মাসে কত টাকা রোজগার করেন রচনা ব্যানার্জী? কত টাকার মালিক তিনি?

কত টাকার মালিক রচনা ব্যানার্জী? জানুন তার শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তির পরিমাণ

Riya Chatterjee

Published on:

এতদিন অভিনেত্রী এবং সঞ্চালিকা হিসেবে ক্যামেরার সামনে বেশ ভালই পারফর্ম করছিলেন রচনা ব্যানার্জী। ২০২৪ সালের লোকসভা নির্বাচন তাকে রাজনীতির ময়দানে এনে ফেলেছে। এই নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি। নির্বাচনী হলফনামায় নিজের রোজগার সম্পত্তির পরিমাণ এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তিনি তুলে ধরেছেন সব তথ্য।

রচনা ব্যানার্জীর শিক্ষাগত যোগ্যতা কত?

রচনা ব্যানার্জীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। এতদিন বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে রচনা নাকি গ্রাজুয়েশন স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রচনা নিজের মুখে তথ্য দেননি এতদিন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের হলফনামায় তিনি জানিয়েছেন তিনি ১৯৯২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। আর কোনও তথ্য তিনি উল্লেখ করেননি।

Rachna Banerjee

রচনা ব্যানার্জীর রোজগার কত?

রচনা ব্যানার্জী গত ৫ বছরে তার রোজগারের তথ্য তুলে ধরেছেন। তিনি দিদি নাম্বার ওয়ানের, সঞ্চালনা বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার, ব্যবসা ইত্যাদি থেকে বছরে কোটি কোটি টাকা রোজগার করেন। বিগত ৫ বছরে তার রোজগার হয়েছে যথাক্রমে ২ কোটি ৩৩ লক্ষ ৭৪ হাজার ১৪০ টাকা, ২ কোটি ৩১ লক্ষ ৪ হাজার ৬৫০ টাকা, ১ কোটি ৪৪ লক্ষ ২১০ হাজার ২১০ টাকা, ২ কোটি ৪১ লক্ষ ৩১ হাজার ৩৮০ টাকা, ৩ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৮০ টাকা।

রচনা তার স্বামী প্রবাল বসুর উপার্জনের তথ্যও তুলে ধরেছেন নির্বাচনী হলফনামায়। তিনি জানিয়েছেন তার স্বামী বিগত ৫ বছরে যথাক্রমে ৪ লক্ষ ৯৪ হাজার ২৫০ টাকা, ৪ লক্ষ ৯২ হাজার ৪০০ টাকা, ৪ লক্ষ ২০ হাজার ৫১০ টাকা, ৬৩ হাজার ৮১০ টাকা, ২ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা আয় করেছেন।

Rachna Banerjee

আরও পড়ুন : টলিউডে ষড়যন্ত্রের শিকার! কেন রাতারাতি অভিনয় ছেড়ে দিলেন রচনা ব্যানার্জী?

রচনা ব্যানার্জীর সম্পত্তির পরিমাণ

রচনা ব্যানার্জীর অস্থাবর সম্পত্তির পরিমাণ

২৯ এপ্রিল পর্যন্ত রচনা ব্যানার্জীর কাছে নগদ ছিল দেড় লক্ষ টাকা। তার নামে ৪ টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। ৩ টে কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। ৭২ টি শেয়ারে বিনিয়োগ করেছেন তিনি। ৭০ টি মিউচুয়াল ফান্ড, ১৩ টি বন্ড, পিপিএফ, পোস্ট অফিসের ৫টি স্কিমে বিনিয়োগ, এলআইসিতে ৭টা বিমা রয়েছে। তার কাছে ৪৭ লক্ষ ৯২ হাজার ৪৪ টাকা দামের ৯৫৫ গ্রাম সোনার গয়না রয়েছে।

Rachna Banerjee

রচনা ব্যানার্জীর কাছে বর্তমানে দুটো গাড়ি আছে। ২০১৯ সালের কেনা গাড়ির দাম ৮ লক্ষ ৬৩ হাজার টাকা। ২০২২ সালে কেনা তার আরেকটি গাড়ির দাম ১১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা।‌ তার কাছে মোট ১৮ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার ৭৭৩ টাকা ৭১ পয়সার অস্থাবর সম্পত্তি আছে।

আরও পড়ুন : মিস ইন্ডিয়ার থেকে টলিউড!সিনেমা থেকে কম নয় রচনা ব্যানার্জীর জীবন

রচনা ব্যানার্জীর স্থাবর সম্পত্তির পরিমাণ

রচনা জানিয়েছেন তার নামে কিছু অচাষযোগ্য জমি রয়েছে। বাড়ি এবং বেশ কিছু ফ্ল্যাট ও বাংলো রয়েছে। তার স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৭০ লক্ষ ৫৪ হাজার ৩৫১ টাকা। তার স্বামীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯ লক্ষ ১৫ হাজার ৬১০ টাকা। রচনার নামে কোনও ঋণ নেই।