Will Priyanka Chopra And Nick Jonas Come To Atten Parineeti Chopra And Raghav Chadha`s Marriage : বলিউড (Bollywood) -র ফের একবার বেজে উঠেছে বিয়ের সানাই। অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা (Raghav Chadha) -র বিয়ের দিন ঠিক হয়েছে আগামী ২৪ শে সেপ্টেম্বর। ওইদিন উদয়পুরের একটি রাজকীয় হোটেলে তাদের বিয়ের আসর বসবে। বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ পেয়েছেন কাছের ও দূরের আত্মীয়-স্বজনরা। প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas) -র কাছে লস এঞ্জেলসেও গিয়েছে একটি নিমন্ত্রণ পত্র।
সকলেই জানেন প্রিয়াঙ্কা চোপড়া হলেন পরিণীতির খুড়তুতো বোন। সেই হিসেবে নিক হলেন তার জামাইবাবু। জামাইবাবুর সঙ্গে পরিণীতি সম্পর্কে খুবই ভালো। তবে শ্যালিকার বিয়েতে নাকি উপস্থিত থাকতে পারবেন না নিক। তার কারণ তার নিজেরই পরিবার ভাঙতে বসেছে। নিকের ভাই জো জোনাস (Joe Jonas) এবং তার স্ত্রী সোফি টার্নার (Sophie Turner) বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন।
এর আগে গত ১৩ই মে দিল্লির কপূরথলা হাউসে ধুমধাম করে বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয় পরিণীতির। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু নিক জোনাস আসেননি। মাত্র একদিনের জন্য বোনের বাগানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে এসেছিলেন প্রিয়াঙ্কা। তবে বোনের বিয়ে উপলক্ষে প্রিয়াঙ্কা আবার আসবেন। সঙ্গে থাকবেন তার একরত্তি মেয়ে মালতিও।
তবে এবারেও নাকি নিক জোনাস আসছেন না। এই মুহূর্তে নিক তার দুই ভাই জো এবং কেভিনের সঙ্গে মিউজিক্যাল ট্যুরে বেরিয়েছেন। পরিণীতির বিয়ের ‘ওয়েলকাম লাঞ্চ’ অনুষ্ঠানটি হবে ২৩শে সেপ্টেম্বর। ঐদিন ওয়াশিংটনে নিকের অনুষ্ঠান রয়েছে। সেদিন তিনি সেখানে গান গাইবেন। এরপর আবার ২৫ তারিখে পিটসবার্গে তার শো রয়েছে।
যতদূর জানা যাচ্ছে, শ্যালিকার বিয়ের দিন অর্থাৎ ২৪ শে সেপ্টেম্বর ছুটি পেলেও অতদূর থেকে একদিনের জন্য ভারতে এসে আবার ফিরে যাওয়া নিকের পক্ষে সম্ভব হবে না। মুম্বাই থেকে এরই মধ্যে দিল্লিতে এসে পৌঁছেছেন পরিণীতি। সম্প্রতি দিল্লি বিমানবন্দরে রাঘব এবং পরিণীতিকে একসঙ্গে দেখা গিয়েছিল।
আরও পড়ুন : ‘বিছানায় হাতেনাতে ধরেছি…’, সোমির সঙ্গে ঘনিষ্ঠ সালমানকে হাতেনাতে ধরেন সঙ্গীতা
আরও পড়ুন : শুভমন গিলের বোন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী? পরিচয় জেনে অবাক নেটপাড়া
বিয়ের মূল অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে দিল্লিতে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছেন রাঘব এবং পরিণীতি। ‘চোপড়া ভার্সেস চাড্ডা’ এই ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করতে চলেছেন তাদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের নিয়ে। ক্রিকেট রাঘব এবং পরিণীতির ভীষণই পছন্দের খেলা। বিয়ের দিনই সন্ধ্যেবেলায় তাজ লীলা প্যালেসে তাদের রিসেপশনের অনুষ্ঠান সম্পন্ন হবে।