ভারতের সেরা ৫ ধনী মন্দির, যাদের ধন সম্পদের পরিমাণ শুনলে চমকে উঠবেন আপনি

ভারতের সবথেকে ধনী মন্দির ও তাদের ধন সম্পদের পরিমাণ

Richest Temples of India : ভারত মন্দিরের দেশ। ধর্মান্ধ ভারতীয়দের মধ্যে রয়েছে অসংখ্য দেব-দেবী। তাই দেশের পর্যটক কেন্দ্র হিসেবে তীর্থযাত্রা আলাদা করে জায়গা করে নিয়েছে বহু ধর্মীয় প্রতিষ্ঠানগুলি। প্রত্যেক মন্দিরের রয়েছে নিজস্ব ইতিহাস। ভগবানের ওপর বিশ্বাস করে বিভিন্ন মন্দিরে ভিড় জমান পর্যটকেরা। শ্রদ্ধা নিবেদন করেন দেবতাদের প্রতি। জানেন কি আমাদের দেশেই রয়েছে এমন ৫ টি মন্দির যা বিশ্বের সবচেয়ে ধনী মন্দির (World’s Richest Temple) হিসেবে পরিচিত।  ভারতের সবচেয়ে ধনী মন্দির (Top 5 Richest Temple in India) কোনটি? এই মন্দিরের বার্ষিক আয় কত টাকা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত

Sree Padmanabhaswamy Temple : কেরালার তিরুবনন্তপুরম এ অবস্থিত শ্রী পদ্ভনাভ স্বামী মন্দির দর্শন করতে ছুটে আসেন সারা বিশ্বের মানুষ। একটা সময় এই মন্দিরের ভূগর্ভস্থ থেকে মিলেছিল গুপ্তধনের সন্ধান। উদ্ধার হয়েছিল প্রায় হাজার কোটি টাকার মূল্যবান হিরে। সেই থেকেই দেশের সবচেয়ে ধনী মন্দির (world’s richest Hindu temple) হিসেবে পরিচিত এই মন্দিরটি। এই মন্দিরের গুপ্তধনে রয়েছে হিরে, সোনার অলংকার এবং সোনার তৈরি মূর্তি। রিপোর্ট অনুযায়ী, এ মন্দিরে প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছে। মন্দিরে যে মূর্তিটি রয়েছে তার আনুমানিক মূল্য ৫০০ কোটি টাকা।

Sri Padmanabhaswamy Temple

Tirumala Tirupati Venkateswara Temple :  একটা সময় এই মন্দিরে বসবাস করতেন ভগবান বালাজি। যদিও ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই মন্দিরের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু। ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর এবং তার সহধর্মিনী পদ্মাবতীর বাস এই মন্দিরে। প্রতিবছর এই মন্দিরে ৬৫০ কোটি টাকা দান করেন ভক্তরা। এই মন্দিরটিতে রয়েছে ৯ টন সোনা এবং ১৪ হাজার কোটি টাকার এফডি।

Shirdi Sai Baba Temple

Shirdi Sai Baba Temple : দেশের তৃতীয় ধনী মন্দির দারিদ্র্যের সবচেয়ে বড় বিচারক হিসেবে শ্রী সাইবাবাকে উত্‍সর্গ করা হয়েছে। প্রথম জীবনে ফকির হিসেবে জীবনযাপন করে ও ভিক্ষাবৃত্তিতে দৈনন্দিন জীবিকা নির্বাহ করেছিলেন সাইবাবা। বর্তমানে এই মন্দিরের বার্ষিক আয় ৯০০ কোটি টাকা। সম্প্রতি এই মন্দিরের চত্বরে রাখা দান বাক্স থেকে নগদ ২০০ কোটি টাকা বের করেছেন মন্দির কর্তৃপক্ষ। শুনলে অবাক হবেন, এই মন্দিরের ব্যাংকে জমা রয়েছে ২৫০০ কোটি টাকা।

Siddhivinayak Temple

Siddhivinayak Temple : ভারতের সবচেয়ে বিখ্যাত মন্দিরগুলির মধ্যে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির অন্যতম। ভগবান গণেশকে উত্‍সর্গ করে বিখ্যাত হিন্দু মন্দিরে সারা দিন ধরে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। এই মন্দিরের দেওয়াল ৩. ৭ কেজি সোনার পাত দিয়ে মোরা। প্রতিবছর ১২৫ কোটি টাকা আয় হয় এই মন্দিরের।

আরও পড়ুন : পুরীর জগন্নাথ মন্দিরের এই ১০টি রহস্য, যার কোনও ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞান

Vaishno Devi Temple

আরও পড়ুন : প্রতিদিন দুপুর ১টায় গভীর সমুদ্রের মাঝে এই মন্দিরে জেগে ওঠেন মহাদেব

Vaishno Devi Temple : জম্মুর সুন্দর বৈষ্ণো দেবী মন্দির, এক মিলিয়ন বছরের পুরনো গুহার ভিতরে ৫,২০০ ফুট উচ্চতায় এবং কাটরা থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত, প্রতি বছর ১০ মিলিয়নেরও বেশি তীর্থযাত্রী এখানে আসেন, তাই এটি তিরুপতির পরে দ্বিতীয় সর্বাধিক দর্শনীয় মন্দির। প্রতি বছর মন্দিরটি অনুদান হিসাবে ৫০০ কোটি টাকা পায় এবং এই মন্দিরের সংরহে রয়েছে ১.২ তন সোনা।