কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতো এখন স্টেট ব্যাঙ্কেও জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট পরিষেবা শুরু হয়েছে। বেশ কয়েক বছর ধরেই স্টেট ব্যাঙ্কের গ্রাহক সেবা পয়েন্ট বা শাখা থেকে জিরো ব্যালেন্সের অ্যাকউন্ট খোলার সুবিধা চালু হয়েছে। প্রধানমন্ত্রীর জনধন যোজনার আওতায় প্রায় এক কোটি গ্রাহক এখন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের গ্রাহক। কিন্তু আর ব্যাঙ্কে গিয়ে নয় এবার বাড়িতে বসে অনলাইনেই স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন। চলতি বছরের আগষ্টের 31 তারিখ অবধিই সময়সীমা ধার্য করা হয়েছে।
Open a savings account instantly, right from the comfort of your own home. Get an Insta Savings Account by downloading the YONO app right now! The account requires no minimum balance till 31st August, 2018 as a limited period offer. Download: https://t.co/VFpiAhO7NR pic.twitter.com/9wYz0OHweY
— State Bank of India (@TheOfficialSBI) April 13, 2018
অ্যাকাউন্ট খুলতে গেলে করনীয়-
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ এসবিআই ইওনো ওয়েবসাইট খুললে ই-মেল সহ ফোন নম্বর দিয়ে ক্লিক করুন সাবমিট অপসনটিতে৷ এরপর, গ্রাহক রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি নম্বর পাবেন৷ যেটি এন্টার করে সাবমিটে ক্লিক করতে হবে
যেটি লগ-ইনের সময় প্রয়োজন পড়বে৷ পরবর্তী পর্যায়ে অবশ্য প্রয়োজন পড়বে আধার ভেরিফিকেশনের৷ এভাবে, সমস্ত প্রক্রিয়াটি পূর্ণ হলে খোলা যাবে অ্যাকাউন্টটি৷




ফিচার্স-
ইওনো মোবাইল অ্যাপের মাধ্যমেই খুলবেন। তারজন্য ইওনো কাস্টমার সার্ভিস ফর্ম পূরণ করতে হবে। অ্যাকাউন্ট খোলার এক বছরের জন্য নিকটবর্তী এসবিআই শাখায় যেতে হবে।
- প্রয়োজন পড়বে প্যান ও ফোন নম্বরের।
- রুপে-র ডেবিট কার্ড সার্ভিস পাবেন গ্রাহকরা।
- নমিনেশন-এর জন্য ব্যবস্থা রয়েছে।
- আঠারো বছরের উর্দ্ধে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবেন।