বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন হলেন বলিউডের বিখ্যাত বচ্চন পরিবারের পুত্রবধূ। অভিষেক বচ্চনকে বিয়ে করে অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুড়ি-র বউমা হয়েছেন তিনি। একাধারে বিশ্ব সুন্দরী, বলিউডের টপ নায়িকা ও বচ্চন পরিবারের বউমার পরিচয় রয়েছে তার। তবে জানেন কি অভিষেক বচ্চন ঐশ্বর্যের প্রথম স্বামী নন? অভিষেকের আগেও একবার বিয়ে হয়েছিল ঐশ্বর্যর।
বলিউড সেলিব্রিটিদের বিয়ে নিয়ে কার্যত সবসময় কৌতুহল থাকে সাধারণের মনে। ২০০৭ সালে অভিষেক এবং ঐশ্বর্যর বিয়ে হয়েছিল যখন তখন তাদের সেই বিয়ের অনুষ্ঠান ব্যাপক লাইমলাইট পেয়েছিল। তবে অভিষেকের আগে ঐশ্বর্যের জীবনে একাধিক পুরুষের আগমন হয়। এই তালিকায় সালমান খান (Salman Khan) থেকে শুরু করে বিবেক ওবেরয় (Vivek Oberoi) -দের নাম রয়েছে।
বলিউডে পা রাখার পরপরই সালমান খানের প্রেমে পড়েন ঐশ্বর্য। তবে তাদের সেই প্রেমের সম্পর্ক খুব বেশিদিন টেঁকেনি। এরপর ঐশ্বর্যর জীবনে আসেন বিবেক ওবেরয়। কিন্তু তাদের সম্পর্কটাও সালমান খুব বেশিদিন টিকতে দেননি। এরপর পেরিয়ে যায় বেশ কয়েকটি বছর। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
কিন্তু অভিষেককে বিয়ে করার আগে আরেকজনকে বিয়ে করতে হয়েছিল ঐশ্বর্যকে। তাও আবার বচ্চন পরিবারের নির্দেশে। জানেন এমনটা কেন ঘটেছিল? আর কে ছিলেন ঐশ্বর্যর প্রথম স্বামী? জানা যায় ঐশ্বর্যের প্রথম স্বামী কোনও মানুষ ছিলেন না। আদতে সেটি ছিল একটা গাছ। বচ্চন পরিবারের কুসংস্কারের কারণেই নাকি ঐশ্বর্যকে এই কাজ করতে হয়েছিল।
আসলে এই বিশ্বসুন্দরীর নাকি মাঙ্গলিক দোষ ছিল। আর ভারতের কিছু কিছু অঞ্চলে মাঙ্গলিক দোষ থাকা ব্যক্তিদের অমঙ্গলের চিহ্ন বলে মানা হয়। এটা বিশ্বাস করা হয় যে মাঙ্গলিক দোষ থাকলে জীবনসঙ্গীর প্রাণহানি হয়। এই কুসংস্কারে নাকি বচন পরিবারও বিশ্বাস করে। আর এই প্রচলিত বিশ্বাস থেকেই ঐশ্বর্যর দোষ কাটাতে তাকে গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন : ঐশ্বর্যর থেকে কত বছরের ছোট অভিষেক? দুজনের বয়সের পার্থক্য জানলে অবাক হবেন
এই নিয়ে পরবর্তীকালে অনেক বিতর্ক দেখা যায়। শোনা যায় ঐশ্বর্যের সঙ্গে বিয়ে হওয়ার আগে বারাণসীতে নিয়ে গিয়ে চুপিসারে ঐশ্বর্যর সঙ্গে একটি গাছের বিয়ে দেওয়া হয়েছিল। তবে পরবর্তীকালে এই নিয়ে প্রশ্ন উঠলে ঐশ্বর্য সরাসরি তা অস্বীকার করেন। অমিতাভ বচ্চনকেও এই প্রশ্নের মুখে পড়তে হয়। তিনি মজা করে উত্তর দেন ঐশ্বর্যর প্রথম স্বামী অভিষেক। এখন যদি কেউ অভিষেককে গাছ মনে করেন তাহলে তার কিছু বলার নেই।
আরও পড়ুন : ৫০ পেরিয়েও উপচে পড়ছে গ্ল্যামার! যৌবন ধরে রাখতে রোজ এই ছোট্ট কাজ করেন ঐশ্বর্য