কেন বাবার সঙ্গে সম্পর্ক নেই প্রসেনজিতের একমাত্র মেয়ের? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

প্রসেনজিতের একমাত্র মেয়ে আজ কোথায়? কেন বাবার সঙ্গে যোগাযোগ নেই তার?

Prosenjit Chatterjee Daughter : টলিউড (Tollywood) ষ্টার শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যে একটাই মিল রয়েছে সেটি হল…. থাক আর বলছি না, এটুকু বললেই আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন কি বলতে চাইছি। তবে দুজনের মধ্যে মিল অনেক থাকলেও অমিল একটাই শ্রাবন্তী আজও একা কিন্তু প্রসেনজিৎ অর্পিতাকে পেয়ে পরিপূর্ণ হয়েছেন। এক পুত্র সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 

Prosenjit Chatterjee Daughter Prerona Chatterjee

তবে আজ অর্পিতা এবং এক পুত্র সন্তানকে নিয়ে সুখে থাকলেও অতীত কখনো ভোলা যায় না। প্রসেনজিৎ প্রথম বিয়ে করেছিলেন দেবশ্রীকে। দেবশ্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন অপর্ণা গুহ ঠাকুরতা (Aparna Guhathakurta) -কে। কিন্তু কিছু বছর পরই সেই বিয়েও ভেঙে যায় কিন্তু দ্বিতীয় স্ত্রীর ঘরে জন্ম নেন প্রেরণা চট্টোপাধ্যায় (Prerona Chatterjee)

Prerona Chatterjee

   

প্রসেনজিৎ নিজে টলিউডের ইন্ডাস্ট্রি হলেও প্রসেনজিতের কন্যা প্রেরণা কিন্তু চিরকাল সোশ্যাল মিডিয়ার আড়ালেই থেকে গেছেন। সম্প্রতি মেয়ে সম্পর্কে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ বলেন, মেয়ের সঙ্গে অবশ্যই দেখা করার ইচ্ছে রয়েছে তার। সেইভাবে আর দেখা হয় না কারণ মেয়ে বাইরে থাকে। তিনি চান না আমার দ্বিতীয় স্ত্রী এবং মেয়ের জীবনে ঢুকতে। তবে সঠিক সময়ের অপেক্ষা করছেন বুম্বাদা।

প্রসেনজিতের কথা শুনে বোঝাই যাচ্ছে মা অপর্ণা সঙ্গে কলকাতার বাইরে থাকেন প্রেরণা। বর্তমানে লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করছেন তিনি। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না থাকলেও ইন্ডাস্ট্রির বহু মানুষ প্রেরণার ভীষণ ভালো বন্ধু। সৌন্দর্যের দিক থেকে সহজেই টেক্কা দিতে পারেন তিনি যে কোন অভিনেত্রীকে। instagram- এও লক্ষাধিক ফলোয়ার রয়েছে প্রেরণার।

Prerona Chatterjee

কয়েক বছর আগে টলি পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর সঙ্গে এক ফ্রেমে বন্দী হয়েছিলেন প্রেরণা। এই ছবি দেখে অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো ইন্ডাস্ট্রিতে পদার্পণ করছেন কিন্তু ব্যাপারটি একেবারে ছিল ভুল। প্রেরনার আপাতত অভিনয় জগতে আসার কোন ইচ্ছা নেই। ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে ভালো বন্ধুত্ব থাকার ফলে মাঝে মাঝে এই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়।

আরও পড়ুন : দেবশ্রীকে ডিভোর্স দিয়ে পস্তাচ্ছেন আজও! কেন ভেঙেছিল প্রসেনজিৎ-দেবশ্রীর বিয়ে?

Prerona Chatterjee

আরও পড়ুন : ১৩ বছর বয়সে পা রাখেন টলিউডে, কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের সৎ বোন?

প্রসঙ্গত, পুজোয় সৃজিত পরিচালিত ‘দশম অবতার’ মুক্তি পায় এবং একইসাথে মুক্তি প্রাপ্ত বাকি তিনটি ছবিকে অনায়াসে হারিয়ে দিয়ে আয়ের দিক থেকে এগিয়ে যায় সিনেমাটি। ‘দশম অবতার’ সিনেমায় আরো একবার প্রসেনজিতের অভিনয় দেখে মুগ্ধ হন সকলে। নিজেকে কিভাবে বারবার ভেঙেচুরে গড়ে তোলা যায় তা সত্যিই আমাদের শিখিয়েছেন বুম্বাদা।