সিনেমা ছেড়ে সিরিয়াল! বড়পর্দা ছেড়ে ছোটপর্দায় কাজ করছেন এই ৬ অভিনেতা

বড়পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও আজ ছোটপর্দার জনপ্রিয় নায়ক এই ৫ অভিনেতা

Bengali Serial Hero : বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকার আবির্ভাব হয়েছে যারা পরবর্তী দিনে সিনেমাতে চান্স পেয়েছেন। হয়ে উঠেছেন টলিউডের সুপারস্টার। আবার অনেকে টলিউড ছেড়ে এসেছেন সিরিয়ালের জগতে। আজকের এই প্রতিবেদনে এমনই ৫ অভিনেতার নাম রইল। যাদের কেরিয়ার শুরু হয়েছিল সিনেমা দিয়ে, তবে তারা জনপ্রিয়তা পেয়েছেন সিরিয়াল করে।

গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) : অভিনয়টা তার রক্তে রয়েছে। তিনি হলেন টলিউডের মহানায়ক উত্তম কুমারের নাতি। ২০০৬ সালে তিনি ‘ভালোবাসার অনেক নাম’ সিনেমা দিয়ে টলিউডে প্রবেশ করেছিলেন। এরপর আরও বেশ কিছু ছবি করেন। কিন্তু সিরিয়াল থেকে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। ‘দুর্গা’, ‘বধূবরণ’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘গাঁঢছড়া’ সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

Somraj Maity

সোমরাজ মাইতি (Somraj Maity) : সোমরাজ মাইতি বিদেশে ইঞ্জিনিয়ারিং পড়েছেন। তারপর তিনি মডেলিং দুনিয়াতে প্রবেশ করেন। তার ইচ্ছে ছিল তিনি টলিউডের নায়ক হবেন। কিছু টেলিফিল্মেও কাজ করেন। কিন্তু জনপ্রিয়তা পেতে শুরু করেন ‘এই ছেলেটা ভেলভেলেটা’, ‘টেক্কা রাজা বাদশা’, ‘জিয়ন কাঠি’, ‘কুঞ্জ ছায়া’র মত সিরিয়াল থেকে। বর্তমানে তাকে ‘চিনি’ সিরিয়ালে দেখা যাচ্ছে।

প্রতীক সেন (Pratik Sen) : ২০০৮ সালে অভিনয় দুনিয়াতে পা রাখেন প্রতীক। ‘আমার বডিগার্ড’, ‘পাসপোর্ট’ সহ অনেক ছবিতে তিনি কাজ করেছেন। অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও। ২০১৬ সালে তিনি ‘খোকাবাবু’ সিরিয়াল দিয়ে ছোট পর্দায় পা রাখেন। এরপর ‘মোহর’, ‘এক্কাদোক্কা’ সিরিয়ালে অভিনয় করেন তিনি।

Adrit Roy

আদৃত রায় (Adrit Roy) : আদৃত রায় রাজ চক্রবর্তীর ‘নুরজাহান’ ছবির মাধ্যমে সিনেমাতে পা রাখেন। এরপর ‘প্রেম আমার ২’, ‘পাসওয়ার্ড’, ‘পরিণীতা’তেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটির দৌলতে। আজও সকলে তাকে ‘উচ্ছে বাবু’ নামে মনে রেখেছেন।

Joy Kumar Mukherjee

জয় কুমার মুখার্জী (Joy Kumar Mukherjee) : ২০০৯ সালে ‘লক্ষ্যভেদ’ ছবিতে অভিনয় করে টলিউডের পর্দায় পা রাখেন জয়। এরপর একে একে ‘অস্ত্র’, ‘টার্গেট’, ‘হ্যাংওভার’ ছবিতেও কাজ করেছেন। কিন্তু ‘চোখের তারা তুই’ সিরিয়ালের অভিনয় করার পর তার জনপ্রিয় বাড়ে।

আরও পড়ুন : ২০২৩-এ এই ৫ অভিনেতার অভিনয় মন ছুঁয়ে গেছে দর্শকদের

আরও পড়ুন : বলিউডে নেই কাজ, সিনেমা ছেড়ে ওয়েব সিরিজে পা রাখছেন এই ৬ তারকা

সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) : স্টার জলসার কথা সিরিয়ালের নায়ক সাহেব ভট্টাচার্যও রয়েছেন এই তালিকাতে। সব্যসাচী চক্রবর্তী ফেলুদা সিরিজের তোপসে তিনি। অভিনয় করেছেন ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘ডাবল ফেলুদা’, ‘গোরস্থানে সাবধান’ এর মত বেশ কিছু সিনেমাতে। বর্তমানে সুস্মিতা দের সঙ্গে সাহেবের জুটি বেশ পছন্দ করছেন দর্শকরা।