কত দূর পড়াশোনা করেছেন রচনা ব্যানার্জী?

কত দূর পড়াশোনা করেছেন রচনা ব্যানার্জী? প্রকাশ্যে তার শিক্ষাগত যোগ্যতা

Riya Chatterjee

Published on:

রচনা ব্যানার্জী, নামটার সঙ্গে আজ পরিচিত সারা বাংলা। শুধু বাংলা কেন, বাংলার বাইরে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতেও একসময় চুটিয়ে কাজ করেছেন তিনি। কাজ করেছেন হিন্দি সিনেমাতেও, তাও আবার অমিতাভ বচ্চনের সঙ্গে। এহেন রচনা ব্যানার্জীর নতুন পরিচয় গড়ে উঠেছে সদ্য। অভিনেত্রী, সঞ্চালিকা ছাড়াও তিনি এখন রাজনৈতিক ব্যক্তিত্ব। লোকসভা ভোটের ময়দানে প্রার্থী হিসেবে লড়াইতে শামিল হয়েছেন।

অতীত ঘাঁটলে দেখা যাবে রচনা ব্যানার্জী যে কাজেই হাত দিয়েছেন তাতেই সফলতা পেয়েছেন। খুব কম বয়সে তিনি অভিনয় দুনিয়াতে পা রাখেন। গ্ল্যামার দুনিয়াতে তার পথ চলা শুরু হয়েছিল মিস ক্যালকাটা প্রতিযোগিতায় অংশগ্রহণের সঙ্গে সঙ্গে। সেই প্রতিযোগিতায় জিতে টলিউডের রাস্তা খুলে যায় তার সামনে। বাকিটা ইতিহাস। তবে রচনা ব্যানার্জী পড়াশোনা কতদূর করেছেন?

Rachna Banerjee

আর পাঁচ জন অভিনেত্রীর মত রচনাও খুব কম বয়সে অভিনয় জীবন শুরু করেন। একসময় টলিউড ছেড়ে তাকে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে যেতে হয়। তখন তার কাজের চাপ এতটাই ছিল যে পড়াশোনাটা আর খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় রচনা তার শিক্ষাগত যোগ্যতার কথা তুলে ধরেছেন।

এতদিন বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হত রচনা ব্যানার্জী গ্রাজুয়েশন পাস করেছেন। অর্থাৎ তিনি কলেজ স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন। কিন্তু রচনা নিজেই জানিয়েছেন অন্য কথা। তার মনোনয়নপত্রতে শিক্ষাগত যোগ্যতার জায়গাতে লেখা রয়েছে তিনি উচ্চ মাধ্যমিক পাশ। এর পরে আর উচ্চশিক্ষার কথা লেখা নেই তার হলফনামায়।

Rachna Banerjee

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন জমা দেওয়ার সময় রচনা জানিয়ে দিয়েছেন তিনি ১৯৯২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। এর পরপরই গ্ল্যামার দুনিয়ার হাতছানিতে সাড়া দেন। ‘দান প্রতিদান’ সিনেমা দিয়ে টলিউডে পা রেখে শুরু করেন নতুন জীবন।

আরও পড়ুন : টলিউডে ষড়যন্ত্রের শিকার! কেন রাতারাতি অভিনয় ছেড়ে দিলেন রচনা ব্যানার্জী?

Rachna Banerjee

আরও পড়ুন : মাসে কত টাকা রোজগার করেন রচনা ব্যানার্জী? কত টাকার মালিক তিনি?

এর পরের দুই দশক রচনা চুটিয়ে কাজ করেছেন ওড়িয়া এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে তার জুটি ছিল সুপারহিট। অন্য দিকে বাংলাতে প্রসেনজিৎ-রচনার জুটি তো আজও জনপ্রিয়। এরপর অবশ্য তিনি অভিনয় থেকে সরে আসেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনা দরুণ তিনি আরও বেশি করে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন।