নাচের স্কুল খুললেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা! ফি কত?

‘অনুরাগের ছোঁয়া’র মিশকার কাছে নাচ শিখতে চান? ফি কত দিতে হবে?

বর্তমানে বাংলা সিরিয়ালের দুনিয়াতে অন্যতম সেরা খলনায়িকা বলা যেতে পারে তাকে। নাচের রিয়েলিটি শো দিয়ে যার যাত্রা শুরু হয়েছিল গ্ল্যামার দুনিয়াতে। আজ তিনি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) খলনায়িকা হিসেবে পরিচিত। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ‘মিশকা’ ওরফে অহনা দত্তকে (Ahona Dutta) নিয়ে। সম্প্রতি একটি নাচের স্কুল খুলে চর্চায় এলেন অহনা।

অহনা দত্তর কেরিয়ার বলতে গেলে শুরু হয়েছিল জি বাংলার ডান্স বাংলা ডান্সের হাত ধরে। ডান্স বাংলা ডান্স সিজন ১১ এর প্রতিযোগী ছিলেন তিনি। রিয়েলিটি শোয়ের মঞ্চে মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এর পরপরই ‘অনুরাগের ছোঁয়া’তে ভিলেন চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।

Ahona Dutta

ডান্স বাংলা ডান্সের পর ‘অনুরাগের ছোঁয়া’ অহনার জনপ্রিয়তা কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। শুটিংয়ের চাপে সারাদিন ব্যস্ত থাকেন অভিনেত্রী। তবে নাচের প্রতি ভালবাসা তার কমেনি। আর সেই কারণেই এবার তিনি নিজের নাচের স্কুল খুলে ফেললেন। এতদিন নিজে যা শিখেছেন তাই এবার সবাইকে শেখাবেন অহনা। সব বয়সীরা তার কাছে নাচ শিখতে পারবেন।

হিন্দুস্তান টাইমস বাংলার কাছে এই প্রসঙ্গে অহনা বলেছেন, ‘‘ডান্স বাংলা ডান্সের সময় অধ্যাবসায় ছিল চূড়ান্ত। তখন তো নাচ ছাড়া কিছু ভাবতেই পারতাম না। নাচ আমার আসলে ছোটবেলার ভালোবাসা। নাচতে নাচতে বুঝলাম, মুখের অঙ্গ-ভঙ্গিমাও খুব দরকার। মুখের এক্সপ্রকেশন ঠিক না থাকলে নাচটাই জিরো। আর এই এক্সপ্রেশন মানেই তো অভিনয়। সেখান থেকেই সিরিয়ালে ঢোকা।’’

Ahona Dutta

যেহেতু এখন অভিনয় নিয়ে খুব ব্যস্ত রয়েছেন অভিনেত্রী তাই নিজের নাচের প্র্যাকটিসের খুব একটা সময় তিনি পান না। কিন্তু যখন একটু অবসর পান তখন তার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। নাচটাকে তিনি খুবই মিস করেন। তাই আপাতত বাঘা যতীনের কাছে রংটং স্টুডিও ভাড়া নিয়ে নাচের ক্লাস শুরু করেছেন তিনি। তিনি নিজেই শেখাবেন নাচ। কোনও অ্যাসিস্ট্যান্ট রাখেননি।

আরও পড়ুন : বাস্তবেও বিবাহিত পুরুষের সঙ্গে সহ’বাস! ‘ঘরভাঙ্গানি’ মেয়ের মুখ দেখেন না ‘মিশকা’র মা

Ahona Dutta

আরও পড়ুন : মৃত্যুর মুখে ফেলেছেন মাকে! ‘অনুরাগের ছোঁয়া’র মিশকার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রীর মা

অহনা বলেছেন মানুষ তার মুখ দেখে এসে অন্য কারও থেকে শিখবে এটা তিনি চান না। যেহেতু পোস্টারে তার ছবি রয়েছে, তাই তিনিই শেখাবেন। আপাতত শনিবার বিকেল ৩ টে থেকে ৪ টে ছোটদের নাচ শেখাচ্ছেন। আর ৪ টে থেকে ৬ টার সময়ে তিনি ১৪ বছরের উপরে বড়দের নাচ শেখাচ্ছেন। আর নাচের ফি? অহনা বলেছেন খুব সামান্য খরচে তিনি নাচ শেখাচ্ছেন। সেলিব্রিটি বলে বেশি টাকা নেবেন না। বরং পাড়ায় পাড়ায় নাচের ক্লাসে যত টাকা নেওয়া হয় তিনি তার থেকেও কমে নাচের স্কুল খুলেছেন।