Bollywood Actor Vikrant Massey`s Wife Sheetal Thakur Is Pregnent : এই মুহূর্তে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির নবাগত অভিনেতাদের মধ্যে বিক্রান্ত মাসে (Vikrant Massey) একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা। ওয়েব সিরিজ এবং হিন্দি সিনেমার দৌলতে তিনি খুবই জনপ্রিয় এখন। বিশেষ করে ‘মির্জাপুর’ (Mirzapur) ওয়েব সিরিজ তাকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে। এবার তিনি আরও একটা সুখবর শোনালেন ভক্তদের। খুব শীঘ্রই বাবা হতে চলেছেন তিনি।
২০১৫ সালে বিক্রান্ত মাসে এবং তার স্ত্রী শীতল ঠাকুর (Sheetal Thakur) -র প্রথম আলাপ হয় ‘ব্রোকেন বাট বিউটিফুল’ (Broken But Beautiful) ওয়েব সিরিজের সেটে। এরপর তাদের সম্পর্ক আরো গভীর হয় এবং ২০১৯ সালে তারা বাগদান সেরে নেন। তবে সেই অনুষ্ঠানে বিশেষ কোনো আড়ম্বর ছিল না। ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের আংটি বদল হয়। খুব তাড়াতাড়িই বিয়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন তারা।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পরিবার এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনত বিয়ে সেরে নেন দুজনে। মুম্বাইতে নিজের বাড়িতে তাদের রেজিস্ট্রি ম্যারেজের আসর বসেছিল। সম্প্রতি বিক্রান্ত মাসের স্ত্রী শীতলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গিয়েছে। বলিউডের অন্দরে ছড়িয়ে পড়েছে এই খবর।
বিয়ের এক বছরের মাথাতেই সুখবর দিলেন বিক্রান্ত এবং শীতল। বিক্রান্তের ঘনিষ্ঠ জনেরা জানিয়েছেন খুব শীঘ্রই অভিনেতা নিজে থেকেই এই সুখবর সকলকে দেবেন। তবে তার আগেই তার ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই খবর। তাই সোশ্যাল মিডিয়াতে বিক্রান্ত এবং তার স্ত্রী শীতলকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে মিলে।
উল্লেখ্য বলিউড ইন্ডাস্ট্রিতে নাচের মাধ্যমে আগমন হয়েছিল বিক্রান্তর। কোরিওগ্রাফার শ্যামক দাভরের গ্রুপে নাচ করতেন তিনি। পরে তিনি বিভিন্ন হিন্দি সিরিয়ালে অভিনয় করতে শুরু করেন। বালিকা বধূ সিরিয়ালের তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর সিনেমাতে অভিনয় করার উদ্দেশ্য তিনি সিরিয়াল ছেড়ে দেন।
আরও পড়ুন : “এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী…!”, মমতা ব্যানার্জীর বিরুদ্ধে বেফাঁস বৈশাখী ব্যানার্জী
আরও পড়ুন : ১৮তে পালিয়ে বিয়ে, ১৯শে ডিভোর্স! জীবনে ‘বড় ভুল’ করে আফসোসের শেষ নেই সুনিধি চৌহানের
বিক্রান্ত এরপর লুটেরা, দিল ধড়ক নে দো, লিপস্টিক আন্ডার মাই বুরখা, ছপাক, হাসিন দিলরুবার মত একাধিক সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে এখন ওয়েব সিরিজেও তিনি কাজ করে চলেছেন। এই মুহূর্তে বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে তিনি একজন। সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজ, সব প্ল্যাটফর্মেই তিনি সমান জনপ্রিয়তা পেয়েছেন।