বিশ্বকাপ (World Cup) -র মাঠে শুধুমাত্র খেলা হয় তা কিন্তু নয়, মাটির গ্যালারি থেকে এক টুকরো ভালোবাসাও উড়ে আসে মাঠের দিকে। গ্যালারি থেকে প্রিয় মানুষের চুম্বন আসে দুর্দান্ত ইনিংস খেলার পর। এ শুধু খেলা নয়, খেলার সঙ্গে জড়িয়ে থাকা ভালবাসা। এই বছর বিশ্বকাপে একদিকে যেমন মোহাম্মদ শামি পেয়েছেন ভালবাসার অফার তেমন অন্যদিকে অনুষ্কা চুম্বন ছুড়ে দিয়েছেন বিরাট কোহলির দিকে। তবে সব থেকে বেশি শোনা গেছে, শুভমন গিল (Shubman Gill) এবং সারা টেন্ডুলকার (Sara Tendulkar) -র ভালোবাসার কথা। আগামী দিনে কোন বাড়িতে জামাই হিসাবে যেতে চলেছেন শুভমন, দেখবেন?
শুভমন এবং সারার ভালোবাসার কথা দুজনের মধ্যে কেউ স্বীকার না করলেও ইতিমধ্যেই গোটা দেশ শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) কন্যাকে বৌদি হিসেবে ধরেই নিয়েছেন। এমন কি শুভমন মাঠে খেলতে নামলে আরেকটি ক্যামেরা সব সময় থাকে শচীন টেন্ডুলকারের দিকে ঘোরানো। এই ঘটনাগুলি বারবার ইঙ্গিত করে, মুখে কেউ স্বীকার না করলেও এই সম্পর্কটি এগোচ্ছে বেশ দ্রুতগতিতেই। তবে আজ এই সম্পর্ক নয় বরং জেনে নেব শুভমন গিলের হবু শ্বশুর বাড়ি অর্থাৎ সারা টেন্ডুলকারের বাড়ির অন্দরমহল সম্পর্কে কিছু তথ্য।
২০১১ সালে বান্দ্রা অঞ্চলে একটি অট্টালিকা কিনে সেখানে থাকতে শুরু করেন টেন্ডুলকার পরিবার। এই মুহূর্তে বাড়িটির দাম প্রায় ১০০ কোটির কাছাকাছি। শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারের মতই ঝা চকচকে এই বাড়ির অন্দরমহল। আরব সাগরের তীরে প্রায় ৬ হাজার বর্গফুটের ওপর দাঁড়িয়ে রয়েছে এই বাড়িটি। হঠাৎ করে বাড়িতে ঢুকলে সেটিকে গোলক ধাঁধা মনে হতে পারে আপনার।
বাড়িতে ঢুকলেই দেখতে পাবেন বিশাল বড় একটি লন, যেটি রংবেরঙের ফুল এবং বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে। শচীন কন্যা সারার সব থেকে পছন্দের জায়গা হল এই বাগানটি। বাড়ির বাগানে টাঙ্গানো দোলনায় বই নিয়ে সারাক্ষণ বসে থাকতে দেখা যায় সারাকে। বাড়ির ঘরের সংখ্যা অগুন্তি, স্বাভাবিকভাবেই যে ঘরগুলিতে আনাগোনা হয় না বা বেশিরভাগ সময় মানুষের সমাগম থাকে না সেই ঘরগুলি থাকে বন্ধ।
তবে এই বাড়িতে এমন একটি ঘর আছে যা সব সময় খোলা থাকে সেই ঘরটি হল শচীন টেন্ডুলকারের। ঘরটিতে ঢুকলেই দেখতে পাবেন একাধিক ঠাকুরের মূর্তি এবং পুজোর সরঞ্জাম। সব থেকে আকর্ষণীয় বিষয়টি হল, ঠাকুরের সিংহাসনের পাশেই দাঁড় করানো রয়েছে একটি ব্যাট এবং ঠাকুরের পায়ের কাছে রয়েছে ক্যাম্বিস বল। নিজের পেশাকে ঈশ্বর জ্ঞানে পূজো না করলে কি এত বড় মানুষ হওয়া যায়?
আরও পড়ুন : এই ৪ পাকিস্তানি ক্রিকেটার হলেন ভারতের জামাই, বিয়ে করেছেন ভারতের মেয়েকে
আরও পড়ুন : ভারতীয় ক্রিকেট দল থেকে সিনেমার হিরো! এখন এইভাবে দিন কাটছে অভিনেতার
আর পাঁচটা বিলাসবহুল বাড়ির মত এই বাড়িতে রয়েছে লাইব্রেরী, সুইমিং পুল, জিম, একাধিক ড্রইংরুম এবং বেডরুম। বাড়িতে সর্বক্ষণ কাজ করে চলেছেন পরিচালকরা এবং তাদের পরিচালনা করছেন শচীন টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি। আগামী দিনে এটাই হয়তো হতে চলেছে শুভমনের শ্বশুর বাড়ি, যদিও বিয়ের আগে শ্বশুরবাড়ি বলাটা উচিত নয়।
View this post on Instagram