শুভমন গিলের বোন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী? পরিচয় জেনে অবাক নেটপাড়া

বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী শুভমন গিলের বোন? পরিচয় ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া

Are Shubman Gill And Fatima Sana Shaikh Siblings : ভারতীয় ক্রিকেট (Indian Cricket) দুনিয়ার নতুন প্রজন্মের একজন খেলোয়াড় হলেন শুভমন গিল (Shubman Gill)। যাকে নিয়ে মাঝেমধ্যেই সরগরম হয় সমাজ মাধ্যমের পাতা। তাকে নিয়ে বলিউড (Bollywood) -র অভ্যন্তরেও চলে অনেক চর্চা। বলিউডের নামিদামি অভিনেত্রীদের সঙ্গে জড়িয়েছে তার নাম। তবে জানেন কি বলিউড ইন্ডাস্ট্রিতে শুভমন গিলের এক বোনও রয়েছেন? তার পরিচয় জানলে অবাক হবেন।

শুভমন গিলের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক চর্চা চলে ক্রিকেট এবং বলিউডের অভ্যন্তরে। কেরিয়ারের শুরুতেই শচীন টেন্ডুলকারের কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে তার নাম জড়িয়েছিল। এরপর আবার বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। এখন আবার শোনা যাচ্ছে বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh) হলেন শুভমনের বোন।

Fatima Sana Shaikh

ফাতিমাকে আমির খান (Aamir Khan) -র সঙ্গে ‘দঙ্গল’ (Dangal) ছবিতে দেখেছিলেন দর্শকরা। তাছাড়া তার আরেকটি পরিচয় তিনি আমির খানের বর্তমান প্রেমিকা। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে ছড়াতে শুরু করেছে যে শুভমান গিল এবং ফাতিমা সানা শেখ নাকি যমজ ভাই বোন। দুজনের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এমনটা ছড়াচ্ছেন বেশ কিছু নেটিজেন।

রবিবার এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় ভারত। এদিন ট্রফি হাতে শুভমন গিলের একটি ছবি এরপর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এই ছবিতে দেখা যাচ্ছে মাঠের মধ্যে টিম ইন্ডিয়া জার্সি পরে ট্রফি হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন শুভমন। আর তাকে দেখে মনে পড়ে যাচ্ছে ‘দঙ্গল’ ছবিতে ফাতিমা সানা শেখের লুক।

Shubman Gill And Fatima Sana Shaikh

ওই ছবিতে আমির খানের কন্যা চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা। ছোট ছোট করে ছাঁটা চুল, ফাতিমার মুখে হাসি, গালের টোল থেকে চোখের চাউনির সঙ্গে শুভমনের চেহারার হুবহু মিল রয়েছে। আর এটা দেখে একদল নেটিজেন বলতে শুরু করেছেন যে ফাতিমা এবং শুভমন নাকি মেলায় হারিয়ে যাওয়া দুই ভাইবোন!

আরও পড়ুন : ‘বিছানায় হাতেনাতে ধরেছি…’, সোমির সঙ্গে ঘনিষ্ঠ সালমানকে হাতেনাতে ধরেন সঙ্গীতা

Shubman Gill And Fatima Sana Shaikh

আরও পড়ুন : সাক্ষাৎ যেন মা সরস্বতী! ‘বাবুউউ’র মায়ের গলায় গান শুনলে মুগ্ধ হবেন আপনিও

কেউ কেউ আবার দুজনের ছবি একসঙ্গে শেয়ার করে লিখছেন, “মারি ছোড়ি ছোড়োসে কাম হে কেয়া”। এতদিন বলিউড দুনিয়ার তারকাদের মধ্যে চেহারার অনেক মিল পাওয়া গিয়েছিল। তবে ক্রিকেট এবং বলিউড, দুই ভিন্ন প্ল্যাটফর্মের তারকাদের চেহারার মধ্যে এত মিল দেখে অবাক হয়ে গিয়েছে নেটপাড়া।