Reliance Jio Vs Starlink : বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট তাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো কিছু ব্যাবহার করতে গেলেই ইন্টারনেটের প্রয়োজন অবশ্যম্ভাবী। বেশ কয়েক বছর ধরে ভারতের টেলিকম বাজারে নিজের পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) -র সংস্থা রিলায়েন্স জিও (Reliance jio)। এবার জিও কে টেক্কা দিয়ে বাজারে আসছে নতুন টেলিকম সংস্থা। চলুন জেনে নিই বিস্তারিত।
বর্তমানে মোবাইল পরিষেবার পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেটের বাজারও Jio-এর দখলে। তাদের Jio Fiber পরিষেবা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। এয়ারটেল থেকে শুরু করে ভোডাফোন আইডিয়ার মত সংস্থাকে টেক্কা দিয়েছে জিও। কিন্তু এবার জিও কে টেক্কা দিতে বাজারে খুব শীগ্রই আসতে চলেছে স্টারলিঙ্ক (Starlink)।
ইলন মাস্কের স্টারলিংক
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এলন মাস্ক। তারই সংস্থা স্টারলিঙ্ক। ভারতে ডেটা কমিউনিকেশন পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা। এই সংস্থা মূলত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। বিশ্বের ৬০ টি দেশে এই পরিষেবা চালু করেছে স্টারলিঙ্ক। ভারতেও আসতে আগ্রহী এই সংস্থা। শুধু অপেক্ষা কেন্দ্র সরকারের অনুমোদনের।
বিশেষজ্ঞদের অভিমত হল, স্যাটেলাইট নির্ভর ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেওয়ায় Starlink-এর ইন্টারনেটের গতি Jio-এর থেকেও অনেক বেশি হবে।সেইসঙ্গে ভারতীয় বাজার ধরতে ইলন মাস্ক প্রথমে দাম অনেক কম রাখতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে। আর তাতেই প্রমাদ গুনছেন ভারতীয় ইন্টারনেট ব্যবসায়ীরা।
স্টারলিঙ্ক ভার্সেস জিও ইন্টারনেট পরিষেবা
দেশে স্টারলিঙ্ক পরিষেবা শুরু হলে স্বাভাবিক ভাবে চাপে পড়বে জিও। বিশেষজ্ঞদের মতে, একটা বড় অংশের গ্রাহক জিও পরিষেবা ছেড়ে দিতে পারে। যা তাদের আয়ে প্রভাব ফেলবে। শুধু জিও নয়, স্টারলিঙ্ক আসার ফলে এয়ারটেলের ব্যবসাও মার খেতে পারে। আর গোটা বিষয়টি নির্ভর করবে, ভারতে কেমন খরচে ইন্টারনেট নিয়ে আসে স্টারলিঙ্ক।
আরও পড়ুন : কোটিপতির বউ হতে বুড়োকে বিয়ে! জুহি চাওলার স্বামী আসলে কে? রইলো তার আসল পরিচয়
আরও পড়ুন : ঐশ্বর্যকে বিয়ের স্বপ্ন দেখছেন এই পাকিস্তানি ক্রিকেটার! কড়া জবাবে ধুয়ে দিলেন অমিতাভ বচ্চন
তবে স্টারলিঙ্ককে টেক্কা দিতে ইতিমধ্যে জিও ফাইবার, জিও এয়ার ফাইবার চালু করে ফেলেছে রিলায়েন্স। সঙ্গে 5G নেটওয়ার্ক তো রয়েছে। স্টারলিঙ্ক-কে লড়াই দিতে জিও স্পেস ফাইবারের সূচনাও করে ফেলেছে মুকেশ আম্বানির সংস্থা। এমনকী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে লাইসেন্সও পেয়ে গিয়েছে জিও। এখন দেখার স্টারলিঙ্ক বাজারে এলে জিওতে তার কতটা প্রভাব পড়ে।