বউকে ছেড়ে মায়ের সঙ্গে ফুলশয্যা! দর্শকদের ক্ষোভে পড়ে জবাব দিলেন অভিনেত্রী

বউকে ছেড়ে মায়ের সঙ্গে ফুলশয্যায় শুয়ে ছেলে! দর্শকদের ক্ষোভে পড়ে জবাব দিলেন অভিনেত্রী

Kar Kache Koi Moner Kotha Trolled : জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) দেখে রীতিমত ক্ষোভের আগুনে ফুঁসছে সোশ্যাল মিডিয়া। মানালি দে (Manali Dey), রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)দ্রোণ মুখার্জী (Dron Mukherjee) অভিনীত এই সিরিয়াল শুরু হওয়ার পর থেকেই কার্যত শাশুড়ি-বৌমার দ্বন্দ্ব দেখিয়ে চলেছে। নতুন শুরু হওয়া সিরিয়াল (Bengali Mega Serial) টিকে নিয়ে বেশ আশাবাদী ছিলেন দর্শকরা। কিন্তু শিমুল ও পরাগের ফুলশয্যা তাদের আশায় জল ঢেলে দিল।

সম্প্রতি ধারাবাহিকের নতুন পর্বকে কেন্দ্র করে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে। শিমুল এবং পরাগের ফুলশয্যার রাতে শাশুড়ি মা অসুস্থতার নাটক করে ছেলে-বৌমার একান্ত পরিসরে প্রবেশ করেন। শুধু তাই নয়, অসুস্থতার বাহানা করে তিনি ফুলশয্যার খাটেই শুয়ে পড়েন। অন্যদিকে ছেলেও মায়ের এমন বাধ্য যে নতুন বউকে চেয়ারে রেখে নিজের মায়ের সঙ্গে খাটেই শুয়ে পড়ে।

KAR KACHE KOI MONER KOTHA

ছেলে যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্য বিয়ের পরপরই নানান ফন্দি আঁটতে শুরু করে দিয়েছেন শাশুড়ি মা। শুধু নতুন বউ নয়, তার পরিবারকেও অপমান করছেন অহরহ। আর এই সবকিছুতেই মাকে অন্ধভাবে সমর্থন করে চলেছে সিরিয়ালের নায়ক। কিন্তু ফুলশয্যায় যা হল সেটা মেনে নিতে পারছেন না দর্শকরা। ২০২৩ সালে দাঁড়িয়ে বাংলা সিরিয়ালের গল্পের মান নিয়ে প্রশ্ন উঠছে।

সোশ্যাল মিডিয়াতে সরাসরি সিরিয়ালের বিরুদ্ধে নোংরামি দেখানোর অভিযোগ তুলছেন দর্শকরা। আর এর পরিপ্রেক্ষিতে আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুললেন খোদ শাশুড়ি মা অর্থাৎ রীতা। তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছে সেই সম্পর্কে তার বিন্দু বিসর্গ আইডিয়া নেই। কারণ তিনি ফেসবুক বা ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন না।

KAR KACHE KOI MONER KOTHA

সেই সঙ্গে রীতা বলেছেন সিরিয়ালে যা কিছু দেখানো হচ্ছে তার সঙ্গে শহরের পরিবারের মায়েদের মিল পাওয়া যাবে না ঠিকই। কিন্তু লেখক নিশ্চয়ই কিছু ভেবেই এমন দৃশ্য লিখেছেন। আর দর্শকদের ক্ষোভের পরিপ্রেক্ষিতে রীতার মন্তব্য, “যারা ছেলের সঙ্গে মায়ের ফুলশয্যার মত কটুক্তি করছেন সে বিষয়ে বলব এটা সম্পূর্ণ বিকৃত মানসিকতার প্রতিফলন। আমার ছেলেও বাইরে থেকে কলকাতায় এলে আমরা একসঙ্গে শুই। এমন ভাবনা সত্যিই মেনে নেওয়া যায় না।”

KAR KACHE KOI MONER KOTHA

আরও পড়ুন : বদলে যাচ্ছে জি বাংলার সব সিরিয়ালের টাইম স্লট, রইল নতুন সময়সূচী

অন্যদিকে বৌমা মানালি কিন্তু এই বিষয়ে টু শব্দটিও করেননি। ফোনে তাকে পাওয়াও যায়নি। ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের গল্প কার্যত পাঁচ মহিলাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এরা পাঁচজনই একই পাড়ার বউ। সম্পর্কে প্রতিবেশী হলেও এরা একে অপরের মনের কথা বোঝে। ভবিষ্যতে এই পাঁচ জনের জীবন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

আরও পড়ুন : দিনে দিনে কমছে দর্শক, এই ৫ টি কারণে বাংলা সিরিয়াল দেখতে চাইছেন না কেউ