Find The Alien In This Photo : অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion), এই শব্দটির সঙ্গে নেট দুনিয়ার বাসিন্দারা এখন বেশ পরিচিত। সাধারণত যারা বিভিন্ন ধাঁধামূলক প্রশ্ন সমাধান করতে পছন্দ করেন তারা অপটিক্যাল ইল্যুশনের ধাঁধার জবাব দিতেও বেশ পছন্দ করেন। আসলে এমন সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আপনার ভাবনা, চিন্তা শক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা।
ইদানিং ইন্টারনেটে বিভিন্ন অপটিক্যাল ইল্যুশনের ছবি ভাইরাল হয়। এই যেমন সম্প্রতি এই ছবিটি ভাইরাল হয়েছে নেট পাড়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি রেস্তোরাতে দুজন কাপল বসে খাবার খাচ্ছেন। এই রেস্তোরাঁতে রয়েছে তিনটে টেবিল। যার মধ্যে দুটি টেবিলে মুখোমুখি দুজন করে নারী-পুরুষ বসে খাবার খাচ্ছেন।
এখন প্রশ্ন হল এদের মধ্যে এলিয়েন কে? এলিয়েন অর্থাৎ ভিনগ্রহী প্রাণী। কেবল জিনিয়াসরাই মাত্র ১০ সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। আপনিও কি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে প্রস্তুত? যদি তাই হয়ে থাকেন তাহলে ছবি দেখে খুঁজে বের করুন আসল এলিয়েন কে? আপনি যদি এই পরীক্ষায় সফল হন তাহলে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা খুবই ভালো।
মনোবিজ্ঞানীরা বলেন, নিয়মিত ভাবে যদি অপটিক্যাল ইল্যুশনের সমাধান করা হয় তাহলে মস্তিষ্কের সংযোগকারী কোশ সক্রিয় হবে। প্রথম প্রথম চেষ্টা করলে ভুল হতেই পারে। প্রথম চেষ্টায় ৯০% মানুষ উত্তর দিতে পারেন না। তবে নিয়মিত চেষ্টা করতে থাকলে পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে। এবং সেই সঙ্গে এমন প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হয়ে যায়।
এই প্রশ্নটির জবাব দেওয়াটা খুব একটা কঠিন কিছু নয়। একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে এবং অন্যরকমভাবে চিন্তা করলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। ছবিতে দেখা যাচ্ছে একটি টেবিলে একজন মহিলা কফি এবং কাক কেক খাচ্ছেন। তার সঙ্গী পুরুষ একটি কলা খাচ্ছেন। দ্বিতীয় টেবিলের পুরুষ এবং মহিলা কাঁটা চামচ দিয়ে খাবার খাচ্ছেন।
আরও পড়ুন : ভারতের সবথেকে নিকৃষ্ট ১০ স্ট্রীট ফুডের তালিকা, যেগুলো বিদেশে খাওয়া নিষিদ্ধ
আরও পড়ুন : জয়াকে লুকিয়ে রোজ রাতে পরকীয়া! রেখা-অমিতাভের কীর্তি জানলে চমকে যাবেন
দ্বিতীয় টেবিলের পুরুষ ব্যক্তিটি বাম হাত দিয়ে খাবার খাচ্ছেন। মানুষের মধ্যে অনেকেই এরকম বাম হাতে খাবার খেয়ে থাকেন। কিন্তু অপর যে পুরুষ রয়েছেন যিনি কলা খাচ্ছেন ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তিনি কলার খোসা না ছাড়িয়েই খাচ্ছেন। অর্থাৎ তিনি কলা খেতে জানেন না। বলা যেতে পারে তিনি প্রথমবার এই জিনিসটি দেখছেন। অতএব তিনিই হলেন এলিয়েন।