শেষপর্বের টুইস্ট মাথা ঘুরিয়ে দেবে, জানুন কীভাবে শেষ হচ্ছে মিঠাই

শেষ পর্বে কী কী ঘটবে? মিঠাইয়ের অন্তিম পর্বে কী কী চমক থাকছে জেনে নিন

Mithai Last Episode Twist : জি বাংলা (Mithai) চ্যানেলের অন্যতম জনপ্রিয় সিরিয়াল মিঠাই (Mithai) এখন শেষের পথে। আগামীকাল অর্থাৎ শুক্রবার ধারাবাহিকের অন্তিম পর্বের সম্প্রচার হবে। যদিও প্রথমে এই ধারাবাহিক বন্ধের ব্যাপারে ১১ ই জুন তারিখকেই ধার্য করা হয়েছিল। কিন্তু কোন এক বিশেষ কারণে চ্যানেলটিকে দু-দিন আগেই বন্ধ করে দিচ্ছে। ১১ জুনের বদলে ৯ই জুন মিঠাইয়ের অন্তিম দিন।

স্বভাবতই দর্শকরা এখন ধারাবাহিকের শেষ পর্ব নিয়ে ভাবছেন। শেষ পর্বে কী কী ঘটবে, সকলে উপস্থিত থাকবেন কি না, এসবই ভাবাচ্ছে দর্শকদের। যদিও ভক্তদের একাংশের ধারণা সিরিয়ালের হ্যাপি এন্ডিংই লিখেছেন লেখিকা। এদিকে আবার শেষ পর্বের কিছু ঝলক এসেছে প্রকাশ্যে যা দর্শকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

MITHAI

যতদূর জানা যাচ্ছে, খুব শীঘ্রই মিঠাইয়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হবে। সেই অ্যাক্সিডেন্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আবার মনোহরাতে ফিরে আসবে সে। তাকে বাড়িতে স্বাগত জানানোর জন্য মোদক পরিবারের তরফ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ অনুষ্ঠান করা হবে।

সিরিয়ালের অন্তিম লগ্নের যে ঝলক প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে মিঠাই রানী ডান হাতে চোট পেয়েছে। তাই সে বাম হাত দিয়ে সিদ্ধার্থকে একটা টেবিলের কাছে টেনে আনছে। সেই টেবিলের উপর মিষ্টি বানানোর নানা সামগ্রী রাখা আছে। কাজেই এই শেষ পর্বে মিঠাই উচ্ছেবাবুকে মিষ্টি বানানো শেখাবে।

mithai

দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে এই ধারাবাহিক দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। তাই শেষ পর্বেও তারা বিশেষ কিছু দেখতে চাইছেন। দর্শকদের আশা হত করবেন না লেখিকা। তিনিও জানিয়েছেন অন্তিম পর্বে একটা বড় টুইস্ট থাকবে দর্শকদের জন্য। তবে সেটা কী তা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে বৃহস্পতি এবং শুক্রবার ঠিক সন্ধে ৬টায় জি বাংলার পর্দায়।

MITHAI

আরও পড়ুন : মিঠাই ছাড়তেই সোজা টলিউডে পা, এই সুপারস্টারের বিপরীতে সিনেমায় নামছেন সৌমিতৃষা

যদিও মিঠাই সিরিয়াল সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে এটা জানার পর থেকে ভক্তদের মন আরও খারাপ হয়েছে। চ্যানেলের বিরুদ্ধে দোষারোপ করছেন তারা। আগামী ১০ এবং ১১ ই জুন ‘মিঠাই’য়ের জায়গায় খেলনা বাড়ি (Khelna Bari) -র এক ঘণ্টার মহাপর্ব সম্প্রচারিত হবে। তারপর ১২ই জুন থেকে সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে গৌরী এলো (Gouri Elo) ও গৌরীর জায়গায় আসবে ফুলকি (Phulki)।

আরও পড়ুন : গল্প অসমাপ্ত রেখেই বিদায় নিচ্ছে মিঠাই, চ্যানেলের তড়িঘড়ি সিদ্ধান্তে ক্ষুব্ধ দর্শকরা