চোখের সামনে অত্যাচারিত হতে দেখেছেন মাকে! ‘অলকা’ পিয়ালির জীবন সিনেমার থেকে কম নয়

মায়ের উপর অত্যাচার, বের করে দেওয়া হয় বাড়ি থেকে! ‘অলকা’ পিয়ালীর জীবন যেন বুকফাটা কান্না

পর্দায় দেখে যেকোনো অভিনেতা অভিনেত্রীদের মনে হয় তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। কিন্তু আদতে কী সেটা সত্যি? না, এমনকি অনেক তারকাই আছে যারা বাস্তব জীবনে খুব লড়াই করে আজ এই জায়গায় পৌঁছেছেন। সেইরকম এক অভিনেত্রী হলেন জি বাংলা (Zee Bangla) -র খেলনা বাড়ি (Khelna Bari) খ্যাত অভিনেত্রী পিয়ালি সাসমাল (Piyali Sasmal)। চলুন জেনে নিই কতটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই অভিনেত্রীকে।

পিয়ালির গ্রামের বাড়ি মেদিনীপুর। ছোটবেলা কেটেছে মালদাতে। পড়াশোনার জন্য কলকাতায় আসেন। ভূগোলে এমএসসি করেছেন। ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো ছিলেন। এরপর পড়াশোনা করতে করতেই সুযোগ আসে অভিনয়ের। কিন্তু অভিনেত্রীর কোনোদিনই ইচ্ছা ছিল না অভিনয় করার। তিনি তার মায়ের ইচ্ছাতেই এই জগতে পা রাখেন।

Piyali Sasmal

পিয়ালি সাসমাল বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় মুখ। ‘এবিপি পন্ডস নন্দিনী ২০১৯’ দিয়ে শুরু হয়েছিল কেরিয়ারের যাত্রা। এখান থেকেই সুযোগ আসে অভিনয়ের। তবে তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন সম্প্রতি শেষ হয়ে যাওয়া ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে পুলিশ অফিসার ‘অলকা’ চরিত্রে অভিনয় করে। এর আগেও এই অভিনেত্রীকে ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’, ‘গাঁটছড়া’ ধারাবাহিকে অভিনয় করেছেন।

কিন্তু এই অভিনেত্রীর পথচলা অতটাও মসৃণ ছিল না, খুবই কষ্ট করে আজ এই জায়গায় এসে পৌঁছেছে। এই প্রসঙ্গে এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, কলকাতায় এসে অ্যাডমিশন নেওয়ার জন্য বাগুইহাটিতে পিসির বাড়ি থাকতেন। কারণ অ্যাডমিশন নেওয়া, ফর্ম সাবমিট করা সবটার জন্য দূর থেকে তো বারবার আসা সম্ভব হত না। তাই আত্মীয়ের বাড়ি থেকে কাজগুলো করছিলেন। কিন্তু দু দিন থাকার পর সেই পিসির বাড়ি আর পিসির বাড়ি রইল না, ঘনিয়ে এল অন্ধকারের ছায়া।

Piyali Sasmal

আরও পড়ুন : ‘জল থই থই ভালবাসা’র তোতা আসলে কে? রইল অভিনেত্রীর আসল পরিচয়

পিসির বাড়ির সকলে বলতে লাগল, মেয়ে বড় হইছে মেয়েকে বিয়ে না দিয়ে, কলেজে অ্যাডমিশন দেওয়ানো হচ্ছে। একদিন রাত্রে তাদের বলা হয়, আমাদের বাড়িতে তোমরা মা, মেয়ে থাকলে সমস্যা হচ্ছে, তোমরা অন্য কোথাও থাকলে ভালো হয়। ওইদিন রাত ১২ টার সময় সেই বাড়ি থেকে বেড়িয়ে আসেন। পরেরদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, কোনোভাবে হোটেল বুকিং করে থেকে পরীক্ষা দেন।

আরও পড়ুন : ‘তুমি আশে পাশে থাকলে’ নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়

Piyali Sasmal

আরও পড়ুন : বাবা-মাকে হারিয়েছেন ছেলেবেলায়, সারাজীবন জুটেছে প্রতারণা,পল্লবী শর্মার জীবন যেন বুকফাটা কান্না

মা চলে যান মালদাতে, পিয়ালী কলকাতায় হোস্টেলে থেকে পড়াশোনা করেন। এমনকি পিয়ালীকে পড়াশোনা করানোর জন্য এবং অভিনয় করানোর জন্য পিয়ালীর মাকে পরিবারের হাতে মার খেতে হয়েছে।আজ পিয়ালী অনেকটাই সফল। পরিবারের লোকজন এই সাফল্য দেখে হিংসায় জলে যায়। তবে ওসব নিয়ে মাথা ঘামান না। নিজের কর্মে সে অনড়। এইভাবেই পার্শ্ব চরিত্র থেকে একদিন মুখ্য চরিত্র হয়ে উঠবে। যা তার সংগ্রামের অ্যান্টিসেপটিক মলম হয়ে উঠবে।

আরও পড়ুন : কেন অনুরাগের ছোঁয়া দেখছে না কেউ? কেন দিন দিন কমছে টিআরপি?