রূপে টলিউড নায়িকাদের দশ গোল দেবে, প্রসেনজিৎ চ্যাটার্জীর মেয়ে আসলে কে জানেন?

অবিকল বাবার মুখ বসানো, প্রসেনজিতের মেয়ে প্রেরণা রূপে নায়িকাদের দশ গোল দেবে

Prosenjit Chatterjee Daughter : টলিউড (Tollywood) অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee) হলেন খোদ ইন্ডাস্ট্রি। প্রায় ৩০ বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। এখনও তাকে সমীহ করে চলে টলিউড। বাংলা সিনেমার এই সুপারস্টার কাজের বাইরে পুরোদস্তুর ফ্যামিলিম্যান। স্ত্রী অর্পিতা চ্যাটার্জী এবং ছেলে তৃষাণজিৎ চ্যাটার্জীকে নিয়ে সুখের সংসার তার। তবে জানেন কি প্রসেনজিতের একটি নয়, দুটি সন্তান? তার মেয়ে প্রেরণা চ্যাটার্জী (Prerna Chatterjee) -কে চেনেন?

প্রসেনজিৎ চ্যাটার্জীর দ্বিতীয় পক্ষের স্ত্রী অপর্ণা ঠাকুরতার থেকেও তার একটি সন্তান রয়েছে। আসলে প্রসেনজিতের মোট তিনটি বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন টলিউডের দাপুটে অভিনেত্রী দেবশ্রী রায়। প্রসেনজিতের এবং দেবশ্রীর ছোটবেলার প্রেম পরিণতি পেয়েছিল বিয়ের মাধ্যমে। কিন্তু তাদের ডিভোর্স হয়ে যায় মাত্র তিন বছরের মাথায়। এরপর প্রসেনজিৎ বিয়ে করেন অপর্ণাকে। তাদেরই মেয়ে হলেন প্রেরণা।

Prosenjit Chatterjee Daughter

   

প্রসেনজিৎ এবং অপর্ণার মেয়ে গত ১৬ ই আগস্ট ২৪ বছর বয়সে পা দিলেন। তার মা অপর্ণা মেয়ের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত কিছু ছবি দিয়ে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করেন। সেই ভিডিওতেই তিনি জানিয়েছেন তার মেয়ে ২৪ বছর বয়সে পা দিলেন। তবে মেয়ের সঙ্গে কিন্তু প্রসেনজিতের কোনও সম্পর্ক নেই এখন। বাবার থেকে দূরে মায়ের স্নেহছায়াতেই বড় হয়েছেন প্রেরণা।

আসলে প্রসেনজিৎ এবং অপর্ণার বিচ্ছেদের পরপরই অপর্ণা মুম্বাইতে চলে যান। মেয়ে প্রেরণা মায়ের সঙ্গেই ছিলেন। প্রসেনজিতের সঙ্গে তাদের তেমন কোনও সম্পর্ক নেই বললেই চলে। তাই মেয়ের জন্মদিনে প্রসেনজিতের তরফ থেকে কোনও পোস্ট আসেনি। মেয়েকে নিয়ে কোথাও খুব একটা কথা বলতে শোনা যায় না প্রসেনজিৎকে। তবে একবার একটি সংবাদ মাধ্যমের কাছে তিনি মেয়েকে নিয়ে মুখ খুলেছিলেন।

Prosenjit Chatterjee Daughter

প্রসেনজিৎ একবার একটি সাক্ষাৎকারে বলেন মেয়েকে তিনি জড়িয়ে ধরতে চান। তাকে আবারও আদর করতে চান। তিনি আশা করে আছেন সেই দিনটার জন্য যেদিন বাপমেয়ের মধ্যে সমস্ত দূরত্ব ঘুঁচে যাবে। প্রসেনজিতের মেয়ে কিন্তু দেখতে খুবই সুন্দরী। তার রূপ দেখলে নায়িকারাও লজ্জা পাবে। তবে তিনি কখনোই হিরোইন হতে চান না। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এখন তিনি রয়েছেন লন্ডনে।

Prosenjit Chatterjee Daughter

আরও পড়ুন : রোমান্টিক দৃশ্যে হারিয়ে ফেলেন সংযম! প্রসেনজিতের পায়ের কাছে বসে এই কাজ করেছিলেন ঋতুপর্ণা

তবে প্রেরণার রূপ-সৌন্দর্য এবং ফ্যাশন সেন্স রীতিমত অবাক করে দেয়। তিনি নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন ঠিকই। তবে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক কৌতুহল রয়েছে নেটিজেনদের মনে। বাবার সঙ্গে যোগাযোগ রাখারও চেষ্টা করেন না প্রেরণা। যখন প্রসেনজিৎ এবং অপর্ণার মধ্যে বিচ্ছেদ হয় তখন প্রেরণার বয়স ছিল মাত্র ২ বছর। তাই বাবার সঙ্গে তার সেভাবে ভাল সম্পর্ক গড়ে ওঠার সুযোগ পায়নি। তিনি এখন তার মা এবং বন্ধুবান্ধবদের নিয়ে বিদেশে ভালই দিন কাটাচ্ছেন। উল্লেখ্য, প্রসেনজিতের মেয়ে প্রেরণা পেশায় একজন উকিল।

আরও পড়ুন : বাবার দয়ায় অভিনেতা নয়, প্রসেনজিতের ছেলে কী হতে চান? জানলে বাঙালিদের গর্বে ভরবে বুক