সিরিয়াল থেকে সোজা বলিউড, হিন্দি সিনেমায় পা রাখবেন স্টার জলসার এই নায়িকা

সিরিয়াল থেকে সোজা বলিউডে চান্স, হিন্দি সিনেমায় সুযোগ পেলেন স্টার জলসার এই জনপ্রিয় নায়িকা

Bengali Actress Debut In Bollywood : এখনকার সময়ে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে কার্যত বাঙালি শিল্পীদের চাহিদা বাড়ছে। টোটা রায় চৌধুরী, স্বস্তিকা মুখার্জী, যিশু সেনগুপ্তরা অনেক আগেই টলিউড (Tollywood) -র গণ্ডি পেরিয়ে বলিউডে পৌঁছেছেন। আর এখন বাংলা সিরিয়াল থেকেও তারকারা একে একে পা রাখছেন হিন্দি ছবি দুনিয়াতে। স্টার জলসা (Star Jalsha) -র জনপ্রিয় একজন নায়িকার হাতে এসে গেল সেই সুযোগ। হিন্দি ছবির জন্য প্রস্তাব পেলেন এই নায়িকা।

   

অভিনয়ের সুবাদে এবার জাতীয় স্তরে নিজের নাম এবং পরিচয় গড়ে তুলতে চলেছেন বাংলা সিরিয়াল এবং টলিউডের জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকার (Madhumita Sarcar)। যাকে সবিনয় নিবেদন, কেয়ার করি না (Care Kori Na), বোঝেনা সে বোঝেনা (Bojhe Na Se Bojhe Na), কুসুম দোলা (Kusum Dola) সিরিয়ালের জন্য চেনেন বাংলা সিরিয়াল প্রেমীরা। আবার টলিউডের দর্শকরা তাকে চেনেন চিনি, লাভ আজকাল, কুলের আচার ছবির জন্য। এছাড়াও অবশ্য উত্তরণ, শ্রীকান্ত, জাতিস্মর সিরিজেও তিনি অভিনয় করেছেন।

BOJHE NA SE BOJHE NA

তবে এবার এক নতুন পথে পা বাড়াতে চলেছেন মধুমিতা। তিনি এবার বলিউড ছবির নায়িকা হতে চলেছেন। ছোট পর্দার পাখি এবার বলিউডের বড় পর্দার হিরোইন হবেন। উল্লেখ্য, তিনি কিন্তু বলিউডে নামার আগেই দক্ষিণী ছবিতে কাজের সুযোগ পেয়েছেন। বলতে গেলে বাংলা সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজের পাশাপাশি টলিউড, কলিউড এবং বলিউড জুড়ে চুটিয়ে কাজ করছেন মধুমিতা।

মধুমিতার হাতে এখন এসেছে ’ফর্জ’ (Farz) নামের একটি হিন্দি ছবির প্রস্তাব। যে ছবিতে তার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করবেন তনুজ ভিরওয়ানি (Tanuj Virwani)। তনুজকে এর আগে ‘ইনসাইড এজ’ ছবিতে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। এই ছবির পরিচালনা করছেন বাঙালি পরিচালক প্রীতম মুখোপাধ্যায়। আগামী আগস্ট মাস থেকে ছবির শুটিং শুরু হচ্ছে। শুটিংয়ের জন্য মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, বিহারসহ দেশের বেশ কিছু রাজ্যকে বেছে নেওয়া হয়েছে।

MADHUMITA SARCAR

মধুমিতার জীবনে এটাই প্রথম হিন্দি প্রজেক্টের কাজ। তাই তার জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে তাকে। ভাল করে হিন্দি বলাটা তাকে আগে রপ্ত করতে হবে। এখন একমাস তাই হিন্দি বলার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। অভিনেত্রী সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে তার বলিউডে ডেবিউয়ের প্রসঙ্গে মুখ খুলেছিলেন। কিন্তু তিনি তার চরিত্র সম্পর্কে কিছুই বলতে চাননি। তবে জানিয়েছেন ছবির বিষয়বস্তু পুরোটাই কমার্শিয়াল।

ANUJ VIRWANI AND MADHUMITA SARCAR

আরো পড়ুন : পরিচারিকা থেকে দেশের প্রথম সুপারস্টার, বাঙালি এই অভিনেত্রী ছিলেন গোটা ভারতের গর্ব

এখন বলিউডের কমার্শিয়াল ছবির বাজারে বেশ মন্দা দেখা দিয়েছে। শাহরুখ খান, সানি দেওলদের মত অভিনেতাদের ছাড়া বাকি তারকাদের নিয়ে সেভাবে মাতামাতি লক্ষ্য করা যাচ্ছে না দর্শক মহলে। সেই জায়গাই একেবারেই আনকোরা নতুন জুটি তনুজ এবং মধুমিতার ছবি কতটা বক্স অফিসে ছাপ ফেলতে পারবে সেটাই এখন দেখার। তবে নিঃসন্দেহে ছোট পর্দার পাখির জন্য এটা একটা বড় সুযোগ দীপিকা, আলিয়াদের দলে নিজের নাম লেখানোর।

আরো পড়ুন : টলিউডে কাজ নেই, ১০ বছর পর ষ্টার জলসায় ফিরছেন টলিউডের জনপ্রিয় এই নায়ক