মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী, তারকা জুটির কোলজুড়ে এল ছোট্ট সন্তান

মা হলেন টলিউডের এই অভিনেত্রী, খুশির খবরে তোলপাড় টলিউড

Gaurav Chakrabarty And Ridhima Ghosh Blessed With A Baby Boy : অবশেষে টলিউড (Tollywood) – এর অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) -র বাড়িতে খুশির খবর! বাবা-মা হলেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) ও ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। কয়েকমাস ধরেই সন্তান আসার অপেক্ষায় মুখিয়ে ছিলেন গোটা চক্রবর্তী পরিবার। অবশেষে এল সেই দিনটি। দাদু হলেন সব্যসাচী চক্রবর্তী। কিন্তু কন্যা নাকি পুত্র সন্তানের বাবা-মা হলেন এই তারকা জুটি জানেন কী? চলুন জেনে নিই।

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একজন সুপরিচিত অভিনেতা ও অভিনেত্রী হিসেবে মোটামুটি সকলেই গৌরব ও ঋদ্ধিমাকে (Gaurav-Ridhima) চেনেন। ২০১৭ সালের ২৮ নভেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন পর্দার ব্যোমকেশ ও সত্যবতী জুটি। এরপর চলতি বছরের পয়লা বৈশাখের দিন প্রথম অনুরাগীদের সঙ্গে সন্তান আসার সুখবর ভাগ করে নিয়েছিলেন।

Gaurav-Ridhima

ইনস্টাগ্রামে গৌরব বা ঋদ্ধিমার প্রোফাইলে গেলেই দেখা যাচ্ছিল বেবি বাম্প নিয়ে ঋদ্ধিমার সঙ্গে গৌরবের হাসিমুখে ছবি। এমনকি দিন কয়েক আগেই অভিনেত্রীর সাধভক্ষণের ছবি প্রকাশ্যে এসেছিল। প্রয়াত মায়ের ছবি পাশে নিয়েই সাধ খেতে বসেছিলেন ঋদ্ধিমা। সেইসময়ে গৌরব জানিয়েছিলেন, ঋদ্ধিমার বাবা ও শ্বশুরমশাই সব্যসাচী চক্রবর্তীই যাবতীয় আয়োজন করেছিলেন।

সেই অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি তারকা দম্পতির কাছের বন্ধুরাও হাজির হয়েছিলেন। হবু মায়ের জন্য পেল্লাই থালা সাজানো হয়েছিল। তাতে যেমন ভাত ছিল, তেমনই ছিল পোলাও। এছাড়াও মাছের পদ নজরে পড়েছে। পায়েস তো ছিলই! গৌরব জানান, ঋদ্ধিমার পছন্দের সব পদই রাখা ছিল পাতে।

Gaurav-Ridhima

এদিকে মাত্র একদিন আগেই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ঋদ্ধিমার বেবি বাম্পের ছবি পোস্ট করে গৌরব জানিয়েছিলেন ‘বেবি কামিং সুন’ অর্থাৎ খুব তাড়াতাড়ি তাদের সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে। ঋদ্ধিমার প্রসবের নির্ধারিত সময় ছিল সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহ। সেই মতোই শনিবার গৌরব-ঋদ্ধিমার কোল আলো করে এল তাদের প্রথম পুত্র সন্তান।

আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী প্রযোজক, যার সম্পত্তির পরিমাণ জানলে আম্বানিও লজ্জা পাবে

Gaurav-Ridhima

আরও পড়ুন : ভারতের সবথেকে নিকৃষ্ট ১০ স্ট্রীট ফুডের তালিকা, যেগুলো বিদেশে খাওয়া নিষিদ্ধ

শনিবার শহরের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। বর্তমানে মা ও বাচ্চা দুজনেই ভালো আছেন। এই প্রথমবার বাবা হলেন সব্যসাচীর বড় ছেলে গৌরব। তবে সব্যসাচী বা মিঠুর যদিও দাদু ঠাকুমা হওয়া প্রথমবার নয়। ছেলে অর্জুনের কন্যাসন্তানই চক্রবর্তী পরিবারে নতুন প্রজন্মের প্রথম বংশধর। নাতনির পর পরিবারে এবার নাতির আগমনে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত সব্যসাচী এবং মিঠু।