বক্স অফিসে ঝড় তুলতে আসছে এই ৭ টি নতুন সিনেমা

বক্স অফিস তোলপাড় করতে আসছে ৭টি নতুন সিনেমা! দেখে নিন মুক্তির দিনক্ষণ

Riya Chatterjee

Published on:

২০২৪ সালে বহু প্রতিক্ষিত একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে। এরকম ৭ টি সিনেমার মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে। এরমধ্যে কল্কি ২৮৯৮ এডি যেমন রয়েছে তেমনি রয়েছে সিংঘম, পুষ্পার মত একাধিক ছবির পরবর্তী সিক্যুয়াল। কোন কোন সিনেমা কবে মুক্তি পাবে? দেখে নিন এই তালিকা থেকে।

কল্কি ২৮৯৮ এডি :‌ প্রভাস অভিনীত এই সিনেমাটি নিয়ে বিগত দুই বছর ধরে চর্চা চলছে। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমা আগামী ২৭ শে জুন মুক্তি পাবে। ছবির বাজেট ৬০০ কোটি টাকা। ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও কমল হাসানরাও রয়েছেন। এই ছবি তেলেগু এবং হিন্দি ভাষাতে মুক্তি পাবে।

INDIAN 2

ইন্ডিয়ান ২ : কমল হাসান অভিনীত এই তামিল ছবিটিও এই বছর মুক্তি পাবে। ছবি মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে ১৮ই জুলাই। ২৫০ কোটি টাকা বাজেটের ছবিটি তামিল ভাষাতে মুক্তি পাবে।

সিংঘম এগেইন : অজয় দেবগনের সিংঘম ছবির পরবর্তী সিক্যুয়াল আসছে। এই ছবিটি ২৫০ কোটি টাকা খরচ করে বানিয়েছেন পরিচালক রোহিত শেট্টি। ১৫ ই আগস্ট মুক্তি পাবে এই ছবি।

PUSHPA 2

পুষ্পা ২ : আল্লু অর্জুনের পুষ্পা ছবির পরবর্তী সিক্যুয়াল মুক্তি পাবে ১৫ ই আগস্ট। ৫০০ থেকে ৭০০ কোটি টাকা খরচ করে বানানো হয়েছে ছবিটি। এই ছবির প্রথম পার্ট যতটা হিট হয়েছিল পরবর্তী পার্ট তার থেকেও বেশি হিট হবে বলে আশা করছেন ভক্তরা।

গেম চেঞ্জার : তেলেগু ভাষার এই ছবিটি মুক্তি তবে এই বছরই। রামচরণ অভিনীত এই সিনেমাটিকে সেপ্টেম্বর মাসে মুক্তি দেওয়া হবে। তবে ছবি মুক্তির তারিখ ঘোষণা হয়নি এখনো। ৪৫০ কোটি টাকা খরচ করে বানানো হয়েছে এই ছবিটি।

DEVARA 1

দেবরা ১ : জুনিয়ার এনটিআর এবং জাহ্নবী কাপুর অভিনীত এই তেলেগু ভাষার ছবিটি আগামী ১০ই অক্টোবর মুক্তি পাবে। ছবিটির বাজেট ৩০০ কোটি টাকা।

আরও পড়ুন : সিনেমা ছেড়ে সিরিয়াল! বড়পর্দা ছেড়ে ছোটপর্দায় কাজ করছেন এই ৬ অভিনেতা

Kanguva

আরও পড়ুন : ২০২৪-এ মুক্তি পাচ্ছে এই ১১টি সিনেমা, দেখুন মুক্তির তারিখ ও দিনক্ষণ

কঙ্গুয়া : তামিল ভাষার এই ছবিটি এই বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে। যদিও ছবি মুক্তির তারিখ ঘোষণা হয়নি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তামিল সুপারস্টার সূর্য। ভিলেনের ভূমিকায় থাকবেন ববি দেওল। ছবিটি ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা বাজেটে তৈরি করা হয়েছে।