কতদূর পড়াশোনা করেছেন সৌমিতৃষা? পর্দার মিঠাইরানীর বিদ্যের দৌড় চমকে দেবে

জি বাংলার মিঠাই থেকে দেবের নায়িকা, সৌমিতৃষার পড়াশোনার দৌড় কতদূর জানেন?

Riya Chatterjee

Published on:

Soumitrisha Kundu Educational Qualification : বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রির নামিদামি অভিনেতা এবং অভিনেত্রীরা এখন টলিউড (Tollywood) এবং ওয়েব সিরিজেও সমান তালে কাজ করছেন। সিরিয়ালের পর্দায় যাদের বেশ সুনাম রয়েছে সিনেমায় নামতে তাদের এই যুগে খুব বেশি বেগ পেতে হয় না। বাংলা সিরিয়ালের এমনই একজন অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। যাকে এখনও সবাই মিঠাই (Mithai) নামে চেনেন।

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের মিঠাই সিরিয়ালটি শেষ হয়েছে মাত্র কিছুদিন আগে। এক সপ্তাহ আগে এই সিরিয়ালের অন্তিম শুটিং সেরে ফেলেছেন সৌমিতৃষারা। এরই মধ্যে তিনি টলিউডের নায়িকা হওয়ার সুযোগ পেয়ে গেলেন। তাও আবার সুপারস্টার দেব (Dev) -র বিপরীতে। অভিনয়ে তিনি বাংলার সেরা, কিন্তু পড়াশোনাতে তার দৌড় কতদূর জানেন?

MITHAI

সৌমিতৃষা খুব কম বয়সে অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন। তিনি নিজে একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তাকে কখনও সেভাবে অডিশন দিতে হয়নি। তিন তিনটে সিরিয়ালে তাকে এমনিতেই বেছে নেওয়া হয়েছে। ‘জয়কালী কলকাত্তাওয়ালী’ (Joy Kali Kolkattawali) -তে খলনায়িকা হিসেবে শুরু হয়েছিল তার অভিনয় জীবন। এরপর তিনি ‘কনে বউ’ (Kone Bou) এবং ‘মিঠাই’ সিরিয়ালে অভিনয় করেন।

তবে মিঠাই সিরিয়ালটি তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দিয়েছে। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন আর কোনও নায়িকা নেই যাকে নিয়ে দর্শকদের মধ্যে এত বিপুল পরিমাণ ক্রেজ লক্ষ্য করা যাচ্ছে। খুব অল্প দিনের মধ্যেই অভিনয়ের মাধ্যমে নিজেকে সেরা প্রমাণ করে দিয়েছেন সৌমিতৃষা। পড়াশোনাতেও তিনি কিন্তু খুব একটা পিছিয়ে নেই।

SOUMITRISHA KUNDU

যেমনটা আগেই জানিয়েছি আমরা পর্দার মিঠাইরানী খুব অল্প বয়সে অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন। তিনি একসময় পরিবার নিয়ে থাকতেন বারাসাতে। বারাসাত গার্লস হাইস্কুলে পড়াশোনা করেছেন সৌমিতৃষা। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন তিনি। এরপর তিনি পড়াশোনার জন্য চলে আসেন কলকাতায়।

MITHAI

আরও পড়ুন : সুযোগ পেলে আদৃতের সঙ্গে আর কি কাজ করবেন সৌমিতৃষা? জবাবে চমকে দিল মিঠাইরানী

কলকাতায় এসে ইংরেজিতে স্নাতক হওয়ার জন্য সেন্ট পলস কলেজে ভর্তি হন অভিনেত্রী। তবে কাজের চাপে তাকে কলেজ ছেড়ে দিতে হয়। এরপর তিনি ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। এত কম বয়সে সিরিয়াল থেকে সিনে ইন্ডাস্ট্রিতে এমন সাফল্য খুব কম নায়িকার ভাগ্যে জুটেছে।

আরও পড়ুন : বিয়ের আগে আইবুড়ো ভাত খেলেন ‘মিঠাই’ খ্যাত অভিনেতা, রইল ছবিগ্যালারি