একেবারে মায়ের জেরক্স কপি! রানী মুখার্জীর মেয়ে কত সুন্দরী হয়েছে দেখুন ছবিগ্যালারী

মায়ের থেকেও সুন্দরী মেয়ে! রানী মুখার্জীর মেয়েকে দেখলে চোখ সরাতে পারবেন না

Rani Mukerji Daughter : বলিউড অভিনেত্রী রানী মুখার্জী (Rani Mukerji) -র অভিনয় এবং সৌন্দর্য মুগ্ধ করেছে গোটা দেশকে। এই বাঙালি অভিনেত্রী জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তার অভিনয়ের মাধ্যমে। বলিউড (Bollywood) -র প্রথম সারির অভিনেত্রী তিনি। আদিত্য চোপড়াকে বিয়ে করার পর থেকে অবশ্য রানী খুব বেছে বেছে অভিনয় করেন এখন। কারণ তাকে অনেকটা সময় দিতে হয় তাদের একমাত্র মেয়ে আদিরা চোপড়া (Adira Chopra) -কে।

   

১৯৯৮ সালে রাজা কি আয়েগি বারাত সিনেমার হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন রানী। এই ছবিতে তার অভিনয় বেশ প্রশংসা পায়। তাই আগামীতে আর ছবি পেতে কোনও অসুবিধা হয়নি তার। এরপর একে একে তার হাতে অনেক সুযোগ আসে। বলিউডের অনেক বড় বড় তারকার সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন তিনি। ক্রমে তিনিও হয়ে ওঠেন একজন সুপারস্টার।

rani mukerji

রানী শাহরুখ খান থেকে শুরু করে গোবিন্দা, আমির খান, সালমান খান, অভিষেক বচ্চনদের সঙ্গে কাজ করেছেন। অভিষেক বচ্চনের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু অভিষেক এবং রানীর বিচ্ছেদ হয়ে যায়। অন্যদিকে পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে রাণীর সম্পর্ক গড়ে ওঠে।

তবে রাণী এবং আদিত্য চোপড়ার বিয়ে হওয়াটা এত সহজ ছিল না। আসলে আদিত্য আগে থেকেই বিবাহিত ছিলেন। রানীকে বিয়ে করার জন্য তিনি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন। আদিত্যর মা-বাবা যশ এবং পামেলা চোপড়াও তাদের এই বিয়ের জন্য রাজি ছিলেন না। তাই সকলের অলক্ষ্যে দেশের বাইরে গিয়েই বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।

Rani Mukerji Daughter Adira

রানী এবং আদিত্য ২০১৪ সালে ইতালিতে চুপিসারে বিয়ে করে নেন সবার অলক্ষ্যে। ২০১৫ সালে রানীর কোল আলো করে আসে তাদের ছোট্ট সন্তান। মেয়ের নাম তারা রাখেন আদিরা (Rani Mukerji Daughter Adira)। জন্মের পর থেকেই অবশ্য আদিরাকে ক্যামেরার নজর থেকে দূরে সরিয়ে রাখতেন রানী। এমনকি ছোট্ট আদিরার কোনও ছবিও সামাজিক মাধ্যমে ফাঁস হতে দেননি তিনি।

আরও পড়ুন : রানী মুখার্জীর বাড়ি যেন রাজপ্রাসাদ, দেখুন অন্দরমহলের চোখ ধাঁধানো ছবি গ্যালারী

Rani Mukerji Daughter Adira

আরও পড়ুন : বিবাহিত পুরুষই পছন্দ, অন্যের সংসার ভাঙতে ওস্তাদ বলিউডের এই সুন্দরীরা, রয়েছেন এক বাঙালিও

তবে ইদানিং রানী তার মেয়ের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। আদিরা একটু বড় হতেই তার কিছু ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ছবিগুলোতে আদিরার কিউটনেস দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। বয়স এখন তার মাত্র ৬ বছর। রানী মুখার্জুর মেয়ে তার মায়ের মতই দেখতে হয়েছে, এমনটাই বলছেন নেটিজেনরা।