তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, রইল পাত্রীর পরিচয় ও বিয়ের দিনক্ষণ

৬০ পেরিয়ে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, ফাঁস হয়ে গেল বিয়ের দিনক্ষণ

Aamir Khan`s Third Marriage : একবার নয়, দুবার নয়, এই নিয়ে তৃতীয়বার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড (Bollywood) অভিনেতা আমির খান (Aamir Khan)। পাত্রী হলেন আমিরের বহুলচর্চিত প্রেমিকা ফাতিমা সানা শেইখ (Fatima Sana Shaikh)। বলিউড সূত্রে খবর, ফাতিমাকেই নাকি এবার প্রেমিকা থেকে স্ত্রীর মর্যাদা দিতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট। সদ্য ফাঁস হয়েছে তাদের বিয়ের দিনক্ষণ।

আমির খানের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন ফাতিমা। ২০১৬ সালের দঙ্গল (Dangal) ছবিতে আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তাদের বয়সের বিস্তর পার্থক্য রয়েছে। তবে অনস্ক্রিন মেয়ে এবং বাস্তবেও হাঁটুর বয়সী ফাতিমার সঙ্গে পর্দার বাইরে আমিরের রসায়ন ছিল চোখে পড়ার মত।

Aamir Khan Fatima Sana Shaikh

দঙ্গল ছবি থেকেই কার্যত আমির এবং ফাতিমার সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। তারা অবশ্য নিজেদের সম্পর্ক নিয়ে জনসম্মুখে মুখ খোলেননি কখনও। কিন্তু তাদের সম্পর্কের খবরটা চাপা থাকেনি। আমিরের মেয়ের বাগদান অনুষ্ঠানে হাজির ছিলেন ফাতিমা। খুব শীঘ্রই নাকি তারা বিয়ে করতে চলেছেন এই খবরটাও মিলেছিল।

অবশেষে আমির ও ফাতিমার বিয়ের কথাটা সমাজমাধ্যমে ফাঁস করে দিলেন বলিউডের স্বঘোষিত সমালোচক কামাল আর খান (Kamaal R Khan)। তিনি একটি টুইট বার্তাতে লিখেছেন, খুব শীঘ্রই নিজের মেয়ের বয়সী ফাতিমা আনা শেখের সঙ্গে বিয়ে করতে চলেছেন আমির খান। দঙ্গল ছবির সময় থেকেই ফাতিমার সঙ্গে প্রেম করছেন আমির।

আমির খান প্রথমবার বিয়ে করেছিলেন রিনা দত্ত (Rina Dutt) -কে। রিনা এবং আমিরের দুই সন্তান রয়েছেন যাদের নাম জুনায়েদ খান এবং ইরা খান। বিয়ের ১৬ বছর পর ২০০২ সালে রিনাকে ডিভোর্স দেন আমির। তার প্রথম বিবাহ বিচ্ছেদের কারণ নাকি ছিলেন দ্বিতীয় স্ত্রী কিরণ রাও (Kiran Rao)। ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। তাদের সন্তানের নাম আজাদ রাও খান।

AAMIR KHAN`S EX WIVES

আরও পড়ুন : রিনা, কিরণ কেউই নয়, আমির খানের প্রথম স্ত্রী ছিলেন কে? পরিচয় জানলে চমকে যাবেন

তবে ফের নাকি তৃতীয় ব্যক্তির কারণে আমিরের দ্বিতীয় বিয়েটাও ভেঙে যায়। ফাতিমার সঙ্গে সম্পর্কের কারণেই ২০২১ সালে আমির ও কিরণের ডিভোর্স হয়ে যায়। এবার নাকি তৃতীয় বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন আমির। এই বছরই কি বলিউডের ফের বিয়ের সানাই বাজবে? উত্তরের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন : আমির খানের এই কীর্তিতে শৌচালয়ে কেঁদে ভাসিয়েছিলেন দিব্যা ভারতী, জানেন কী ঘটেছিল?