একই মেয়ের প্রেমে পড়েছেন ভারতীয় দলের এই ৭ ক্রিকেটার, এখন মুখ দেখাদেখি বন্ধ

একই নায়িকার প্রেমে হাবুডুবু খেতেন ভারতীয় ক্রিকেট দলের এই খেলোয়াড়রা, তালিকায় রয়েছেন বিরাট কোহলিও

Indian Crickters Who Fall In Love With Same Girl : ভারতীয় ক্রিকেট (Indian Cricket) দলের খেলোয়াড় এবং বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে প্রেমের সম্পর্ক নতুন কিছু নয়। বিনোদন দুনিয়ার নায়িকাদের মধ্যে অনেকেই এখন ক্রিকেটারদের ঘরণী। তবে জানেন কী ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অনেকেই একই মেয়ের প্রেমে পড়েছেন? আজকের এই প্রতিবেদনে দেখে নিন এমন ৭ খেলোয়ারের তালিকা।

যুবরাজ সিং এবং মহেন্দ্র সিং ধোনি (Yuvraj Singh And Mahendra Singh Dhoni) : যুবরাজ সিং এবং মহেন্দ্র সিং ধোনি দুজনেই মন দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) -কে। সাক্ষীকে বিয়ে করার আগে মহেন্দ্র সিং ধোনি দীপিকাকে ডেট করেছিলেন বলে শোনা যায়। এরপর যুবরাজের সঙ্গে অনেক জায়গাতে দেখা যেত দীপিকাকে। কিন্তু যুবরাজের উগ্র মেজাজের কারণেই নাকি তাদের সম্পর্ক ভেঙে যায়।

Dinesh Karthik And Murali Vijay

দীনেশ কার্তিক এবং মুরলী বিজয় (Dinesh Karthik And Murali Vijay) : দীনেশ কার্তিক এবং মুরলী বিজয় দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন। কিন্তু তাদের বন্ধুত্বে ফাটল ধরে যখন মুরলী বিজয় কার্তিকের স্ত্রী নিকিতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি মুরলীর কারণে নিকিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলেও শোনা যায়। কার্তিক এরপর নিকিতাকে ডিভোর্স দেন ও মুরলি-নিকিতার বিয়ে হয়ে যায়।

যুবরাজ সিং এবং এস শ্রীশান্ত (Yuvraj Singh And S. Sreesanth) : দীপিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর যুবরাজ সিং মুনমুন সেনের কন্যা রিয়া সেন (Riya Sen) -র প্রেমে পড়েন। যদিও তাদের সেই সম্পর্কটা খুব বেশিদিন চলেনি। শ্রীশান্তের সঙ্গে এরপর রিয়ার আলাপ হয় একটি গয়নার বিজ্ঞাপনের শুটিংয়ের সময়। তারা প্রেমে পড়েন। কিন্তু ম্যাচ ফিক্সিংয়ে শ্রীশান্তের নাম জড়ালে রিয়া এই সম্পর্ক ভেঙে দেন।

আরও পড়ুন : শুভমন গিলের বোন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী? পরিচয় জেনে অবাক নেটপাড়া

Virat Kohli And Rohit Sharma

আরও পড়ুন : রাঘব-পরিণীতির বিয়েতে কি আসবেন না নিক-প্রিয়াঙ্কা? ফাঁস হল বড় খবর

বিরাট কোহলি এবং রোহিত শর্মা (Virat Kohli And Rohit Sharma) : বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা। ২০১৫ সালে তিনি ঋত্বিকা সাজদেহকে বিয়ে করেন। তবে রোহিতের আগে ঋত্বিকার সঙ্গে সম্পর্ক ছিল বিরাট কোহলির। তিন বছর তারা সম্পর্কে ছিলেন বলে জানা যায়।