‘‘বাংলাদেশের মেরে ভারতীয়দের রুটি-রুজি চলে!’’, বাঙালি গায়িকা অঙ্কিতাকে তুলোধোনা নেটপাড়ার

অন্যের গান চুরি করে নিজের বলে চালাচ্ছেন! গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যকে ধুয়ে দিল নেটপাড়া

কিছুদিন আগেই ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি ঠান্ডা লড়াই বাঁধে। অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ার পর যেভাবে উল্লাস প্রকাশ করেছিল বাংলাদেশিরা, তা দেখে নিন্দায় মুখর হন ভারতবাসীরা। এবার গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যকে (Ankita Bhattacharyya) নিয়ে বিরূপ মন্তব্য প্রকাশ করল বাংলাদেশিরা (Bangladesh)। কিন্তু কেন?

বেফাঁস মন্তব্যে বিপত্তি

অঙ্কিতা ভট্টাচার্য এই মুহূর্তে বলিউড এবং টলিউড, সর্বত্র নিজের গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। মায়ের মতই ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠছেন তিনি। টিভির পর্দায় একের পর এক অনুষ্ঠানে দেখা যাচ্ছে অঙ্কিতা ভট্টাচার্যকে। কিন্তু এবার এটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়ে গেলেন গায়িকা।

Ankita Bhattacharyya

কী বলেন অঙ্কিতা ?

সম্প্রতি একটি অনুষ্ঠানে গান গাইতে উঠেছিলেন অঙ্কিতা। “কমলায় নৃত্য করে” (Komolay Nritto Kore) গানটি গাওয়ার আগে তিনি বলেন, “আপনারা সকলেই জানেন এই গানটি ভীষণ বিখ্যাত। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ঋতাভরি ম্যাম এই গানে নাচ করেন।” এত অব্দি ঠিক ছিল কিন্তু তারপরেই শুরু হয় আসল সমস্যা।

অঙ্কিতা বলেন, “বিশ্বকাপ চলাকালীন কাতারে আমার এই গানটি চালানো হয়। সম্প্রতি রামোজি ফিল্ম সিটিতেও একটি অনুষ্ঠান চলাকালীন আমার এই গানটিতে নাচ করা হয়। আইপিএল চলাকালীনও আমার এই গানটি চালানো হয়। এই ভাবেই আমার পাশে থাকুন যাতে আমি আরো বেশি এগিয়ে যেতে পারি।”

Ankita Bhattacharyya

কী বলছেন বাংলাদেশীরা ?

‘কমলায় নৃত্য করে’ গানটিকে নিজের গান বলে দাবি করেন অঙ্কিতা। গায়িকার মুখে এই কথা শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান বাংলাদেশীরা। কেন? আসলে এই গানটি বাংলাদেশের সিলেটের শাহ আব্দুল করিমের গান। একজন বাংলাদেশী গায়কের গান কীভাবে নিজের গান বলে চালিয়ে যান অঙ্কিতা? প্রশ্ন তোলেন হাজার হাজার বাংলাদেশী।

আরও পড়ুন : কচি গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে বিয়ে! নতুন বছরে ফের চর্চায় ‘বাদাম কাকু’, তোলপাড় নেটপাড়া

Ankita Bhattacharyya

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হবার সাথে সাথে বাংলাদেশীদের তরফ থেকে নেতিবাচক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। কেউ কেউ বলেন, “বাংলাদেশের গানকে চুরি করে তিনি কেন নিজের নামে চালাবেন।” কেউ বলেন, “এই গানটি আমরা ছোট থেকে গিয়ে বড় হয়েছি। এই গানটি কবে থেকে ওনার গান হয়ে গেল?” কেউ আবার বলেন, “এটা আমাদের অনুভূতির সঙ্গে মিশে থাকা গান। উনি কেন নিজের নাম বলছেন?”

আরও পড়ুন : একসঙ্গে রাত কাটিয়ে বেঁকে বসেছেন বিয়েতে! গায়ক গৌরবের বিরুদ্ধে বিস্ফোরক গায়িকা

কেউ কেউ বলছেন, “সিলেটের এই গান ভীষণ বিখ্যাত।” আবার কারোর কথায়, “ভারতের মানুষরা কখনও নিজের জিনিসের সন্তুষ্ট হয় না। ওদের রুজি রোজগার চলে বাংলাদেশের মেরে।” প্রসঙ্গত, শুধু অঙ্কিতা নয়, এই গানটি গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন বহু শিল্পী। কিন্তু সংগীতশিল্পী অঙ্কিতার সামান্য ভুলে এই গানটি নিয়ে এই মুহূর্তে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে দুই বাংলায়।