সার্ভাইক্যাল ক্যান্সারে মৃত্যু হল পুনম পান্ডের! কী এই রোগ? এর লক্ষণগুলো কী কী

সার্ভাইক্যাল ক্যান্সারের লক্ষণগুলো কী কী? কীভাবে ছড়ায়? এর চিকিৎসা কী?

সার্ভাইক্যাল ক্যান্সারে (Cervical Cancer) মৃত্যু হল বলিউড (Bollywood) অভিনেত্রী পুনম পান্ডের (Poonam Pandey)। মাত্র ৩২ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। তবে শুধু পুনম পান্ডে নয়, দেশের কোটি কোটি মহিলা এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। কী এই ক্যান্সার? কীভাবে এই ক্যান্সারের হাত থেকে মুক্তি পাবেন আপনি?

কে এই পুনম পান্ডে?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী না হলেও বিতর্কের কারণে প্রায়শই খবরের শিরোনাম ছিনিয়ে নিতেন পুনম পান্ডে। ২০১৩ সালে ‘নাশা’ নামক একটি সিনেমার হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন তিনি। হিন্দি ছাড়াও অভিনয় করেছেন ভোজপুরী এবং কন্নড় সিনেমায়। পুনম পান্ডের এই আচমকা মৃত্যুর খবর শুনে রীতিমতো শোক স্তব্ধ বলিউড।

Poonam Pandey

সার্ভাইক্যাল ক্যান্সার কী?

সমীক্ষা অনুযায়ী, বর্তমানে ভারতের ১৫ বছর এবং তার বেশি বয়সী ৫১১.৪ মিলিয়ন মহিলা এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। যতদিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে এই পরিসংখ্যান। এই ক্যান্সারটি হল মহিলাদের জরায়ুর মুখের ক্যান্সার। মূলত যৌন সম্পর্কের মাধ্যমেই এই ক্যান্সারটি বাসা বাঁধে শরীরে।

সার্ভাইক্যাল ক্যান্সারের প্রধান কারণ কী?

Cervical Cancer Reasons : এই ক্যান্সারের প্রধান কারণ হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV। WHO এর মতে, HPV মূলত ২০০ টি ভাইরাসের সংমিশ্রণ। যৌন সম্পর্কের মাধ্যমে HPV সংক্রমিত হয় মেয়েদের শরীরে। তবে HPV সংক্রমণ মানেই কিন্তু ক্যান্সার নয়। প্রথমে কিছু লক্ষণ বুঝে যদি চিহ্নিত করা যায়, তাহলে ভ্যাকসিনের মাধ্যমেই এই ক্যান্সার প্রতিরোধ করা যায়।

Poonam Pandey

সার্ভাইক্যাল ক্যান্সারের উপসর্গ

Cervical Cancer Symptoms : সার্ভাইকাল ক্যান্সার শরীরে বাসা বাঁধলে প্রথমে বোঝা যায় না এর উপসর্গ। সারা শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়লে তবেই এর উপসর্গ বোঝা যায়। এই ক্যান্সারের সাধারণ উপসর্গগুলি হল যোনি থেকে রক্তপাত, সহবাসের পর রক্তপাত, যোনি থেকে দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসরণ, তল পেটে ব্যথা, সহবাসের পর যন্ত্রণা।

Cervical Cancer

সার্ভাইক্যাল ক্যান্সারের চিকিৎসা

Cervical Cancer Treatment : চিকিৎসকদের মত অনুযায়ী, এই ক্যান্সার যদি প্রথম ধাপে ধরা পড়ে তাহলে এটি নিরাময় করা সম্ভব। আন্তর্জাতিক ভ্যাকসিনের নিয়ম অনুযায়ী, ৯ বছর থেকে ২৬ বছর বয়সী মেয়েদের ভ্যাকসিনের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। গত বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাসে ভারতবর্ষে প্রথম দেশি HPV ভ্যাকসিন বাজারে আসে। পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তৈরি করেছে এই ভ্যাকসিন।

আরও পড়ুন : শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ, মারণ রোগে ভুগছেন এই ৫ দক্ষিণী নায়িকা

২০২৪ বাজেটেও উঠেছে এই ক্যান্সারের প্রসঙ্গ

ভারতবর্ষের সিরাম ইনস্টিটিউটের তৈরি করা এই ভ্যাকসিনটির দাম আন্তর্জাতিক বাজারের থেকে অনেক কম। ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে এই ভ্যাকসিন পাওয়া যায় ভারতেই। চলতি বছরের অন্তর্বর্তী বাজেটেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন, ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়ার ওপর এবার জোর দেবে সরকার।

আরও পড়ুন : নগ্ন হয়ে স্নান থেকে ‘নীল ভিডিও’! পুনম পান্ডের জীবনে রয়েছে এই ৫ বিতর্ক

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, ভারতবর্ষের এই ক্যান্সারের হার তামিলনাড়ুতে ৭ শতাংশ, কেরল, মহারাষ্ট্র সহ আরো বেশ কয়েকটি রাজ্যে ১ শতাংশ, অন্যান্য রাজ্যগুলিতে ১ শতাংশেরও কম। তবে আগামী দিনে যদি ভ্যাকসিনেশন পদ্ধতি ভারতবর্ষে চালু করা হয় তাহলে এই পরিসংখ্যান আরো কমে যাবে বলে আশাবাদী সরকার।