ভোলেননি ভারতীয় সংস্কৃতি, নাতনির কী নাম রাখলেন মুকেশ আম্বানি? জানলে অবাক হবেন

ভারতীয় সংস্কৃতি সবার আগে, নাতনির কী নাম রাখলেন মুকেশ আম্বানি জানলে চমকে যাবেন

মুকেশ আম্বানি (Mukesh Ambani) শুধুমাত্র দেশের একজন শিল্পপতি নন, বরং একজন তারকাও। তিনি এবং তার পরিবারের সকল সদস্যরাই খুব জনপ্রিয়। তবে তাদের এই জনপ্রিয়তার কারণ হল তাদের বিলাসবহুল জীবনযাপন। তাদের এই লাইফস্টাইল সম্পর্কে জানার জন্যই সকলের নজর থাকে তাদের উপর। এই জন্য সোশ্যাল মিডিয়া (Social Media)-তেও তাদের ছবি ভাইরাল হতে দেখা যায়।

তবে বর্তমান সময় আম্বানি পরিবারের সকলেই খুব খুশির মেজাজে রয়েছেন। কারণ তাদের পরিবারে নতুন সদস্যের আগমন হয়েছে। সম্প্রতি পুত্রবধূ শ্লোকা আম্বানি (Shloka Ambani) আবার মা হয়েছেন। এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যদিও এর আগেও এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।

shloka mehta akash ambani
তাই নাতনির জন্মের খবর পেয়ে খুব খুশি হয়েছেন মুকেশ আম্বানি। নাতনির জন্মের পর নিজের চেনা পরিচিতদের মিষ্টি বিতরণ করেছেন তিনি। তবে এখানেই শেষ নয়, বাড়িতে কন্যা সন্তানের জন্ম হওয়ায় একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন তিনি। খুব শীঘ্রই এই অনুষ্ঠান পালন করা হবে।

জানা গিয়েছে এই অনুষ্ঠানে বলিউড (Bollywood) তারকা ও দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা ও জনপ্রিয় মানুষরা উপস্থিত থাকবেন। সম্প্রতি তিনি ঘোষণাও করেছেন এই অনুষ্ঠান কথা। তবে এখন দেখার যে কবে এই অনুষ্ঠান পালন করা হয়।

shloka akash ambani
অন্যদিকে, এই অনুষ্ঠান পালন করার আগে নিজের নাতনির নাম রাখলেন তিনি। জানেন শ্লোকা আম্বানির‌ দ্বিতীয় সন্তানের নাম কী রেখেছেন মুকেশ আম্বানি? সম্প্রতি জানা গিয়েছে, তিনি ভালবেসে নিজের নাতনির নাম রেখেছেন বেদা আম্বানি (Veda Ambani)। এই নাম সত্যিই খুব সুন্দর।

আরও পড়ুন : ৬০ পেরিয়ে সন্তান এল মুকেশ-নিতার ঘরে, আম্বানি পরিবারে এল ছোট্ট সদস্য

shloka ambani children
তবে আম্বানি পরিবারের এই খুশির খবর জানা পর থেকেই বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় মুকেশ আম্বানি ও তার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছে‌ন‌। কিন্তু এখন সবার চোখ রয়েছে মুকেশ‌ আম্বানির ঘোষণা করা অনুষ্ঠানের উপর। কারণ জানা গিয়েছে, এই অনুষ্ঠানের জন্য বিশাল আয়োজন করতে চলেছেন মুকেশ আম্বানি।

আরও পড়ুন : মুকেশ আম্বানিকে বিয়ের আগে এই শর্ত দেন নীতা, মাথা নোয়াতে বাধ্য হয় গোটা আম্বানি পরিবার