্যাটরিনা কাইফের বডিগার্ড
দামি কোট, চোখে সানগ্লাস একেবারে এলাহীভাবে সেজেই ক্যাট সুন্দরীকে রক্ষার দায়িত্ব সামলান দীপক।শুটিংয়ের ফ্লোর থেকে পাবলিক প্লেস ক্যাটরিনার ছায়াসঙ্গী হিসাবেই থাকেন তিনি। তবে শুধু ক্যাটরিনা নয়, একাধিক বলিউড এবং আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও কাজ করেছেন দীপক। সলমন খান, মাধুরী দীক্ষিত, দীপিকা পাডুকোন, প্যারিস হিলটনের মতো তারকাদের সুরক্ষা নিশ্চিত করেছেন দীপক।
Katrina Kaif’s Bodyguard Deepak Singh
তবে দীপককে দেখলে বোঝায় যাবে না যে তিনি একজন পেশাদার বডিগার্ড। কারণ তার পোশাক , নিজের স্টাইল মেনটেইন কোনো বলিউড তারকার থেকে কম নয়। তার এমন সাজের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সংবাদ মাধ্যমে জানান, ‘বাকিদের থেকে আমাকে আলাদাই দেখানো উচিত। ভিভিআইপিদের সাথে সবসময় থাকতে হলে নিজেকেও সেরকমই থাকতে হবে। তাই নিজেকে সর্বদা ফিট অ্যান্ড ফাইন রাখতেই পছন্দ করেন তিনি’।
তবে প্রথম থেকেই কিন্তু দেহরক্ষী হওয়ার কথা ভাবেননি দীপক। তার বাবা ছিলেন একজন বায়ু সেনা অফিসার। আগ্রায় পড়াশোনা শেষ করে মুম্বইয়ে চলে এসেছিলেন দীপক। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু কলেজ লেভেল পর্যন্তই পৌঁছাতে পেরেছিলেন। তারপর তার জামাইবাবু অভিনেতা রনিত রায় তাকে নিরাপত্তা রক্ষীর চাকরিতে ঢুকিয়ে দেন।
আরও পড়ুন : নায়িকাদের থেকে কম নয় ইমরান হাশমির স্ত্রী, দেখুন ছবি
আরও পড়ুন : কোটিপতির বউ হতে বুড়োকে বিয়ে! জুহি চাওলার স্বামী আসলে কে? রইলো তার আসল পরিচয়
দীপকের প্রথম কাজ ছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘ব্ল্যাক’ ছবির সেটে দ্বাররক্ষীর কাজ করা। তারপর রানি মুখার্জিকে একটি অ্যাওয়ার্ড শো তে সুরক্ষা দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন দীপক। সেই শুরু। ক্যাটরিনার আগে শাহরুখের দেহরক্ষী হিসাবে কাজ করেছেন তিনি। তবে এই কাজের জন্য তাকে মাসে ১ কোটি টাকা মাইনে দেন ক্যাটরিনা। যে কারণে বডিগার্ড হলেও আদতে কোটিপতি তিনি।