টিআরপি তালিকায় বড়সড় চমক, রান্নার জাদুতে টিআরপি উল্টে দিল খুকুমণি

হাতে এসে গেল বাংলা টেলি ইন্ডাস্ট্রির (Bengali Telivision) বহু প্রতীক্ষিত সেই টিআরপি (TRP) তালিকা। প্রত্যেক বারের মতো এবারেও রয়েছে চমক। সেরার সেরা স্থান থেকে মিঠাইকে (Mithai) হারানোর মতো ক্ষমতা এই মুহূর্তে আর কোনও ধারাবাহিকের হাতে নেই। তবে মিঠাইয়ের কাঁধে নিঃশ্বাস ফেলতে হাজির খুকুমণি হোম ডেলিভারি (Khukumoni Home Delivery)। মিষ্টির চেয়ে যেকোনও মুহূর্তেই ভোজনপ্রেমী বাঙালি বাংলার হারিয়ে যাওয়া রান্না রাঁধতে জানা খুকুমণিকেও সেরার সেরা স্থান দিয়ে ফেলতেই পারেন!

প্রতিবারের মতো এবারও সেরার সেরা মুকুট উঠলো মিঠাই রানীর মাথায়। ১১.৫ নম্বর পেয়ে প্রথম স্থানে মিঠাই। এর পরেই দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে খুকুমণি হোম ডেলিভারি। ৯ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে খুকুমণি। অবশ্য খুকুমণিকে একা জায়গা ছেড়ে দিতে রাজি নয় উমা এবং যমুনা ঢাকি। তারাও ওই একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে সর্বজয়া। ৮.৩ নম্বর সংগ্রহ করেছে দেবশ্রী রায় অভিনীত এই ধারাবাহিক। জি বাংলার অপর আরেক ধারাবাহিক অপরাজিতা অপুর সংগ্রহ ৮.১ নম্বর। অপরাজিতা অপু পেয়েছে চতুর্থ স্থান। এরপরের স্থান স্টার জলসার পঞ্চম স্থানে ফের জি বাংলাকে ছাপিয়ে গিয়েছে স্টার জলসা। ঋষিরাজ-পিহুর হানিমুন বিভ্রাটে ৭.৫ পয়েন্ট পেল মন ফাগুন।

স্টার জলসার অপর দুটি ধারাবাহিক খেলাঘর এবং গঙ্গারাম ৭.২ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে। ৭ পয়েন্ট পেয়ে টিআরপি তালিকাতে সপ্তম স্থানে রয়েছে চারটি ধারাবাহিক – রানী রাসমণি, আয় তবে সহচরী, শ্রীময়ী এবং ধূলোকণা। শুরু হওয়ার পর এই প্রথম টিআরপি তালিকাতে জায়গা করতে পেরেছে আয় তবে সহচরী। স্বভাবতই আয় তবে সহচরী ভক্তদের জন্য এটা দারুণ সুখবর।

Aay Tobe Sohochori Poster

আরও পড়ুন :- এখনকার কোনও বাংলা সিরিয়াল দেখার যোগ্য নয় : বিপ্লব চ্যাটার্জী

এরপর ৬.৯ পয়েন্ট পেয়ে যৌথভাবে অষ্টম স্থান পেয়েছে কড়িখেলা এবং কৃষ্ণকলি। ৬.৭ পয়েন্ট পেয়ে নবম স্থানে রয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’। ৬.৪ পয়েন্ট পেয়ে যৌথভাবে দশম স্থান পেয়েছে খড়কুটো এবং বরণ। এবার আসা যাক রিয়েলিটি শো’য়ের প্রসঙ্গে। রিয়েলিটি শো গুলির মধ্যে ডান্স বাংলা ডান্স ৭.১, দাদাগিরি ৬.৬, স্টার জলসার গানের রিয়েলিটি শো সুপার সিঙ্গার ৫.৩ পয়েন্ট পেয়েছে।

আরও পড়ুন :- তলানিতে টিআরপি, বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার আরও এক ধারাবাহিক