কে বলে বলিউড (Bollywood) -এ নেপটিজম হয় না ? অবশ্যই হয়, আর যদি না হতো তাহলে সালমান খান (Salman Khan) -র হাত ধরে এত অভিনেতা-অভিনেত্রীরা বলিউডে চান্স পেত না। ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্ডেজ, ভাইজানের হাত ধরে বলিউডে নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছেন এমন অনেক অভিনেত্রী। বলিউডে নতুন ট্যালেন্ট লঞ্চ করার ক্ষেত্রে করন জোহরের মত সালমান খানও কিন্তু এগিয়ে রয়েছে অনেকটাই। এবার বলিউডে মামার হাত ধরে ডেবিউ করতে চলেছেন ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী (Alizeh Agnihotri)।
সালমান খানের দিদি আলভিরা খান অগ্নিহোত্রী (Alvira Khan Agnihotri) এবং অতুল অগ্নিহোত্রী (Atul Agnihotri) -র বড় কন্যা আলিজেহ। অতুল ৯০ দশকের একজন জনপ্রিয় অভিনেতা। নানা পাটেকারের বিপরীতে ‘ক্রান্তিবীর’ সিনেমা ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘ভারত’, ‘বডিগার্ড’, ‘রাধে’ সহ আরো একাধিক সিনেমায়। অন্যদিকে আলভিরা একজন প্রযোজক। তিনি :বডিগার্ড’ সহ একাধিক সিনেমা প্রযোজনা করেছেন।
আলিজেহ ২০০০ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মুম্বাইতে। ২৩ বছর বয়সী আলিজেহ সালমান খানের নয়নের মনি। কিছুদিন আগেই সালমান খানের সংস্থা বিয়িং হিউমানের মুখ হিসাবে দেখতে পাওয়া গিয়েছিল আলিজেহকে। সংস্থাটি মেয়েদের পোশাক লঞ্চ করার ক্যাম্পেনে বেছে নিয়েছিলেন সালমান খানের ভাগ্নিকে। ছবিতে একটি ডেনিম পোশাকে মামাকে পিছন থেকে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল ভাগ্নিকে।
তবে আলিজেহ এবার সিনেমার পর্দায় অভিনয় করবেন, আর কমার্শিয়াল নয়, বরং একেবারে অন্য ধাঁচের একটি সিনেমা করতে চলেছেন তিনি। ‘ফররে’ সিনেমায় আলিজেহ অগ্নিহোত্রী ছাড়াও অভিনয় করছেন জইন শ, সাহিল মেহতা, প্রসন্ন বিশত। প্রথমেই এমন একটি অসাধারণ সিনেমায় অভিনয় করতে পেরে যারপরনাই খুশি ভাইজানের ভাগ্নি। আপাতত সিনেমার সাফল্যের জন্যই ভগবানের কাছে প্রার্থনা করছেন তিনি।
আরও পড়ুন : ঐশ্বর্যর দ্বিতীয় স্বামী অভিষেক বচ্চন, প্রথম স্বামী কে? পরিচয় জানলে চমকে যাবেন
জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাধির পরবর্তী সিনেমায় অভিনয় করতে চলেছেন আলিজেহ। ‘ফররে’ সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। গত ১৮ নভেম্বর মুম্বাইতে এই সিনেমার একটি বিশেষ স্ক্রিনিং-এর আয়োজন করা হয়। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর। স্বাভাবিকভাবেই ভাগ্নির এত বড় একটি দিনে তার পাশে উপস্থিত ছিলেন সালমান খান। এই সিনেমাটির জন্য প্রথম থেকেই ভাগ্নির সঙ্গে ছিলেন ভাইজান।
আরও পড়ুন : সালমানের আয় বেড়ে ৭৬৬%! Tiger 3 থেকে কত পারিশ্রমিক নিলেন সালমান খান?
আরও পড়ুন : ‘বিছানায় হাতেনাতে ধরেছি…’, সোমির সঙ্গে ঘনিষ্ঠ সালমানকে হাতেনাতে ধরেন সঙ্গীতা
সিডনির একটি স্কুলের প্রেক্ষাপট ঘিরে তৈরি করা হয় এই থ্রিলার। এডুকেশন সিস্টেমের ওপরেই ভিত্তি করে তৈরি করা হয়েছে সিনেমাটি। কিভাবে পড়াশোনার চাপে কিশোর কিশোরীরা নিজেদের জীবন নষ্ট করে দিচ্ছে? কিভাবে পরীক্ষায় সাফল্য অর্জন করার জন্য টুকলির আশ্রয় নিচ্ছে তারা? সেটাই তুলে ধরা হয়েছে এই সিনেমায়।
আরও পড়ুন : ১০০ কোটি দিলেও সালমানের নায়িকা হবেন না, মুখের উপর জবাব দিয়েছেন এই ৮ বলিউড অভিনেত্রী