বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির তারকা মানেই তাদের জীবনে দুঃখ-কষ্ট নেই, হতাশা নেই এমন নয়। বলিউডে এমন বেশ কিছু অভিনেত্রী রয়েছেন যাদের বাস্তব জীবন নরক হয়ে উঠেছিল একসময়। কেউ স্বামীর হাতে, কেউ প্রেমিকের হাতে অত্যাচারিত হয়েছিলেন। এমনকি পার্টনাররা তাদের গায়ে হাতও তুলেছেন। আজকের এই প্রতিবেদনে রইল তেমন ৭ অভিনেত্রীর তালিকা যারা গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন।
করিশ্মা কাপুর (Karisma Kapoor) : বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হলেন করিশ্মা কাপুর। তবে বিয়ে করে তিনি চরম অসুখী ছিলেন। তিনি বিয়ে করেন ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে। বিয়ের পর থেকেই তার উপর অত্যাচার করতে শুরু করে সঞ্জয় এবং তার পরিবার। স্বামী এবং শাশুড়ি তাকে মারধর করতেন। তবুও ১৩ বছর দাম্পত্য টিকিয়ে রেখে করিশ্মা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
রতি অগ্নিহোত্রী (Rati Agnihotri) : বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রীও দাম্পত্য জীবনে গার্হস্থ্য হিংসার শিকার হয়েছিলেন। ১৯৮৫ সালে অনিল ভিরওয়ানিকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই রতির উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন। ৩০ বছর মুখ বুজে সব কিছু সহ্য করেন রতি। ২০১৫ সালে তিনি স্বামীকে ডিভোর্স দেন।
ঐশ্বর্য রাই (Aishwarya Rai) : বিশ্ব সুন্দরী ঐশ্বর্যকেও তার পার্টনারের হাতে মার খেতে হয়েছে। অভিনেত্রী একসময় সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায় খুব তাড়াতাড়ি। ব্রেকআপের পর সালমানের বিরুদ্ধে ঐশ্বর্য অভিযোগ করেন তার প্রাক্তন প্রেমিক তাকে মারধর করতেন।
কঙ্গনা রানাউত (Kangana Ranaut) : বলিউডে পা রাখার পর কঙ্গনা আদিত্য পাঞ্চোলির প্রেমে পড়েছিলেন। বিবাহিত আদিত্যের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর কঙ্গনা তার বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন। তার অভিযোগ ছিল আদিত্য তাকে বাড়িতে বন্দি করে রাখতেন। দোতলার জানলা দিয়ে লাফ মেরে পালিয়ে তিনি বেরিয়ে আসেন।
জিয়া খান (Jiah Khan) : আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির বিরুদ্ধেও প্রেমিকার উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। তার হাতে অত্যাচারিত হয়ে জিয়া আত্মহত্যা করেন। মেয়ের মৃত্যুর পর জিয়ার মা দাবি করেন সুরজ তার মেয়ের উপর অত্যাচার করত।
পূজা ভাট (Pooja Bhatt) : মহেশ ভাটের কন্যা পূজা ভাটও তার লিভ ইন পার্টনার রণবীর শোরের বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেন। তার অভিযোগ ছিল রণবীর নাকি মদ খেয়ে তার উপর অত্যাচার চালাতেন।
আরও পড়ুন : রূপে বলিউড নায়িকাদের ১০ গোল দেবে মিঠুনের কুড়িয়ে পাওয়া মেয়ে, দেখুন ছবিগ্যালারি
জিনাত আমন (Zeenat Aman) : বলিউডের এই সুন্দরীরও ব্যক্তিগত জীবন সুখের হয়নি। ১৯৭৮ সালে সঞ্জয় খানকে বিয়ে করেছিলেন জিনাত। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাদের সম্পর্ক ভেঙে যায়। তাজ হোটেলে প্রথম স্ত্রীর সামনেই জিনাতকে মেরেছিলেন সঞ্জয়। সেই মারের দাগ আজও অভিনেত্রীর চোখে রয়েছে।
আরও পড়ুন : নায়কদের থেকে বেশি পারিশ্রমিক পেতেন সালমান খানের এই নায়িকা, জানেন তার পরিচয়?