শুধু প্রেমিক নয়, তার মায়ের সঙ্গেও সহবাস করেছেন এই বলিউড নায়িকা

Anu Aggarwal Aashiqui : মা-ছেলের দুজনের সঙ্গেই রাত কাটাতেন এই বলিউড নায়িকা

Avatar

Updated on:

 বলিউড (Bollywood) -র ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন অনু আগরওয়াল (Anu Aggarwal)। ১৯৯০ সালে ‘আশিকি’ (Aashiqui) ছবিতে অনুর অভিনয়ে মুগ্ধ হয়েছিল গোটা বলিউড। মহেশ ভাট (Mahesh Bhatt) পরিচালিত ছবি ‘আশিকি’ সুপরাহিট তো হয়েইছিল। সেই সঙ্গে জনপ্রিয় হয়েছিলেন এই ছবির নায়ক নায়িকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বলিউডে আর দেখা যায় না অনুকে। কিন্তু জানেন কি অভিনেত্রীর প্রেম জীবন সুন্দর ছিল না? চলুন জেনে নিই কি ঘটেছিল তার জীবনে।

প্রথম সিনেমাতে অভিনয় করে বাজিমাত করেছিলেন অনু। আশিকির পর রাকেশ রোশনের কিং অ্যাঙ্কেল ছবিতে কাজ করেন। ‘রিটার্ন অফ জুয়েল’ ছিল অনুর শেষ বক্স অফিস রিলিজ। বলিউডের সেই সাফল্য ধরে রাখতে পারেননি নায়িকা। আপাতত তিনি গ্ল্যামার দুনিয়া থেকে দূরে।

Anu Aggarwal

তবে সাফল্যের শীর্ষে পৌঁছানোর পর তছনছ হয়েছিল অভিনেত্রীর প্রেম জীবন। তিনি জানিয়েছেন, ‘আমি একটা লিভ ইন রিলেশনশিপে ছিলাম। সেই সময় সহবাসকে নীচু চোখে দেখা হত। ওর মা’ও আমাদের সঙ্গে থাকত যদিও, উনি খুব খোলামনের মানুষ ছিলেন। আমাকে মেনেও নিয়েছিলেন। কিন্তু তারপর ওনার বান্ধবীরা আমাকে নিয়ে ওনার কান ভাঙানো শুরু করলো’।

অনু আরও জানান, ‘সংবাদমাধ্যমে আমার সঙ্গে একাধিক নায়কের নাম জুড়ে হাজারো কেচ্ছা লেখা হতে শুরু করে। যা আমার ব্যক্তিগত জীবনে সর্বনাশ ডেকে এনেছিল। কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, যেখানে আমি নিজের পক্ষ রাখতে পারব। প্রেস-মিডিয়ায় যা লেখা হত লোকে সেটাই সত্যি বলে বিশ্বাস করত।’

Anu Aggarwal

অনু আগারওয়াল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার যৌনজীবন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মিডিয়ায়, এক সাংবাদিক তো তাকে সরাসরি প্রশ্ন করে বলেছিলেন, ‘আপনি কি লেসবিয়ান ?’ পাল্টা জবাবে অভিনেত্রী বলেছিলেন, ‘আমার যৌনতা একান্তভাবেই আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে আমি কথা বলব কিনা তা আমার সিদ্ধান্ত। আপনি এখান থেকে আসতে পারেন’।

আরও পড়ুন : ক্যামেরার সামনে সত্যি সত্যিই নগ্ন হয়েছেন এই ৭ অভিনেত্রী, দর্শকের সামনেই খুলেছেন পোশাক

Anu Aggarwal

আরও পড়ুন : স্বামী থাকতেও পাননি স্বামীর সুখ, পর পুরুষের সঙ্গে দিন কাটাচ্ছেন এই বলিউড অভিনেত্রীরা

যদিও নিজে তিনি সময়ের থেকে এগিয়ে ছিলেন বলেই দাবি করেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, “নব্বইয়ের দশকে যখন আমি কান চলচ্চিত্র উৎসবে গিয়েছি, লোকে আমায় জিজ্ঞাসা করত, কান? সে আবার কী জিনিস?” তবে অনু বরাবরই ইতিবাচক। সম্পর্কের ক্ষেত্রেও আস্থা রেখেছিলেন।