শিমুলের দিন শেষ! গীতা LLB এর প্রথম এপিসোড দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

প্রথম এপিসোডেই দর্শকদের মন জয়! গীতা এলএলবি দেখে মুগ্ধ দর্শকরা

টিআরপিতে জায়গা না করতে পেরেই শেষ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। যেমন কয়েকদিন আগেই শেষ হয়েছে স্টার জলসা (Star Jalsha) -র জনপ্রিয় ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Kamala O Sreeman Prithwiraj)। আর তার জায়গায় সোমবার থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গীতা এল এল বি ‘(Geeta LLB)। চলুন জেনে নিই প্রথম এপিসোড দেখে কী মতামত দর্শকদের।

হাসির মোড়কে এক সাধারণ উকিলের গল্প বলতে আসছে গীতা এলএলবি। আর এই গীতার চরিত্রে অভিনয় করছেন সান বাংলার নয়নতারা সিরিয়ালের অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়। এই ধারাবাহিকে হিয়ার বিপরীতে থাকবেন নবাগত অভিনেতা কুণাল সেন। তাকেও দেখা যাবে একজন আইনীজীবীর চরিত্রে।

Geeta LLB

এই ধারাবাহিকের গল্প অনুযায়ী গীতার নাম ভগবৎ গীতার উপর ভিত্তি করে রাখা হয়। তার বাবা তার নাম দিয়েছিল গীতা। তিনিও পেশায় উকিল ছিলেন। কিন্তু নাম করতে ব্যর্থ হন।  কিন্তু  গীতার বাবার ইচ্ছা ছিল, তার মেয়ে একজন সফল উকিল হবেন। কিন্তু পরিস্থিতির চাপে তা হয়ে ওঠেনি। সেই নিয়ে সবসময়েই হেনস্থার স্বীকার হতে হয় তাকে।

একটি বস্তিতে বেড়ে ওঠে গীতা, সেখানকার মানুষেরাই তার জীবনের অবিচ্ছিন্ন অংশ। গীতার কাঁধেই সমস্ত পরিবারের দায়িত্ব আর গীতা হাসিমুখে সেই সবটাই পালন করে। আর সেই গীতার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় একটি কেস। একজন নামকরা উকিল একটি কেস লড়তে চায় না। সেই কেস এসে পৌঁছয় গীতার কাছে। অজান্তেই সেই কেস লড়তে রাজি হয়ে যায় গীতা আর সেটাই ঘুরিয়ে দেয় তার জীবনের মোড়।

Geeta LLB

আরও পড়ুন : গীতা LLB -র নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়

বাংলা ধারাবাহিকে কোর্টরুম ড্রামা খুব কম দেখা যায়। তবে সেই জায়গায় দাঁড়িয়ে গীতা এল এল বি অন্য ধারার একটি ধারাবাহিক হতে চলেছে বলেই ধারণা। মোট কথা পারিবারিক ড্রামা, প্রেম-ভালোবাসার গতে বাঁধা ছক ভেঙে এবার একটু দর্শককে নির্ভেজাল কমেডির স্বাদ দিতেই আসছে গীতা এলএল.বি।

আরও পড়ুন : ‘মিঠি ঝোরা’ ধারাবাহিকের নায়ক আসলে কে? রইল জি বাংলার নতুন নায়কের পরিচয়

Geeta LLB

আরও পড়ুন : চোখের সামনে অত্যাচারিত হতে দেখেছেন মাকে! ‘অলকা’ পিয়ালির জীবন সিনেমার থেকে কম নয়

ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রথম এপিসোড দেখে নিজেদের মতামত জানিয়েছেন দর্শকরা। সামাজিক মাধ্যমে এক দর্শক জানিয়েছেন, ‘গীতা এল এলবি এর প্রথম এপিসোড, ভালোই লেগেছে, যতোটা খারাপ ভেবেছিলাম, সে হিসাবে অনেক ভালো লেগেছে। নিয়মিত দেখা হবে না,, তবে মনে হচ্ছে ভালো ফল করতে পারে,,সবচেয়ে মন ছুঁয়ে গেছে সব দারুণ কাস্টিং।’

আরও পড়ুন : ৮ বছর পর সিরিয়ালে ফিরছে এই জনপ্রিয় জুটি, নতুন ধামাকা নিয়ে এলেন লীনা গাঙ্গুলী