What Was The Relation Between Ravan And Devi Sita : ভারতের আদি মহাকাব্য রামায়ণ (Ramayan), যার রচনাকাল ছিল আজ থেকে প্রায় হাজার বছর আগে। হাজার বছরের পুরনো এই উপাখ্যান প্রজন্মের পর প্রজন্ম ধরে আজও ভাবায় মানুষকে। রামায়ণ শুধু সীতাহরণ কিংবা রাম-রাবণের যুদ্ধ নয়, এই কাহিনীর পরতে পরতে লুকিয়ে আছে অনেক টুইস্ট। যার মধ্যে কিছু জানা, কিছু অজানা, রামায়ণকে জানার কোনও শেষ নেই যেন।
রামায়ণের প্রত্যেকটি চরিত্রের পেছনে রয়েছে হাজার রহস্য। বিশেষত সীতার জন্ম বৃত্তান্ত (Devi Sita`s Birth Secrets) নিয়ে রয়েছে অনেক বিতর্ক, অনেক জল্পনা। সীতা ছিলেন অযোনিসম্ভূতা। কোনও নারী গর্ভে তার জন্ম হয়নি। মিথিলার রাজা জনক জজ্ঞভূমি চাষ করার সময় লাঙ্গলের ফলা থেকে এই কন্যা সন্তান লাভ করেছিলেন। তিনি তাকে নিজের মেয়ের মত পালন করেন।
কথিত আছে, মহর্ষি কুশধ্বজের কন্যা বেদবতীর উপর অধিকার স্থাপনের চেষ্টা করেন রাবণ। এতে চরম অপমানিত হয়ে বেদবতী ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করেন তিনি পরের জন্মে রাবণের মৃত্যুর কারণ হবেন। এরপর তার মৃত্যু হয়। বেদবতী পরের জন্মে সীতা রূপে জন্মগ্রহণ করেছিলেন, এমনটাই কথিত আছে হিন্দু পুরাণে। তবে সীতাকে নিয়ে আরও একটি চমকপ্রদ গল্পের প্রচলন রয়েছে যা কার্যত চমকে দেবে।
কেউ কেউ বলেন সীতা আসলে রাবণেরই ঔরসজাতকন্যা। রাবণের প্রথম সন্তান ছিলেন এক কন্যা। জ্যোতিষীরা সেই কন্যার ভাগ্য বিচার করে রাবণকে বলেন এই মেয়েই হবেন রাবণের বিনাশের কারণ। তাই সেই কন্যাসন্তানকে হত্যা করার জন্য মিথিলার ভূমিতে তাকে জীবন্ত পুঁতে দেওয়া হয়। এদিকে মিথিলায় তখন চরম খরার সমস্যা চলছিল।
দেবতাদের নির্দেশে জনক রাজা নিজের হাতেই লাঙ্গল তুলে নেন জমি চাষ করার জন্য। তখনই তিনি মাটির নিচে থেকে ছোট্ট সেই শিশু কন্যাকে উদ্ধার করেন। তাহলে সেই শিশুকন্যা দীর্ঘক্ষণ মাটির নিচে শ্বাস-প্রশ্বাস না নিয়ে বাঁচলো কীভাবে? বেশ কিছু পৌরাণিক ব্যাখ্যাতে সীতাকে ভূমিকন্যা হিসেবেও উল্লেখ করা হয়। সেক্ষেত্রে এই ঘটনা অসম্ভব ছিল না।
আরও পড়ুন : রাবণের ১০ টি মাথা কেন? রাবণের ১০ মাথা কিসের প্রতীক?
এরপর যখন সীতা বিবাহযোগ্যা হন তখন তার স্বয়ম্বর সভাতে রাবণও উপস্থিত হন। কিন্তু রাবণ শিবধনুক তুলতেই পারেননি। রাম সেই অসাধ্যসাধন করে সীতাকে লাভ করেন। পরে ভাগ্যের ফেরে বনবাসে সীতাকে একা পেয়ে তাকে হরণ করেন রাবণ। যার ফলশ্রুতিতে লঙ্কাজয় করে রাবণকে হত্যা করে নিজের স্ত্রীকে উদ্ধার করেন রাম। এইভাবে বেদবতীর প্রতিজ্ঞাও পূরণ হয়।
আরও পড়ুন : রাবণের একমাত্র কন্যা, যিনি হনুমানজির প্রেমে পড়েন, এরপর কী ঘটেছিল জানেন?