জি বাংলায় নতুন শো নিয়ে আসছেন ‘পিলু’র রঞ্জা

বহু সময় পর আবার বাংলা টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন ইধিকা পাল। স্টার জলসার ‘কপালকুণ্ডলা’, জি বাংলার ‘রিমলি’ থেকে ‘পিলু’ সিরিয়ালের দৌলতে বেশ জনপ্রিয়তা রয়েছে তার। আবার টলিউড এবং ঢালিউড সিনেমাতেও তার অভিষেক হয়েছে। মোট কথা ইধিকার কেরিয়ার এখন তুঙ্গে। অবশেষে আবারও জি বাংলার পর্দাতে ফিরবেন ইধিকা।

‘পিলু’ ধারাবাহিকের পর বেশ কিছুদিনের জন্য সিরিয়াল থেকে ব্রেক নিয়ে নিয়েছিলেন ইধিকা। এই সময়ের মধ্যে তিনি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করেছেন। টলিউডে তার অভিষেক ঘটবে সুপারস্টার দেবের হাত ধরে। ইধিকা দেবের ‘খাদান’ ছবির নায়িকা। সামনেই মুক্তি পাবে এই ছবিটি। এরই মধ্যে ইধিকার ছোট পর্দায় ফেরার খবর এল।

Randhane Bandhan

তবে কোনও সিরিয়ালের হাত ধরে নয়, ইধিকা এবার একটি কুকিং শোয়ের বিচারক হিসেবে টেলিভিশনের পর্দায় হাজির হবেন। খুব শীঘ্রই জি বাংলাতে আসছে নতুন কুকিং শো ‘রন্ধনে বন্ধন’। সোম থেকে শনিবার বিকেল সাড়ে চারটের সময় সম্প্রচারিত হবে এই নতুন কুকিং শো। বন্ধের মুখে ‘ঘরে ঘরে জি বাংলা’।

উল্লেখ্য, ‘ঘরে ঘরে জি বাংলা’ কিন্তু বাংলা টেলিভিশনের সেরা জনপ্রিয় ‘রান্নাঘর’কে সরিয়ে শুরু হয়েছিল। দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে এই শো এর সঞ্চালক ছিলেন সুদীপা চ্যাটার্জী। ২০২২ সালে রান্নাঘরের শেষ সম্প্রচার হয়। তারপর শুরু হয় ‘ঘরে ঘরে জি বাংলা’। এই রিয়েলিটি শো শেষ হওয়ার পর জি বাংলা আবারও রান্নাবান্নার নতুন শো নিয়ে হাজির।

Randhane Bandhan

নতুন এই রিয়েলিটি শোয়ের কনসেপ্ট রান্নাঘরের তুলনায় বেশ আলাদা। এখানে প্রত্যেক দিন দুটি জুটি উপস্থিত থাকবেন। রান্নাবান্না নিয়ে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর তাদের রান্না খেয়ে বিচার করবেন একজন শেইফ এবং ইধিকা। প্রথম দিনে যেমন টলিউডের তারকা জুটি গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : সিরিয়াল ছেড়ে সোজা বলিউড! ভাগ্য খুলে গেল শোলাঙ্কি রায়ের

আগামী ২০ই মে থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে নতুন এই রান্নার শো। সম্প্রতি নতুন এই রিয়ালিটি শোয়ের আরও একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সুদীপার রান্নাঘরের যে জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল ইধিকার সঞ্চালনায় তেমনই রান্নার রিয়েলিটি শো দর্শকদের থেকে ঠিক কতটা জনপ্রিয়তা কুড়োতে পারে সেটাই এখন দেখার।

আরও পড়ুন : স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল ‘উড়ান’! প্রকাশ্যে এল প্রোমো