বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) -র জনপ্রিয় অভিনেত্রী হলে শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee)। যাকে বেশ কিছু সিরিয়ালে নায়িকা এবং পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। শ্রীমাকে এখন স্টার জলসা (Star Jalsha) -তে গাঁটছড়া (Gaatchora) সিরিয়ালে দ্যুতির ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে ব্যক্তিগত জীবনের নিরিখেও বেশ চর্চায় রয়েছেন এই অভিনেত্রী। কারণ তার প্রেমিকও হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক।
কে আপন কে পর, আয় তবে সহচরী খ্যাত অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জী (Indranil Chatterjee) এবং শ্রীমা বিগত বেশ কিছুদিন ধরেই প্রেম করছেন। প্রেমের ব্যাপারে প্রথম থেকেই তাদের কোনও লুকোচাপা ছিল না। সোশ্যাল মিডিয়াতে তাদেরকে একসঙ্গে অনেক ছবি এবং ভিডিও শেয়ার করতে দেখা যায়। এই পোস্টগুলি থেকেই স্পষ্ট দিনে দিনে কত গভীর হচ্ছে তাদের সম্পর্ক। কিন্তু শ্রীমা এবং ইন্দ্রনীল কি চুপি চুপি বিয়ে করে নিলেন?
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কনের সাজে সেজে কিছু ছবি শেয়ার করেন শ্রীমা। গাঁটছড়ার দ্যুতির এই পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে বিয়ের মরসুম চলছে। বিশেষ করে টিভি সিরিয়ালের তারকারা একে একে বিয়ের খবর শোনাচ্ছেন। এই বছরের শুরু থেকেই একাধিক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। শ্রীমা এবং ইন্দ্রনীলও কি কাউকে কিছু না জানতে দিয়ে সাত পাক ঘুরে নিলেন?
কিছুদিন আগেই বিয়ে করেছেন উদয় প্রতাপ সিং-অনামিকা চক্রবর্তী থেকে শুরু করে শ্রুতি দাস-স্বর্ণেন্দু সমাদ্দাররা। সোশ্যাল মিডিয়া তার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই নতুন এই পোস্ট করে সবাইকে চমকে দিলেন শ্রীমা। তবে বিয়ের কোনও রঙিন ছবি পোস্ট করেননি শ্রীমা। ইন্দ্রনীলের সঙ্গেও তার বিয়ের কোনও ছবি নেই। তাই প্রথমটা চমকে গেলেও আসল ঘটনা আন্দাজ করে ফেলেছেন ভক্তরা।
আসলে শ্রীমা বিয়ের পিঁড়িতে বসেননি। বিয়ের সাজে কনে সাজলেও এটা ছিল তার একটি প্রজেক্টের ছবি। শুধু সিরিয়াল নয়, বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী সিনেমাতে অভিনয় করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সেই সিনেমা। যারা যারা সিনেমাটি দেখেছেন তারা বেশ প্রশংসা করছেন অভিনেত্রীর। কমেন্ট বক্সে তারা ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
View this post on Instagram
আরও পড়ুন : সিনেমা ছেড়ে সিরিয়াল, জি বাংলার নতুন সিরিয়ালে পা রাখছেন এই জনপ্রিয় টলিউড নায়ক
একজন দর্শক লিখেছেন, “মুভিটা সত্যিই ভাল। গানগুলো জাস্ট মন ছুঁয়ে গেল। এই গানটা দিয়ে ছবি দিয়েছ ভালো লাগছে। তোমার পার্টগুলো আরও সুন্দর।” ভক্তরা লিখছেন, “দিদি আরো ভালো মুভি করো সম্প্রতি সিনেমাটা দেখলাম ভালো লেগেছে।” ইনস্টাগ্রামে তার ব্রাইডাল লুকেরও বেশ প্রশংসা হয়েছে।
আরও পড়ুন : অযোগ্য নায়ক! দর্শকদের দাবিতে রাতারাতি বদলে গেল জি বাংলার জনপ্রিয় সিরিয়ালের নায়কের মুখ