করুন এই একটি ছোট্ট কাজ, বাড়ি থেকে বাপ বাপ বলে পালাবে মশা

এক পয়সাও খসবে না, এই ছোট্ট কাজ করলে বাড়ি থেকে বাপ বাপ বলে পালাবে মশা

Best Natural Repellents To Get Rid Of Mosquitoes : বর্ষাকালে মশার উৎপাত মারাত্মক ভাবে বেড়ে যায়। এ সময়ে মশা বংশবিস্তার করে। বৃষ্টির জল কোথাও জমে থাকলে সেই জলই মশার প্রজনেনক্ষেত্র হয়ে দাঁড়ায়। এদিকে মশার কামড় থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার ভয়ও রয়েছে। এ জন্য সচেতনতা প্রয়োজন আরও বেশি। মশার কয়েল কিংবা স্প্রে তো আছেই, পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে পারেন মশা তাড়াতে। চলুন জেনে নিই কী কী ঘরোয়া টোটকার সাহায্যে মশা তাড়ানো (Mosquito Repellent) সম্ভব।

নিম : নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে। নিমের তেল ত্বকের জন্যও বেশ ভালো। তাই একসঙ্গে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। মশা আপনার ধারেকাছে ভিড়বে না এবং সেই সঙ্গে ত্বকের অ্যালার্জি, ইনফেকশনজনিত নানা সমস্যাও দূর হবে।

Mosquito Repellent

কর্পূর : মশা দূর করার ব্যবহার করতে পারেন কর্পূর। কর্পূর জ্বালিয়ে রাখলে মশা দূর করা সহজ হবে। এর গন্ধও মশা সহ্য করতে পারে না। এতে মানুষের শরীরের কোনও ক্ষতিও হয় না। এছাড়াও কর্পূর জলের মধ্যে ভিজিয়ে রাখতেও পারেন। তাতেও কাজ হবে। পরে সেই জল দিয়ে ঘর মুছতে পারেন এতে পিঁপড়ের উপদ্রব থেকেও মুক্তি পাবেন।

লেবু ও লবঙ্গ : টক দ্রব্য ও লবঙ্গের গন্ধ মশা সহ্য করতে পারে না। তাই এ ধরনের গন্ধ থাকলে সেখানে মশা আসে না। লবঙ্গ ও লেবু ব্যবহার করে মশা দূর করা একটি পুরনো উপায়। লেবু দুই টুকরো কেটে, তাতে কয়েকটি লবঙ্গ গুঁজে দিন। এরপর বাড়ির বিভিন্ন স্থানে এগুলো রেখে দিন। এতে মশা দূরে থাকবে।

Mosquito Repellent

পুদিনাপাতা : ছোট গ্লাসে একটু জল নিয়ে তাতে পাঁচ থেকে ছয় গাছি পুদিনাপাতা রেখে দিন খাবার টেবিলে। তিন দিন অন্তর জল বদলে দেবেন। শুধু মশাই নয়, পুদিনার গন্ধে অনেক ধরনের পোকামাকড় ঘরে আসে না। আবার পুদিনাপাতা ছেঁচে নিয়ে জলে ফুটিয়ে নিন। এই জল গোটা ঘরে স্প্রে করে দিন। মশা দুর হয়ে যাবে ঘর থেকে।

আরও পড়ুন : রূপে দিদিকেও ১০ গোল দেবে, রইল শ্রীদেবীর বোনের ছবি গ্যালারি এবং আসল পরিচয়

Mosquito Repellent

আরও পড়ুন : বিয়ের আগে কী করতেন সোনিয়া গান্ধী? সত্যিটা জানলে চমকে যাবেন

চা পাতা : আমরা কমবেশি সকলেই চা খেতে পছন্দ করি। সেই ব্যবহৃত চাকেও মশা তাড়ানোর কাজে ব্যবহার করা যায়। ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। এভাবে ওই চা–পাতা ধুনার বদলে ব্যবহার করুন। শুকনা চা–পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সব মশা, মাছি পালিয়ে যাবে।