বিয়ের আগে আইবুড়ো ভাত খেলেন ‘মিঠাই’ খ্যাত অভিনেতা, রইল ছবিগ্যালারি

বিয়ের পিঁড়িতে বসবেন ‘মিঠাই’ খ্যাত অভিনেতা, আইবুড়ো ভাত খেলেন হবু স্ত্রীকে নিয়ে, রইল ফটোগ্যালারি

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আবার বাজতে চলেছে বিয়ের সানাই। বাংলা সিরিয়ালের জনপ্রিয় এক অভিনেতার বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। তিনি হলেন ‘মিঠাই’ (Mithai) খ্যাত রাতুল ওরফে উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। তিনি বিয়ে করতে চলেছেন সিরিয়ালেরই আরেক জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) -কে।

উদয় এবং অনামিকার প্রেম চলছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। ‘মিঠাই’ সিরিয়াল বন্ধ হওয়াকে কেন্দ্র করে ভক্তদের মন এখন এমনিতেই খারাপ। তবে উদয় এবং অনামিকার বিয়ের খবর মন কিছুটা হলেও ভাল করে দিয়েছে। তবে বিয়ের আর খুব বেশি দেরি নেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাদের সাত পাকে ঘোরার প্রস্তুতি।

UDAY AND ANAMIKA

উদয় এবং অনামিকার বিয়ের সানাই বাজার এখন শুধু কিছু সময়ের অপেক্ষা। সম্প্রতি এলাহি আয়োজনের মারফত আইবুড়ো ভাত খেলেন দুজনে। সোশ্যাল মিডিয়াতে তারা প্রথম আইবুড়ো ভাতের ছবি শেয়ার করেছেন। উদয় এবং অনামিকার ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের আইবুড়ো ভাতের নানা ছবি শেয়ার হয়েছে।

হবু বর এবং কনের কপালে লাল রঙের তিলক কাটা রয়েছে। প্রথম আইবুড়ো ভাতের জন্য অনামিকা পিচ রংয়ের একটি কুর্তি পরেছিলেন। উদয় সবুজ রঙের একটি শার্ট এবং ডেনিম জিন্স পরেছিলেন। দুজনেই হাসিমুখে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। আর তাদের সামনের টেবিলে থরে থরে সাজানো রয়েছে নানাবিধ খাবার।

UDAY AND ANAMIKA

তাদের আইবুড়ো ভাতের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, সাত রকমের ভাজা, শাক, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, ছানার জিলিপি, কমলাভোগ, আম এবং আইসক্রিম। স্বাভাবিকভাবে এই ছবি দেখার পর ভক্তদের মনে প্রশ্ন উঠছে বিয়েটা কবে হবে? যদিও দিনক্ষণ নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি এই দুই তারকা।

UDAY AND ANAMIKA

আরও পড়ুন : দেবের পা চেটে নায়িকা হচ্ছে মিঠাই? নিন্দুকদের কড়া জবাবে ধুয়ে দিলেন সৌমিতৃষা

এই বছরের মার্চ মাসে উদয়কে সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই বছরেই বিয়ের প্ল্যানিং করেছেন তারা। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তাদের বিয়ের খবর শোনা যাবে। তবে প্রথম আইবুড়ো ভাতের ছবি যেহেতু তারা শেয়ার করলেন, তাই তাদের বিয়েটাও যে খুব তাড়াতাড়ি হবে সেই বিষয়ে নিশ্চিত হলেন ভক্তরা।

আরও পড়ুন : সুযোগ পেলে আদৃতের সঙ্গে আর কি কাজ করবেন সৌমিতৃষা? জবাবে চমকে দিল মিঠাইরানী