আরাধ্যার পেছনে মাসে কত টাকা খরচ হয়? জানলে চোখ উঠবে কপালে

বলিউডের অন্যতম নামী সুপারস্টার পরিবারে জন্ম তার। ঠাকুরদা অমিতাভ বচ্চন, ঠাকুরমা জয়া বচ্চন, বাবা অভিষেক বচ্চন সকলেই তারকা। তার উপর আবার মা প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা বলিউড নায়িকা ঐশ্বর্য রাই বচ্চন। স্বাভাবিকভাবেই পারিবারিক দিক থেকে যথেষ্ট সমর্থন পেয়ে বড় হচ্ছে আরাধ্যা বচ্চন। তার পড়াশোনার পেছনে মাসে যে খরচ হয় তা কার্যত অনেকের এক বছরের বেতনের সমান।

বলিউডের বেশিরভাগ সেলিব্রিটি সন্তানের মতই আরাধ্যাও ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশুনা করছে। এখানে শাহরুখ খানের ছেলে-মেয়েরা থেকে শুরু করে করিশমা কাপুর, করিনা কাপুর, শ্রীদেবীদের সন্তানরাও পড়েছেন। নামের পাশাপাশি অত্যন্ত দামী এই স্কুল। এখানে বাচ্চাদের পড়াতে গেলে বাবা-মাকে বছরে কয়েক লক্ষ টাকা খরচ করতে হয়।

Aaradhya Bachchan

ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের মাসিক ফি ১ লক্ষ ৭০ হাজার টাকা বলে শোনা যায়। এখানে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অ্যাক্টিভিটি করানো হয়ে থাকে। স্কুলের মধ্যে উন্নত প্রযুক্তির একাধিক সুবিধা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই স্কুলে যারা পড়াশোনা করেন তারা পরবর্তী দিনে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পড়তে যান।

ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল ২০০৩ সালে। নীতা আম্বানি এবং তার মেয়ে ইশা আম্বানির যৌথ উদ্যোগে এই স্কুল গড়ে ওঠে। এই স্কুল পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতা আম্বানি। বর্তমানে গোটা বিশ্বের সেরা বেসরকারি স্কুলের মধ্যে অন্যতম হলো ভারতের এই স্কুল। এখানে শুধু তারকা সন্তানরা নয়, অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের সন্তানরাও পড়াশোনা করে।

Dhirubhai Ambani International School

এই স্কুলে ক্লাস অনুসারে ছাত্র-ছাত্রীদের ফি নির্ধারণ করা হয়। উন্নত প্রযুক্তি এবং বিলাসবহুল সুযোগ-সুবিধা যুক্ত ক্লাসরুমের পাশাপাশি এই স্কুলে রয়েছে সুসজ্জিত অডিটোরিয়াম, নাচের ঘর, যোগা রুম, ল্যাবরেটরি, খেলার মাঠ। প্রত্যেকটি ঘর এসি যুক্ত। এখানে প্রত্যেক ৭ জন ছাত্র পিছু একজন করে শিক্ষক রাখা হয়েছে।

আরও পড়ুন : ২০০ কোটির ‘মন্নতে’র বিদ্যুৎ খরচ কত? ফাঁস হল শাহরুখ খানের বাড়ির বিদ্যুৎ বিল

Dhirubhai Ambani International School

আরও পড়ুন : ভারতের সবথেকে দামি স্কুল, ধোনির মেয়ের স্কুল ফি শুনলে মাথা ঘুরে যাবে আপনার

এখানে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নাচ-গান, নাটক ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া হয়। স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষকরা বেশ মোটা টাকার বেতন পান। বছরে ৩ লক্ষ টাকা থেকে ১৬.৯ লক্ষ টাকা বেতন হয় ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকদের।