প্রথম মাইনে পেয়ে বাবাকে এই উপহার দিলেন সানা, দাম শুনে মাথা ঘুরে গেল সৌরভের

চাকরি পেয়ে বাবাকে কী উপহার দিল সানা? দাম শুনেই থ সৌরভ গাঙ্গুলী

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) -কে নিয়ে বাঙালির আবেগের কোনও অন্ত নেই। যত দিন যাচ্ছে, তার জনপ্রিয়তাও যেন সমানুপাতিক হারে বাড়ছে। আপাতত বাঙালির প্রিয় আইকনদের মধ্যে তিনি যে একটা আলাদা জায়গা করে নিয়েছেন, সেটা আর বলার দরকার নেই। তবে দাদার পাশাপাশি তার ফ্যামিলিও চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। সেই রকম ভাবেই এবার প্রকাশ্যে এলো সৌরভের মেয়ে সানা গাঙ্গুলী (Sana Ganguly) চাকরি পেয়ে বাবাকে কী উপহার দিয়েছেন। জানলে আপনিও অবাক হয়ে যাবেন।

সৌরভ গাঙ্গুলীর মেয়ে কোথায় পড়ছে?

সানা ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে সম্প্রতি গ্র্যাজুয়েশন পাশ করেছেন। মেয়ের কনভোকেশন অনুষ্ঠানে সৌরভ (Sourav Ganguly) এবং ডোনা (Dona Ganguly) দুজনেই উপস্থিত ছিলেন। তবে গ্র্যাজুয়েশন পাশ করতে না করতেই একটি বহুজাতিক সংস্থায় চাকরি পেয়েছেন সানা। সানা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করেন।

SOURAV AND SANA GANGULY

   

এসবের মধ্যে সম্প্রতি জি বাংলার জনপ্রিয় শো দাদগিরিতে খেলতে এসেছেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের অভিনেত্রীরা। সেখানেই টেলিভিশন পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য ঝাড়গ্রামের হয়ে খেলায় অংশ গ্রহণ করেছিলেন। আর তিনি এদিন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে জেনে নেন তার জীবনের খুঁটিনাটি।

কত টাকা বেতন পায় সানা গাঙ্গুলী?

অভিনেত্রীর বেশিরভাগ প্রশ্ন দাদার মেয়ে সানাকে নিয়েই। লন্ডনে কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে চাকরি করছেন সৌরভ কন্যা। ইন্টার্নদের ভারতীয় মুদ্রায় মাসে প্রায় ১ লক্ষ ৯৪ হাজার টাকা বেতন দেয় এই সংস্থা। তার জীবন নিয়ে প্রশ্ন করতেই একের পর এক উত্তর দিলেন সৌরভ। দাদার কাছে জানতে চান,‘দাদা’র মেয়ে সানা গঙ্গোপাধ্যায় চাকরি পেয়েছেন। তো সানা প্রথম চাকরি পেয়ে তার বাবাকে কী কিনে দিলেন? এদিকে মেয়েকে নিয়ে প্রশ্ন শুনতেই হাসি মুখে উত্তর দিলেন তিনি।

SOURAV AND SANA GANGULY

সৌরভ গাঙ্গুলীকে কি উপহার দিল সানা গাঙ্গুলী?

এদিন প্রশ্ন শুনেই সৌরভ বললেন,’এই মাসেই প্রথম স্যালারি পেল। আমায় হঠাৎ করেই বলল, তোমায় এটা আমি গিফট করব। আমিও স্বভাবতই প্রশ্ন করলাম, এর দাম কত? সে যা দাম শোনাল, আমি সোজা বলে দিয়েছি, এসব আমার লাগবে না। দরকার নেই আমার এসবের। ওরা ভাবে হয়তো, বাবাকে দামী জিনিস দিলেই খুশি হবে। কিন্তু ওরা জানে না, আমি তো বাবা, কম দামের জিনিস দিলেও খুশি।’

আরও পড়ুন : মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা! প্রকাশ্যে এল সৌরভ গাঙ্গুলীর ‘দাদাগিরি’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

SOURAV AND SANA GANGULY

আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর স্ত্রীর কাছে নাচ শিখতে চান? ডোনার নাচের স্কুলের বেতন কত জানেন?

এখানেই শেষ না। মেয়ের রোজগেরে জীবনের শুরুতেই সৌরভ এক দামী কথা বলে দিয়েছেন মেয়েকে। সে বিদেশে থাকে। কত খরচ, কীভাবে যে থাকে, গাঙ্গুলি জানান, তার তো ভয়ের চোটে ঘুম হয় না। কিন্তু, মেয়েকে অবাঞ্ছিত খরচে লাগাম দিতেও বলেন। দাদার কথায়, আমি সোজা বলেছি টাকা জমাও। বেশি খরচ করো না।

আরও পড়ুন : কত সম্পত্তির মালিক সৌরভ গাঙ্গুলী? চমকে দেবে তার সম্পত্তির খতিয়ান