আশি ও নব্বইয়ের দশকের গোড়ার দিকে বলিউড (Bollywood) রাজত্ব করেছেন মীনাক্ষী শেশাদ্রি (Meenakshi Seshadri)। হিন্দি সিনেপ্রেমীরা আজও ভুলতে পারে না তার অসাধারণ অভিনয়, মীনাক্ষীর নাচের জাদুতেও মুগ্ধ ছিল আসমুদ্রহিমাচল। তবে আচমকাই অভিনয় ছেড়েছেন ‘দামিনী’ খ্যাত নায়িকা। জানেন কী কেনো অভিনয় ছেড়ে দূরে চলে গিয়েছিলেন এই অভিনেত্রী। চলুন জেনে নিই।
Where Is Meenakshi Seshadri
এককালে মিস ইন্ডিয়া হয়েছিলেন মীনাক্ষী। দাবিয়ে রাজত্ব করেছিলেন বলিউডেও। ‘দামিনী’, ‘হিরো’, ‘ঘাতক’, অসংখ্য হিট ছবিতে দেখা গিয়েছিল মীনাক্ষী শেষাদ্রিকে। এমনকি সানি দেওল, ঋষি কাপুরের মতো নায়কদের সঙ্গে জুটি বাঁধতেও দেখা গিয়েছিল তাকে। তবে শুধুমাত্র অভিনয় জীবনই নয়, ব্যক্তিগত জীবনের কারণেও সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা যায় এই অভিনেত্রীকে।
মীনাক্ষী একাধিক পুরুষের সঙ্গে অভিনয়ে জড়িয়েছিলেন। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সুভাষ ঘাই, কুমার শানুর মত তারকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। তবে সবথেকে বেশি চর্চা হয়েছিল কুমার শানুর সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে। শোনা যায়, কুমার শানু (Kumar Sanu) –র সঙ্গে যখন তার প্রেম তুঙ্গে তখন গায়কের বিয়ে হয়ে গেছে।
আরও পড়ুন : বাবার মতোই জনপ্রিয় কুমার শানুর মেয়ে, আলাপ করুন শ্যাননের সঙ্গে
কুমার শানু অবশ্য মীনাক্ষিকে কথা দিয়েছিলেন তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েই বিয়ে করবেন মীনাক্ষিকে। কিন্তু মীনাক্ষি তখন সম্পর্কের জন্য প্রস্তুত ছিলেন না।বিয়ের কথা উঠতেই তিনি পিছিয়ে যান। এদিকে টালমাটাল হয়ে পড়ে শানুর বিবাহিত জীবন। তখন সব কিছুর জন্য শানু মীনাক্ষিকেই দোষারোপ শুরু করে।
মীনাক্ষী শেশাদ্রি এখন কোথায়
এই অবস্থায় মীনাক্ষীর প্রেমে পাগল হয়ে তাকে বিয়ে করতে চেয়েছিলেন বলিউডের অন্যতম পরিচালক রাজকুমার সন্তোশী। কিন্তু মীনাক্ষী চাননি সন্তোশীকে বিয়ে করতে। তাই তিনি এই ঘটনায় এতটাই ভীতি হয়ে গিয়েছিলেন রাতারাতি অভিনয় জগৎ থেকে উধাও হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন : নায়িকাদের থেকে কম নয় ইমরান হাশমির স্ত্রী, দেখুন ছবি
আরও পড়ুন : এই অভিনেত্রীর জন্যই বিয়ে করলেন না রতন টাটা, আজীবন রয়ে গেলেন অবিবাহিত
এরপর তিনি ১৯৯৫ তে মীনাক্ষি আমেরিকা বাসি ব্যাঙ্ককর্মী হরিশ মাইসোরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।এরপরই তিনি রুপোলি দুনিয়া থেকে সরে আসেন। ২৭ বছর সিনেমার সঙ্গে আর তার কোনও যোগাযোগ নেই। মীনাক্ষী বর্তমানে টেক্সাসের বাসিন্দা। ভরতনাট্যম, কত্থক এবং ওডিসি নাচের প্রশিক্ষণ দেন তিনি। অভিনয় জগতের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন : ২২ বছরে বদলে গেছে চেহারা, লাগান সিনেমার ‘গোরি মেম’কে চিনতে পারছে না কেউ