এই বাঙালি নায়িকার প্রেমে বদলে ফেলেন নিজের নাম! অক্ষয় কুমারের সেই প্রেমিকা কে জানেন?

এই বলিউড সুন্দরীর জন্য বদলে ফেলেছিলেন নিজের নাম! অক্ষয় কুমারের সেই প্রেমিকা কে জানেন?

Akshay Kumar Real Name : অক্ষয় কুমার (Akshay Kumar), বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে তিনি খিলাড়ি নামেও পরিচিত। এই বলিউড অভিনেতা ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। খানদের সাম্রাজ্যের মাঝে বহিরাগত হিসেবে তিনিও চালিয়ে গিয়েছেন তার লড়াই। রোমান্স থেকে অ্যাকশন, অক্ষয় কুমার সব ক্ষেত্রেই বক্স অফিস কাঁপিয়েছেন। তবে যে নামে তাকে জানে গোটা দুনিয়া, সেটা আদতে তার নিজের নামই নয়।

   

অক্ষয় কুমারের আসল নাম রাজিব হরি ওম ভাটিয়া (Rajiv Hari Om Bhatia)। ইন্ডাস্ট্রিতে অবশ্য তিনি অক্ষয় কুমার হিসেবে পরিচিতি পান। তবে জানেন কি কেন নিজের নাম বদলে ফেলেছিলেন অক্ষয় কুমার? কোন পরিস্থিতিতে তাকে নিজের নাম বদলে অন্য নাম নিতে হয়েছিল? সম্প্রতি প্রকাশ্যে এসেছে রাজীব কুমার ভাটিয়ার অক্ষয় কুমার হয়ে ওঠার আসল গল্পটা।

Raveena And akshay kumar

অক্ষয় কুমার বলিউড ইন্ডাস্ট্রিতে ‘সৌগন্ধ’ ছবির হাত ধরে প্রবেশ করেছিলেন। তার আগে তিনি মহেশ ভাটের ‘আজ’ ছবিতে একজন ক্যারাটে মাস্টারের ভূমিকায় কয়েক সেকেন্ডের জন্য অভিনয় করেন। সেই ছবিতে রাজেন্দ্র কুমারের পুত্র কুমার গৌরব অভিনয় করেন। সেই ছবির নায়িকা ছিলেন অনামিকা পাল (Anamika Paul)। তখন অক্ষয় ওরফে রাজিব ও অনামিকার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

অনামিকা এবং কুমার গৌরবের ওই ছবিতে কুমার গৌরবের চরিত্রের নাম ছিল অক্ষয়। ছবির গল্প অনুসারে অঞ্জলি নামের একটি মেয়ে সেই অক্ষয়ের প্রেমে পাগল ছিল। অঞ্জলি চরিত্রে অভিনয় করেছিলেন অনামিকা। কুমার গৌরবের সঙ্গে অনামিকার রোমান্স নাকি সহ্য করতে পারেননি রাজীব। কারণ তখন তিনি অনামিকার প্রেমে হাবুডুবু খেতেন।

AKSHAY KUMAR

ছবিতে অনামিকার মুখে ‘আই লাভ ইউ অক্ষয়’ শোনার পরই এক আজব কান্ড ঘটিয়ে বসেন রাজিব ভাটিয়া। তিনি নিজের নাম বদলে অক্ষয় ভাটিয়া করে ফেলেন। এমনকি তিনি অক্ষয় ভাটিয়া নামের ভিজিটিং কার্ড ছাপিয়ে ফেলেছিলেন। বলিউড প্রযোজকদের কাছে নিজেকে অক্ষয় ভাটিয়া নামেই পরিচয় দিতেন তিনি।

আরও পড়ুন : ‘বাবুউউ’র সঙ্গে ধ্যাষ্টামো! ইশাকে মোক্ষম শাস্তি দিল পর্ণা, দর্শকরা হেসেই খুন

AKSHAY KUMAR

আরও পড়ুন : হাতে নেই কাজ, চলছে না সংসার! নামমাত্র মূল্যে ইশা আম্বানির কাছে সম্পত্তি বেচলেন আলিয়া

তবে অনামিকার সঙ্গে অক্ষয়ের প্রেম খুব বেশিদিন টেঁকেনি। কিন্তু টিকে গিয়েছিল তার নতুন নাম অক্ষয়। পরে পরিচালক প্রমোদ চক্রবর্তী তাকে পরামর্শ দেন নাম বদলাতে হলে অক্ষয় ভাটিয়া থেকে ভাটিয়া পদবী ছেটে ফেলতে হবে। সেই কথা শুনে ভাটিয়ার বদলে কুমার পদবী ব্যবহার করতে শুরু করেন অক্ষয়। আর এভাবেই তার নতুন নাম হয় অক্ষয় কুমার।