ভাদ্র মাসে বিয়ে! চুপিসারে বিয়ে সেরে নিলেন টলিউডের জনপ্রিয় এই জুটি

চুপিসারে বিয়ে সেরে নিলেন টলিউডের জনপ্রিয় জুটি, ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া

Debolina Dutta And Bhaswar Chatterjee`s New Photo Goes Viral On Internet : টলিউড (Tollywood) তারকাদের নিয়ে চর্চা-বিতর্ক কোনও নতুন বিষয় নয়। তাদের নিয়ে প্রায়ই কোনও না কোনও গুঞ্জন চলতেই থাকে। আর এখন সোশ্যাল মিডিয়া যুগে তারকাদের ব্যক্তিগত জীবন একেবারে খোলা পাতার মতো হয়ে গিয়েছে। চোখ এড়িয়ে কিছু করার উপায় নেই। আর এবার শোনা যাচ্ছে সাত পাকে বাঁধা পড়লেন দেবলীনা দত্ত (Debolina Dutta) ও ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)৷ তাদের ছবি এখন ভাইরাল নেটপাড়ায়৷ চলুন জেনে নিই ঘটনার সত্যতা।

টলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী হলেন ভাস্বর চট্টোপাধ্যায় ও দেবলীনা দত্ত। কেরিয়ারে তারা সফল হলেও এই দুই তারকার ব্যক্তিগত জীবন মোটেও সুখকর নয়। আর সম্প্রতি দেবলীনা-ভাস্বরকে নিয়েই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। আর এই চর্চার অন্যতম কারণ হল একটি ছবি। ভাস্বর ও দেবলীনা দুজনেই এই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Debolina Dutta And Bhaswar Chatterjee

যেই ছবিতে দেখা যাচ্ছে শাঁখা-পলা, সিঁদুর পরে দেবলীনা দত্ত। পাঞ্জাবি পরনে ভাস্বর চট্টোপাধ্যায়। ঠিক যেন নববধূ বেশে অভিনেত্রী। ভাস্বরকে জড়িয়ে ছবি দিয়ে বললেন, “সেরেই ফেললাম।” এবার সেই ছবি আর ক্যাপশন দেখেই নেটপাড়ায় তুমুল উত্তেজনা।দেবলীনা-ভাস্বর জুটির ছবি দেখে তাদের চক্ষু ছানাবড়া! অনুরাগীদের একাংশ ভেবে বসেছেন, তাঁরা নাকি বিয়ে করছেন!

আসলে দুই তারকার জীবনেই বিবাহ বিচ্ছেদ ঘটেছে। উত্তম কুমাররে নাতনি নবমিতাকে বিয়ে করেছিলেন ভাস্বর। তবে ২০২০ সালেই তাদের আইনি বিচ্ছেদ হয়। সেটাও ছিল অভিনেতার দ্বিতীয় বিয়ে। অন্যদিকে, তথাগতর সঙ্গে দেবলীনার বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি টলিপাড়ায়। বিগত ১ বছর ধরেই তথাগত-দেবলীনার বিচ্ছেদ একাধিকবার চর্চার বিষয় হয়ে উঠেছে।

Debolina Dutta And Bhaswar Chatterjee

আর এসবের মধ্যেই এবার ‘লাজে রাঙা বউ’ সাজে ভাস্বরের সঙ্গে ছবি দিয়ে নেটদুনিয়া সরগরম করলেন দেবলীনা। অভিনেত্রীর ক্যাপশন থেকেই জল্পনার সূত্রপাত। অনুরাগীদের একাংশ ভেবে বসেছেন, তারা নাকি বিয়ে করছেন! সেই প্রেক্ষিতেই একাংশের প্রশ্ন, তাহলে কি একে অপরের অতীত ভুলে বিয়ে করলেন ভাস্বর-দেবলীনা? তবে নেটপাড়ার আরেকপক্ষ আবার তৎক্ষণাৎ ভুল ধরিয়ে কটাক্ষ করা শুরু করেছে। তাদের মন্তব্য, ভাদ্র মাসে বিয়ে হয় না।

আরও পড়ুন : এই রাজস্থানি রাজপ্রাসাদে বসবে রাঘব-পরিনীতির বিয়ের আসর! আয়োজন দেখলে ঘুরে যাবে মাথা

Debolina Dutta And Bhaswar Chatterjee

আরও পড়ুন : ক্যান্সারে আক্রান্ত গায়ক নচিকেতা চক্রবর্তী? খবর ঘিরে তোলপাড় নেটপাড়া

এদিন এই জুটির ছবি দেখে সোশ্যালে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন দুই তারকাকে। অভিনেত্রী কাঞ্চনা মৈত্র লেখেন- ‘যাক নিশ্চিন্ত হলাম’, এক অনুরাগী লেখেন- ‘এটা রিল না রিয়েল প্লিজ কিছু বলুন, অভিনন্দন জানাতে পারছি না’। অন্য দিকে এক দল বলেন, ‘‘ভাদ্র মাসে বিয়ে হয় না। লোককে বোকা বানানো বন্ধ করুন।’’ অনেকে আবার কিছু স্পষ্ট বোঝবার আগেই নতুন জীবন শুরুর শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন ভাস্বর-দেবলীনাকে। কিন্তু আসল বিষয় হলো ছবিটি তাদের একটি স্বল্প দৈর্ঘ্যর ছবির শুটিংয়ের সময় তোলা।