Richest Bollywood Singer : গান হচ্ছে মন ভালো করার ওষুধ। অনেকেই আছেন যারা গান শুনতে খুব ভালোবাসেন। আর আমাদের এই গান গুলো উপহার দেন অনেক নামি দামী সঙ্গীত শিল্পীরা। এই মুহূর্তে জনপ্রিয় মহিলা সঙ্গীত শিল্পীদের মধ্যে যারা আছেন তারা হলেন আশা ভোঁসলে, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, নেহা কক্কর। কিন্তু অবাক করার মতো তথ্য হলো এই সঙ্গীত শিল্পীদের থেকে অনেক বেশি সম্পত্তির মালিক অন্য কোনো বলিউড (Bollywood) সঙ্গীত শিল্পী। চলুন জেনে নিই তার পরিচয়।
কিংবদন্তি আশা ভোঁসলে কয়েক দশক ধরে গান করছেন । গত জন্মদিনেও তিনি লাইভ অনুষ্ঠান করেছেন। তিনি ভারতীয় সঙ্গীত শিল্পে একটি বিশেষ স্থান তৈরি করেছেন। এছাড়াও বছরের পর বছর নেহা কক্কর, সুনিধি চৌহান এর মত শিল্পী দের গান শুনে আসছেন দর্শক মহল। এই সমস্ত গায়িকারা প্রচুর অর্থ এবং খ্যাতি অর্জনে সফল হয়েছেন। কিন্তু ভারতের সবচেয়ে ধনী গায়িকা কে? তিনি হলেন তুলসী কুমার (Tulsi Kumar)।
সঙ্গীত শিল্পী তুলসী কুমার হলেন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক ভূষণ কুমারের বোন। এছাড়াও তিনি প্রয়াত গায়ক এবং টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারের মেয়ে। তার বোন কুশালি কুমার একজন অভিনেত্রী। তিনি খুব অল্প সময়েই বলিউডের গানের জগতে একটি শক্ত ভীত হয়ে উঠেছেন। এমনকি তার অনুরাগীর সংখ্যাটাও কম নয়।
২০০৯ সালে ‘লাভ হো যায়’ অ্যালবামের মাধ্যমে তুলসী কুমার গানের জগতে আত্মপ্রকাশ করেন। ইতিমধ্যেই তিনি অনেক সিনেমায় গান গেয়েছেন। যার মধ্যে রয়েছে পাঠশালার ‘মুঝে তেরি’, ‘বিল্লু’-এর ‘লাভ মেরা হিট’ এবং ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’-এর ‘তুম জো আয়ে’ গানটি। এছাড়াও রয়েছে এয়ারলিফ্ট’ ছবির “সোচ না সাকে” এবং ‘ইয়ারিয়া’ ছবির “বারিশ” গানটি।
তার কণ্ঠে নতুন করে প্রেমের শিহরণ জাগেনি এমন তরুণ তরুণীর সংখ্যা হয়ত নগন্য। গায়িকার গাওয়া সবথেকে জনপ্রিয় গানটি হলো ‘আশিকি ২’ সিনেমার “হম মার জায়েঙ্গে” গানটি। এসব গান খাওয়ার জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন এই সঙ্গীত শিল্পী। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকা।
আরও পড়ুন : বিয়েতে গান গাইতে কত টাকা নেন অরিজিৎ সিং? টাকার অঙ্ক জানলে ঘুরে যাবে মাথা
আরও পড়ুন : চাকরানির সঙ্গে সহবাস থেকে পর্দার সামনে স়ঙ্গম! ওম পুরির কেচ্ছা শুনলে ছিঃ ছিঃ করবেন
তুলসী কুমারের সম্পত্তির পরিমাণ অন্যান্য মহিলা সঙ্গীত শিল্পীদের থেকে অনেক বেশি। কারণ শ্রেয়া ঘোষালের সম্পত্তির পরিমাণ ১৮০ থেকে ১৫০ কোটি টাকার মধ্যে। আর সুনিধি চৌহানের ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে। এছাড়াও বর্ষীয়ান সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের সম্পত্তির পরিমাণ মাত্র ৮০ কোটি টাকা। নেহা কক্করের সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।