এই সপ্তাহে টিআরপি (TRP) তালিকা আসতে একদিন দেরি হয়েছে। বৃহস্পতিবারের বদলে শুক্রবার প্রকাশ পেল বাংলা টেলিভিশন চ্যানেলগুলোর সব সিরিয়ালের সাপ্তাহিক ফলাফল (Target Rating Point)। নতুন এই তালিকা হাতে আসতেই দেখা যাচ্ছে সদ্য শুরু হওয়া নতুন সিরিয়াল গুলো বেশ ভালই ফলাফল করছে। জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) -র মধ্যে বেঙ্গল টপার হল কে? দেখে নিন সম্পূর্ণ তালিকা।
গত সপ্তাহে টিআরপি তালিকাতে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সবার থেকে এগিয়ে গিয়েছে। সূর্য-দীপার মিলন হতেই হু হু করে বেড়েছে টিআরপি। ৮.৯ নম্বর পেয়ে সবার আগে রয়েছে এই সিরিয়াল। তবে জগদ্ধাত্রী (Jagaddhatri) ও খুব বেশি পিছিয়ে নেই। ৮.৪ নম্বর পেয়ে এই সিরিয়ালটি রয়েছে সেরা দশের তালিকাতে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি।
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ফুলকি বেশ ভালই ফলাফল করেছে। সেরা দশের তালিকাতে তৃতীয় স্থান দখল করেছে ৭.৮ নম্বর পেয়ে। চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৭। পঞ্চম স্থানে রয়েছে রাঙা বউ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৮। অন্যদিকে সন্ধ্যাতারাও টিআরপি বেশ অনেকটাই বাড়িয়ে নিয়েছে।
এই সপ্তাহের সন্ধ্যাতারার টিআরপি ৬.৭। ধারাবাহিকটি ষষ্ঠ স্থান দখল করেছে। সপ্তম স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। খেলনা বাড়ি রয়েছে অষ্টম স্থানে। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৫। নবম স্থানে রয়েছে লাভ বিয়ে আজকাল। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৪।
আরও পড়ুন : বাংলার গর্ব! ‘কুইন অফ বেঙ্গল’ পুরস্কার পেলেন টলিউডের এই অভিনেত্রী
আরও পড়ুন : সন্ধ্যাতারার ‘বিজয়া মাঠান’ আসলে কে? রইল সন্ধ্যার শাশুড়ি মায়ের আসল পরিচয়
এছাড়া দশম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল। এই সিরিয়াল পেয়েছে ৬.৩ নম্বর। সেরা দশের তালিকা থেকে ছিটকে গিয়েছে তুঁতে, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। তবে নতুন সিরিয়াল তোমাদের রানী কিন্তু স্লট দখল করে নিয়েছে প্রথম সপ্তাহেই। তোমাদের রানী প্রথম সপ্তাহে পেয়েছে ৪.৫ নম্বর। গৌরীর বিপরীতে প্রথম সপ্তাহেই বাজিমাত করে ফেলেছে তোমাদের রানী।